Netaji Subhash Chandra Bose International Airport: নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর।
Kolkata International Airport will be the connecting hub of South east Asia: কলকাতাকে ঘিরে বিরাট পরিকল্পনা কেন্দ্রের। অন্তত BJP-র রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের তোলা প্রশ্নের উত্তরে তেমনই অভূতপূর্ব একটি পরিকল্পনার কথা জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু। কলকাতা বিমানবন্দরের ঢালাও উন্নয়নের পরিকল্পনার কথা বিস্তারিতভাবে রাজ্যসভায় বর্ণনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
Advertisment
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবার শুধুমাত্র কলকাতা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমানের সংখ্যা বাড়ানোই নয়, দেশের বিভিন্ন শহরের সঙ্গে কলকাতার যোগাযোগ আরও বাড়াতে সর্বোপরি দক্ষিণ-পূর্ব দিকের দেশগুলির সঙ্গে কলকাতার উড়ান-যোগাযোগ আরও মসৃণ করতে দুরন্ত তৎপরতা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কলকাতাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার কানেক্টিং হাব করে তোলার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ইতিমধ্যেই এ ব্যাপারে অনেকটা কাজ এগিয়েছে বলেও জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী।
দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দর কলকাতা। তবে দেশের অন্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলির মতো কলকাতা থেকে আন্তর্জাতিক বিমান সংখ্যায় কম। এই বিষয়টি নিয়েই রাজ্যসভায় সরব হয়েছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর তোলা সেই প্রশ্নের উত্তরেই কলকাতার জন্য দারুণ খবর শুনিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জানিয়ে দিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার কানেক্টিং হাব হিসেবে গড়ে তোলা হবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরকে।