kolkata new metro line:কলকাতায় ৩ মেট্রোপথের উদ্বোধনে মোদী, স্মৃতির পাতায় ডুব মমতার!

kolkata new metro line: পুজোর মুখে বড় উপহার কলকাতা মেট্রোর। নতুন তিনটি পথের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

kolkata new metro line: পুজোর মুখে বড় উপহার কলকাতা মেট্রোর। নতুন তিনটি পথের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
bengali has been accorded the status of a classical language,বাংলাকে ধ্রপদী ভাষার সম্মান, মোদী,মমতা ব্যানার্জি

Pm Modi & Mamata Banerjee: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

kolkata 3 New Metro Route:পুজোর মুখে কলকাতায় তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। এছাড়াও একাধিক প্রকল্পের সূচনাও মোদীর হাতে। প্রধানমন্ত্রী কলকাতায় আসার কিছু আগেই এবার স্মৃতির পাতায় ডুব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘ এক্স পোস্টে তাঁর রেলমন্ত্রী থাকাকালীন নানা পরিকল্পনার কথাও বিশদে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

এক্স পোস্টে এদিন মুখ্যমন্ত্রী লিখেছেন, "ভারতের রেলমন্ত্রী হিসেবে, আমি সৌভাগ্যবান যে আমি মেট্রোপলিটন কলকাতায় মেট্রো রেলওয়ে করিডোরের পরিকল্পনা এবং অনুমোদন করেছি। আমি নীলনকশা তৈরি করেছি, তহবিলের ব্যবস্থা করেছি, কাজ শুরু করেছি এবং নিশ্চিত করেছি যে শহরের বিভিন্ন প্রান্ত (জোকা, গড়িয়া, বিমানবন্দর, সেক্টর ফাইভ ইত্যাদি) একটি আন্তঃনগর মেট্রো গ্রিডের মাধ্যমে সংযুক্ত।"

তিনি আরও লিখেছেন, "পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমি প্রকল্পগুলি বাস্তবায়নে অংশ নেওয়ার অতিরিক্ত সুযোগ পেয়েছিলাম। রাজ্য থেকে, আমি বিনামূল্যে জমির ব্যবস্থা করেছি, পাকা রাস্তা তৈরি করেছি, বাস্তুচ্যুতদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি, বাধাগুলি দূর করেছি এবং প্রকল্পগুলি বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা নিশ্চিত করেছি। আমাদের মুখ্য সচিবরা বাস্তবায়নকারী সংস্থাগুলির একীকরণ নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে সমন্বয় সভা করেছেন। রেলমন্ত্রী হিসেবে আমার পরিকল্পনা বাস্তবায়নে অংশগ্রহণের মাধ্যমে পরিপূর্ণতা পেয়েছে। মেট্রোর অবকাঠামো সম্প্রসারণ আমার জন্য একটি দীর্ঘ যাত্রা ছিল। আজ আমাকে কিছু স্মৃতিচারণ করতে দিন।"

Advertisment

আরও পড়ুন- PM Modi in Kolkata to Inaugurate New Metro Line Today: কলকাতায় মোদী! পুজোর আগেই কলকাতায় পরিবহন বিপ্লব! নয়া তিন মেট্রো রুটের উদ্বোধন কিছুসময়েই

উল্লেখ্য, শুক্রবার কলকাতায় তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত পথে নতুন মেট্রো পরিষেবা চালু হবে। প্রধানমন্ত্রী এই তিনটি মেট্রোপথের উদ্বোধন করলেই ওই পথে জনগণের জন্যও পুরোদমে মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। 

kolkata metro modi CM Mamata banerjee