/indian-express-bangla/media/media_files/2025/02/04/7VjsPDvhlLKdXMa9KvfI.jpg)
News in West bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal Breaking NewsHighlights: কেন জামিন নয় চিন্ময় কৃষ্ণ দাসের? ইউনূস সরকারের কাছে আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা চেয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ ঢাকার উচ্চ আদালতের। সম্প্রতি ঢাকার মহানগর আদালতে ধাক্কা খেয়ে চিন্ময় প্রভুর আইনজীবীরা উচ্চ আদালতে তাঁর জামিন চেয়ে আপিল করেন। এরপর চলে দীর্ঘ সওয়াল। এরপরই চিন্ময়কৃষ্ণকে জামিন না দেওয়ার প্রসঙ্গে ইউনূস সরকারের কাছে হলফনামা তলব করেন বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাঁদের নির্দেশ, আগামী ২ সপ্তাহের মধ্যে সরকার পক্ষ জবাবদিহি করতে হবে বলে নির্দেশ দেয় উচ্চ আদালতের বিচারপতি।
আগামীকালই আরজিকর দুর্নীতিমামলায় চার্জ গঠনের নির্দেশ আলিপুর সিবিআই বিশেষ আদালতের। সিবিআইয়ের নথি নিয়ে অভিযুক্তদের আইনজীবীদের আপত্তি থাকলেও আগামীকালই চার্জ গঠনের নির্দেশ দিল আদালত। আদালতের এই নির্দেশের ফলে আরজি কর দুর্নীতি মামলায় বুধবারই সিবিআই চার্জ গঠন করতে চলেছে।
বাংলাদেশে হঠাৎ করে কী ঘটল? সারা দেশে ট্রেন বন্ধ। ইউনূসকে সেনাবাহিনী ডাকতে বাধ্য হলেন ইউনূস। আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। এবার হাজার হাজার পড়ুয়ারা রেললাইনে বসে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঢাকার তিতুমীর কলেজের পড়ুয়ারা রেল অবরোধ করেছে। কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়ার দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪:১৫ মিনিট নাগাদ পড়ুয়ারা তাদের বিক্ষোভ শুরু করেন।
ছাত্র নেতা আলী আহমেদ বলেন, “মহম্মদ ইউনূস অথবা শিক্ষা উপদেষ্টা কলেজের বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অবরোধ অব্যাহত রাখব।”
দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে সরাসরি তোলাবাজির অভিযোগ। বোমা ফাটিয়েও অবশেষে ক্ষমা চাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। 'মোটা অঙ্কের টাকা দিলেই মন্ত্রী, তৃণমূলের পদ', বিস্ফোরক দাবি মদন মিত্রের। তবে তিনি এও জানিয়েছেন, 'টাকা তোলার বিষয়ে কিছুই জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়'।
মদন মিত্রের এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে আসরে নেমে পড়েছে বিরোধী বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মদনের মন্তব্যকে হাতিয়ার করা সুর চড়িয়ে দাবি করেছেন 'মদন মিত্র এই মন্তব্যের মধ্য দিয়ে ভাইপোকে নিশানা করেছেন'। কামারহাটি তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে জলঘোলা হতেই ‘অনুতপ্ত’ মদন। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন তিনি।
মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে ইচ্ছাকৃত ধাক্কা ও হামলার পরিকল্পনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টা পরে ঘাতক গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে পুলিশ। শনিবার গভীর রাতে এই ঘটনার পর কার্যত এখনো আতঙ্কিত রয়েছেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র।
স্বামীর কিডনি বিক্রির ১০ লাখ নিয়ে পগার পার স্ত্রী, সর্বস্ব হারিয়ে কাছের মানুষকে ফিরে পেতে হাপিত্যেশ হাওড়ার যুবকের
খাস কলকাতায় এবার পিসপিস করে কেটে ফেলার হুমকি তরুণীকে। হুমকি দিয়েই প্রাক্তন প্রেমিকার বাড়িতে চড়াও হন এক যুবক। আতঙ্কিত তরুণী ও তার পরিবার তড়িঘড়ি পুলিশে খবর দেন। তরুণীর অভিযোগের ওই গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। অস্ত্র আইনে তার বিরুদ্ধা মামা দায়ের করা হয়েছে।
রবি ও সোমবার ছিল সরস্বতীপুজো। পুজো কাটতেই শীতের ধুঁয়াধার ইনিংস। এক ধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি সেলসিয়াল। বিদায় বেলায় শীতের কামড় অব্যাহত। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ বদল হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী বৃহস্পতিবারই ২-৩ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।
