/indian-express-bangla/media/media_files/2025/05/08/gCkf8BEAsaZnN4fMJciz.jpg)
operation sindoor news: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
operation sindoor news:কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত। ভারতের Operation Sindoor ষোলোআনা সফল। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের বিভিন্ন দিকে বেছে বেছে ৯টি জঙ্গিঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতের অত্যাধুনিক মিসাইল গুঁড়িয়ে দিয়েছে লস্কর, জইশ, হিজবুলের মতো জঙ্গি সংগঠনের ডেরা। সাংঘাতিক এই অপারেশনের পর আজ ফের একবার সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। সেই বৈঠকে আরও একবার বর্তমান পরিস্থিতিতে মোদী সরকারের পাশে থাকার বার্তা বিরোধী সব রাজনৈতিক দলের।
সর্বদলীয় বৈঠকের পর বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “সঙ্কটের মুহূর্তে আমরা সরকারের সাথে আছি।”বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “আমরা সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছি। মল্লিকার্জুন খাড়গে যেমন বলেছেন, তারা (সরকার) বলেছেন যে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই না।”
এদিকে, কংগ্রেস সাংসদ শশী থারুর এদিন সংবাদসংস্থা ANI-কে বলেন, “সকল দেশই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এটাই স্বাভাবিক। কেউই দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের তীব্রতা দেখতে চায় না। রাশিয়া, ফ্রান্স এবং ইসরায়েলই একমাত্র দেশ যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আত্মরক্ষার অধিকারের জন্য প্রকাশ্যে বোঝাপড়া দেখিয়েছে। নীতিগতভাবে আমেরিকার কিছু বলা উচিত ছিল, কারণ ৯/১১-এর পর আফগানিস্তানের বিরুদ্ধে তারাই সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল। আশ্চর্যজনকভাবে, চিন পাকিস্তান-পন্থী অবস্থান নেয়নি... চিন যা বলেছে তা ইঙ্গিত দেয় যে তারা এই সত্য সম্পর্কে অবগত নয় যে ভারতের সাথে সম্পর্ক উষ্ণ হচ্ছে। উচ্চ শুল্কের ট্রাম্পীয় বিশ্বে আজ চিনের কাছে ভারতীয় বাজার আরও গুরুত্বপূর্ণ। চিনের এমনভাবে ভারতকে প্রয়োজন যা আগে কখনও তাদের প্রয়োজন ছিল না... যদি সত্যিকারের যুদ্ধ হত, তাহলে তারা পাকিস্তানকে সমর্থন করত। কিন্তু যুদ্ধ ঠেকাতে, আমার মতে চিন গঠনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।”
অন্যদিকে, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুরের অধীনে ভারতীয় সশস্ত্র বাহিনীর পরিচালিত বিমান হামলায় কমপক্ষে ১০০ জন জঙ্গি নিহত হয়েছে।" তবে পাকিস্তান ভারতের এই হামলার জবাব দিতে গিয়ে নিরীহ মানুষকে নিশানা করছে। কাশ্মীর সীমান্তে লাগাতার কাপুরুষোচিত আক্রমণ চালিয়ে যাচ্ছে পাক সেনা।
কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে ১৩ জন নিহত হয়েছেন। বুধবার পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার গোলাবর্ষণে ১২ জন সাধারণ নাগরিকের পাশাপাশি একজন ভারতীয় সেনাকর্তা নিহত হয়েছেন। এছাড়াও ২ সিআরপিএফ জওয়ান সহ ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিকে অপারেশন সিঁদুরের পর পাকিস্তান কর্তৃক যে কোনও সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার বিরুদ্ধে পরিকাঠামো প্রস্তুত রাখতে বলেছেন।