/indian-express-bangla/media/media_files/2025/08/22/cats-2025-08-22-17-34-33.jpg)
অপেক্ষার অবসান। অবশেষে কলকাতার তিন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
PM Modi in Kolkata: অপেক্ষার অবসান। অবশেষে কলকাতার তিন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। নয়া এই পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন প্রায় ৯ লক্ষ যাত্রী। যশোর রোড মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের অংশে মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড, বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে দমদম সেন্ট্রাল জেল ময়দানে কর্মী সভায় অংশ নিতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন।
শুক্রবার বিকেল ৪.১৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে মোদীর বিশেষ বিমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যপাল, মুখ্যসচিব এবং রাজ্যের ডিজিপি। এছাড়াও, হাওড়া মেট্রো স্টেশনে নবনির্মিত সাবওয়ের উদ্বোধন ও ১,২০০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৬ লেনের কোণা এক্সপ্রেসওয়ে (৭.২ কিমি) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রথমে প্রশাসনিক সভা এবং তারপর দলীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া-সেক্টর ফাইভ গ্রিন লাইন মেট্রো পরিষেবা আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।
- Aug 22, 2025 18:02 IST
PM Modi in Kolkata LIVE UPDATES:তৃণমূলকে তুলোধোনা শুভেন্দু অধিকারীর
সীমান্তে ৫৪০ কিলোমিটার জমি কেন্দ্রকে না দেওয়ার জন্য তৃণমূল সরকারকে তুলোধোনা শুভেন্দু অধিকারীর। আজকে বাংলার ঐতিহাসিক উন্নয়নের সাক্ষী উল্লেখ, দাবি শুভেন্দুর। অনুপ্রবেশ মুক্ত দেশ একমাত্র গড়তে পারবেন প্রধানমন্ত্রী মোদী, ভাষণে উল্লেখ শুভেন্দু অধিকারী।
- Aug 22, 2025 17:05 IST
PM Modi in Kolkata LIVE UPDATES: সৃষ্টি হল নয়া ইতিহাস! মোদীর হাত ধরেই কলকাতার তিন নয়া মেট্রো রুটের শুভ সূচনা
অপেক্ষার অবসান। অবশেষে কলকাতার তিন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। নয়া এই পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন প্রায় ৯ লক্ষ যাত্রী। যশোর রোড মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের অংশে মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী।এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড, বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে দমদম সেন্ট্রাল জেল ময়দানে কর্মী সভায় অংশ নেবেন তিনি। শুক্রবার বিকেল ৪.১৫ নাগাদ কলকাতায় নামে মোদীর বিশেষ বিমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান রাজ্যপাল, মুখ্যসচিব এবং রাজ্যের ডিজিপি।
- Aug 22, 2025 16:40 IST
PM Modi in Kolkata LIVE UPDATES: কলকাতায় নামলেন প্রধানমন্ত্রী মোদী
কলকাতায় নামলেন প্রধানমন্ত্রী মোদী! পুজোর আগেই কলকাতার পরিরবহন ব্যবস্থায় আসতে চলেছে নয়া বিপ্লব! নয়া তিন মেট্রো রুটের উদ্বোধন কিছুসময়েই। মানুষের ঢল রাজপথে।
- Aug 22, 2025 15:48 IST
PM Modi in Kolkata LIVE UPDATES: ভোটমুখী বঙ্গে মোদীর সফর, তুঙ্গে রাজনৈতিক চর্চা, কোন কোন ইস্যুতে TMC কে নিশানা?
আগে ফের বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দমদমে আয়োজিত জনসভায় তিনি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে আক্রমণ শানাতে পারেন বলে রাজনৈতিক মহলের অনুমান। এর আগে দু’বার বাংলায় এসে দুর্নীতি ও অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। সফরের আগে বৃহস্পতিবার এক্স (পূর্বতন টুইটার)-এ বাংলার উন্নয়নের প্রসঙ্গ টেনে মোদী অভিযোগ করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে এবং বাংলার মানুষ উন্নয়নের আশায় বিজেপির দিকে তাকিয়ে আছেন।
আরও পড়ুন- আসছেন মোদী, শুভেন্দুদের 'চাঙ্গা' করতে রেডি 'মাস্টারপ্ল্যান'! আজ কোন বাণে বিঁধবেন তৃণমূলকে?
- Aug 22, 2025 14:44 IST
PM Modi in Kolkata LIVE UPDATES: প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী.. দুর্নীতি করলে সোজা জেল, সাফ বার্তা মোদীর!