তৃণমূল নেতার চোখরাঙানিই সার! নির্বিঘ্নেই সরস্বতী পুজো হল হরিণঘাটার স্কুলে
শিয়ালদা-হাওড়া ডিভিশনে AC লোকাল ট্রেন? ভাইরাল ছবিতে খুশিতে ডগমগ যাত্রীরা
-
Feb 04, 2025 21:24 IST
West Bengal News Live:শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন
বুধবার থেকে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দু'দিনের এই সম্মেলনে বিশ্বের ৪০টি দেশ থেকে প্রতিনিধিরা অংশ নেবেন। ২০টি দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার থাকবেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ২০টি দেশ 'পার্টনার'। মঙ্গলবার নিউটাউনে বিশেষ চা চক্রে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ফাঁকেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন নিয়ে বিশদে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী।
-
Feb 04, 2025 21:16 IST
West Bengal News Live:পুণ্যস্নান সেরে যোগী সরকারের ভূয়সী প্রশংসা রচনার
সংসদের অধিবেশনের ফাঁকেই এবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে পৌঁছে গিয়েছিলেন হুগলির BJP সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরেছেন দিদি নম্বর ওয়ান (Didi No 1)। গেরুয়া বসনে মাথায় গেরুয়া টিপে রচনা তখন একেবারে সন্ন্যাসীনির বেশে। মহাকুম্ভের বেশ কিছু মুহূর্তের ছবি তিনি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। সেই সঙ্গে একটি সংবাদমাধ্যমে দেওয়া মন্তব্যে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের প্রশংসাও শোনা গিয়েছে রচনার মুখে।
-
Feb 04, 2025 20:22 IST
West Bengal News Live:মাধ্যমিকে বসা নিয়ে অনিশ্চয়তা
অনলাইন পোর্টালের সমস্যার কারণে এখনও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে আসেনি অনেক পরীক্ষার্থীর। তাই তাঁদের ক্ষেত্রে এবছরের মাধ্যমিক পরীক্ষায় বসা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে। একাধিক জেলার প্রায় ৭০ পড়ুয়ার অ্যাডমিটে কার্ডে ভুল অথবা অ্যাডমিট কার্ড পৌঁছোয়নি। এরই প্রতিবাদে এদিন সল্টলেকে ডিরোজিও ভবনের সামনে চলে বিক্ষোভ। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের পাশাপাশি বিক্ষোভে সামিল ছিলেন অভিভাবকরাও। সমস্যা সমাধানের দাবি নিয়ে এবার তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অভিভাবকরা।
বিস্তারিত পড়ুন- Madhyamik: মাধ্যমিকে বসা নিয়ে অনিশ্চয়তায় পঞ্চাশের বেশি পরীক্ষার্থী, গাফিলতি কার? ধন্দে অভিভাবকরা
-
Feb 04, 2025 19:20 IST
West Bengal News Live:বিধায়কের গাড়িতে হামলার অভিযোগে আটক
মানিকচকের তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ। এরই পাশাপাশি ওই ব্যক্তির গাড়িটিও আটক করেছে পুলিশ। এছাড়াও একটি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার ওই ব্যক্তিকে রাতভর জেরা করেও তেমন কোনও তথ্য পুলিশের হাতে আসেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈষ্ণবনগর থানার ১৮ মাইল এলাকার ব্যবসায়ী মহম্মদ সাানিজ আক্তারকে আটক করে আপাতত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই দিনের ঘটনার সময় এই ব্যক্তির গাড়ির সঙ্গেই ধাক্কা লাগার ঘটনাটি ঘটে। তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের অভিযোগের পর বিভিন্ন এলাকা সিসিটিভি ফুটেজ দেখেই ঘটনার তদন্ত চলছে।
-
Feb 04, 2025 19:16 IST
West Bengal News Live:যোগেশচন্দ্র কলেজের দায়িত্বে অরূপ বিশ্বাস
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়াশোনা করেছেন এই কলেজে। কলকাতার যোগেশচন্দ্র ল' কলেজ ও ডে কলেজে এবছর সরস্বতী পুজো করা নিয়ে বিতর্ক তৈরি হয়। রীতিমতো পুলিশ বসিয়ে পুজো করতে হয়েছে কলেজে। এবার সেই কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে। তাঁর বদলে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে নতুন সভাপতি করা হয়েছে। সরস্বতী পুজো নিয়ে বিতর্কের জেরেই এই সিদ্ধান্ত বলে তৃণমূল সূত্রের খবর।
-
Feb 04, 2025 18:52 IST
West Bengal News Live:বারুইপুরে আগুন
বারুইপুরে চক্রবর্তী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ল একটি স্করপিও গাড়ি-সহ নানা জিনিসপত্র। ঘিঞ্জি এলাকা এবং রাস্তা শুরু হওয়ায় ঢোকার ক্ষেত্রে বাধা পায় দমকল। দমকলের একটি ছোট গাড়ি কোনও রকমে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারুইপুরের চক্রবর্তী পাড়ায় জলাভূমি ভরাট করে বেআইনিভাবে একটি অস্থায়ী ঘর বানানো হয়। যে ঘরের মধ্যে প্লাইউড-গাড়ি সহ নানা দাহ্য পদার্থ মজুত ছিল। কোনও বৈধ নথিপত্র ছাড়াই ১০ থেকে ১৫ জন এই ঘরের মধ্যে থাকত বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ বিকেলে হঠাৎই আগুন লেগে যায়। কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুনে ভস্মীভূত হয়ে গেছে একটি স্করপিও গাড়ি সহ নানা জিনিসপত্র।
-
Feb 04, 2025 18:28 IST
West Bengal News Live: যুবকের দেহ উদ্ধার
বিয়ের ১০ দিনের মাথায় রহস্যজনকভাবে আমবাগান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বরুই গ্রাম পঞ্চায়েতের কোনার এলাকায়। স্থানীয়রাই প্রথমে মৃতদেহটি দেখতে পান। তাঁরাই খবর দেন থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।
-
Feb 04, 2025 18:00 IST
West Bengal News Live: ফাঁসির সাজা
স্ত্রী ও ১৮ মাসের শিশুকন্যাকে নৃশংসভাবে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষীকে ফাঁসির সাজা দিলেন জলপাইগুড়ি জেলা আদালতের থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায়। ২০২৩ সালের মার্চ মাসে নিজের স্ত্রী ও মেয়েকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে নাগরাকাটার লুকসান চা বাগানের বাসিন্দা লাল সিং ওরাওঁ। পরে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত সে প্রাণে বেঁচে গেলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
বিস্তারিত পড়ুন- Jalpaiguri News: স্ত্রী ও শিশুকন্যাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন, দোষীকে ফাঁসির সাজা আদালতের
-
Feb 04, 2025 17:20 IST
West Bengal News Live: কোটি টাকার মাদক-সহ গ্রেফতার ২
বারুইপুরের খোদার বাজারের মণ্ডল পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হল প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ মাদক। এছাড়াও কয়েক লক্ষ নগদ টাকাও মিলেছে ওই বাড়ি থেকে। মঙ্গলবার বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চার তলা বাড়িটি এক হোমিওপ্যাথি চিকিৎসকের। সেখানেই এক তলায় বছর খানেক ধরে ভাড়া থাকতেন মোকলেশ শেখ নামে উস্থির বাসিন্দা এক ব্যক্তি। সেই মোকলেশের ঘর থেকেই এ দিন মাদক ও টাকা মেলে। মোকলেশ ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
-
Feb 04, 2025 15:21 IST
West Bengal News Live: খাস কলকাতায় উদ্ধার ২ নাবালক শিশু
পারিবারিক বিবাদের জের। শিশুদের ছেড়ে চম্পট মায়ের। সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে থেকে উদ্ধার ২ শিশু। এদিকে আজ সকালে স্থানীয় লোকজন দুই নাবালককে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান তাদের বাড়ি পুর্ব মেদিনীপুরে তবে তারা বর্তমান টালিগঞ্জ এলাকায় ভাড়া থাকে।
-
Feb 04, 2025 14:12 IST
West Bengal News Live: বাগুইআটি পথ দুর্ঘটনা, মৃত্যু হল বাইক আরোহীর
বাগুইআটি লোকনাথ মন্দিরের কাছে পথ দুর্ঘটনা। মৃত্যু হল বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর ২১১ রুটের বাস বাইক আরোহীকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বাইক আরোহী রাস্তায় পড়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
-
Feb 04, 2025 12:59 IST
West Bengal News Live: ধোপে টিকল না নাটকের তত্ত্ব, ক্লাসরুমে বিবাহ-অভিযানে পদত্যাগ অধ্যাপিকার
বিয়ে বিতর্কে ইস্তফা ম্যাকাউটের অধ্যাপিকা পায়েল বন্দোপাধ্যায়ের। কলেজের ক্লাসরুমে ছাত্রের সঙ্গে অধ্যাপিকার বিয়ের ভিডিও ভাইরাল হতেই শুরু হয় তুমুল বিতর্ক। এরপরই কর্তৃপক্ষ ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠায়। যদিও ভিডিও'র প্রেক্ষিপ্তে অধ্যাপিকা পায়েল বন্দোপাধ্যায় যুক্তি দিয়েছিলেন ওটা ‘ড্রামা’-র দৃশ্য ছিল!