প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী.. দুর্নীতি করলে সোজা জেল, সাফ বার্তা মোদীর! সংবিধানের ১৩০ তম সংশোধনী নিয়ে তোলপাড়ের মধ্যেই বড় বার্তা প্রধানমন্ত্রীর। '৩০ দিনের মধ্যে জামিন না পেলে ৩১ তম দিনেই চেয়ার ছাড়তে হবে। জেলে থাকা অবস্থায় সরকার চালানোর কোনও অধিকারই নেই। জেলে গেলে চেয়ার ছাড়তেই হবে। নতুন আইনের অধীনের দুর্নীতিবাজরা জেলে যাবে এবং তার চেয়ারও হারাবে'। সাফ বার্তা মোদীর।
- Aug 22, 2025 14:15 IST
PM Modi in Kolkata LIVE UPDATES: পাতালে লুকিয়ে থাকলে সেখানেই কবর-জঙ্গিদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর
প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি বিহারের মাটি থেকে সন্ত্রাসবাদকে 'ধ্বংসের; কথা বলেছিলাম। বিহারের মাটি থেকে গৃহীত সংকল্প কখনও বৃথা যায় না। আজ আপনারা সকলেই দেখেছেন যে এই সংকল্প পূর্ণ হয়েছে। পাকিস্তানের একটিও ক্ষেপণাস্ত্র আমাদের ক্ষতি করতে পারেনি। বন্ধুরা, অপারেশন সিন্দুর ভারতের প্রতিরক্ষা নীতিতে একটি নতুন রেখা টেনে দিয়েছে। পহেলগাঁওয়ের অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে। পাকিস্তান আমাদের কোনও ক্ষতি করতে পারেনি। পাকিস্তান সেখান থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ছিল কিন্তু ভারত সেগুলিকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দেয়। এখন জঙ্গিরা যদি পাতালে লুকিয়ে থাকে, ভারতের ক্ষেপণাস্ত্র তাদের সেখানেই কবর দেবে। এখন কেউ ভারতে জঙ্গি হামলা চালিয়ে পালাতে পারবে না। বিহারের দ্রুত উন্নয়ন এনডিএ সরকারের অগ্রাধিকার। তাই আজ বিহার সর্বাত্মক উন্নয়নের পথে এগিয়ে চলেছে।
- Aug 22, 2025 14:12 IST
PM Modi in Kolkata LIVE UPDATES: 'ডেমোগ্রাফি মিশন' শুরুর ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
প্রধানমন্ত্রী মোদী এদিন বিহারের জনসভা থেকে বলেন, 'এনডিএ সরকার সিদ্ধান্ত নিয়েছে অনুপ্রবেশকারীদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবে না। আমরা অনুপ্রবেশকারীদের বিহারের যুবকদের ভবিষ্যৎ নষ্ট করতে দেব না। এই সংকট মোকাবেলায়, আমি ডেমোগ্রাফি মিশন শুরু করার সংকল্প নিয়েছি। অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা দেশের জন্য উদ্বেগের বিষয়। সীমান্তবর্তী অঞ্চলের ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে। এনডিএ সরকার শীঘ্রই 'ডেমোগ্রাফি মিশন' শুরু করতে চলেছে। কংগ্রেস এবং আরজেডির মতো দলগুলি বিহারের দরিদ্রদের অধিকার কেড়ে নিয়ে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিতে চায়। তারা ভোট ব্যাংক এবং তুষ্টিকরণের রাজনীতির জন্যই এই সব করছে। তারা বিহারের কথা ভাবে না। তাই তারা ক্রমাগত সরকারের বিরোধিতা করে চলেছে। কিন্তু, আমাদের বিহারকে আরজেডি এবং কংগ্রেসের কুদৃষ্টি থেকে বাঁচাতে হবে।
- Aug 22, 2025 14:09 IST
PM Modi in Kolkata LIVE UPDATES: বিহার থেকে বিরোধীদের নিশানা মোদীর
সামনেই বিহার বিধানসভা ভোট। এর মাঝেই বিহারে SIR নিয়ে উত্তাল দেশ। সংসদের বাদল অধিবেশনে SIR বাতিলের দাবিতে বিরোধীরা রীতিমত সরকারকে কোনঠাসা করেছে। এই আবহে বিহার সফরে এসে বিরাট বার্তা প্রধানমন্ত্রী মোদীর।