ক্লাসেই ছাত্রের সঙ্গে ‘বিয়ের’ অভিযোগ ওড়ালেন অধ্যাপিকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছিল যে এক অধ্যাপিকাকে ‘সিঁদুর’ পরিয়ে দিচ্ছেন এক ‘ছাত্র’। তা নিয়ে তুমুল হইচই শুরু হয়ে যায়। এরপর ফেসবুকের নিজের প্রোফাইল থেকে একটি ভিডিও করে কারণ জানান অধ্যাপিকা। যদিও গোটা ঘটনা নাটক, অধ্যাপিকার এমন তত্ত্বকে মানেনি ম্যাকাউট কর্তৃপক্ষ। নাটকের তত্ত্ব খারিজ হতেই পদত্যাগ করেন অধ্যাপিকা পায়েল বন্দোপাধ্যায়।
-
Feb 04, 2025 12:14 IST
West Bengal News Live: যৌনাঙ্গ ক্ষতবিক্ষত, মুন্ডুহীন দেহ কার? মাথার খোঁজে জোর তল্লাশি
গতকালই দত্তপুকুরে মিলেছিল মুন্ডুহীন মৃতদেহ। এবার মাথার সন্ধানে বাজিতপুরের খালে ডুবুরি নামানো হল। কাটা মাথার খোঁজে তল্লাশি পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট সদস্যদের। মুন্ডুহীন দেহ উদ্ধারের পর ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর মৃত যুবকের আনুমানিক বয়স ২৫-৩০ বছর। খুনের পর কেটে ফেলা হয় যৌনাঙ্গও। কেন খুন তদন্তে পুলিশ। আজ সকালেই পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। সঙ্গে ছিল পুলিশ কুকুরও।
-
Feb 04, 2025 11:28 IST
West Bengal News Live: শহরে ফের মর্মান্তিক বাস দুর্ঘটনা
শহরে ফের বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা ধুলাগড় নিউটাউন রুটের একটি বাস। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য।
-
Feb 04, 2025 10:22 IST
West Bengal News Live: মহম্মদ ইউনূসের সুর বদলে গেল
বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস সরস্বতী পূজায় হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। ইউনূস বলেন যে তার দেশ প্রতিটি ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি নিরাপদ স্থান। বসন্ত পঞ্চমী উপলক্ষে, সোমবার বাংলাদেশের হিন্দুরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে সরস্বতী পূজা উদযাপন করেছেন। ইউনূস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির আবাসস্থল। তিনি বলেন, "হাজার হাজার বছর ধরে, সকল বর্ণ, বর্ণ এবং ধর্মের মানুষ এই দেশে একসাথে বসবাস করে আসছেন।" তিনি বলেন, "এই দেশ আমাদের সকলের এবং প্রতিটি ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি নিরাপদ স্থান।"
-
Feb 04, 2025 10:08 IST
West Bengal News Live: বেলেঘাটার রাসমণী বাজারে ধুন্ধুন্মার
বেলেঘাটার রাসমণী বাজারে ধুন্ধুন্মার। শাসক গোষ্ঠীদ্বন্ধে উত্তপ্ত বেলেঘাটা। তৃণমূল কর্মীকে না পেয়ে ভাইকে কোপ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। অভিযুক্তের নাম সৌমেন দাস। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
-
Feb 04, 2025 09:25 IST
West Bengal News Live: মহাকুম্ভে বিরাট দুর্ঘটনা
মহাকুম্ভে বিরাট দুর্ঘটনা। প্রয়াগরাজের সেক্টর ২০তে ভয়ঙ্কর দুর্ঘটনা। হট এয়ার বেলুন ফেটে জখম ৬। বেলুন থেকে নীচে পড়ে ও আগুনে ঝলসে গুরুতর জখম হয়েছেন ৬ জন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আজই মহাকুম্ভে যাচ্ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
-
Feb 04, 2025 09:20 IST
West Bengal News Live: প্রাণঘাতী হামলার ঘটনায় পুলিশের জালে এক
মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে ইচ্ছাকৃত ধাক্কা ও হামলার পরিকল্পনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টা পরে ঘাতক গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে পুলিশ।
-
Feb 04, 2025 08:51 IST
West Bengal News Live: তৃণমূল কর্মী খুনে অর্জুনের বিরুদ্ধে পোস্টার
নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ এখনো অধরা। এবার মূল অভিযুক্ত অর্জুন ঘনিষ্ঠ, এমন দাবি তুলে পোস্টার পড়ল নৈহাটিতে। যদিও অর্জুন সিংয়ের দাবি তৃণমূল করার সময় দলীয় কর্মী হিসাবে রাজেশের সঙ্গে ছবি ছিল তার