Advertisment

মিলেমিশে একাকার, তৃণমূলের মঞ্চে সংবর্ধিত পুলিশ! বিরাট বিতর্ক

প্রশাসন ও দল এক নয়, বারে বারেই এই দাবি করেছেন মমতা-অভিষেক। তবুও...

author-image
Joyprakash Das
New Update
kolkata and west bengal Police on stage to celebrate tmc s victory in panchayat election 2023 , মিলেমিশে একাকার, তৃণমূলের সংবর্ধনা মঞ্চে পুলিশ! বিরাট বিতর্ক

বর্ধমানের কালনার সাতগাছি পঞ্চায়েতে তৃণমূলের কাছ থেকে সংবর্ধনা নিচ্ছেন কলকাতা পুলিশের কর্মী সমীর ঘোষ, আবার হুগলির আরামবাগের হরিনখোলায় সংবর্ধনা সভায় একেবারে পুলিশের পোশাক পরে বক্তব্য রাখছেন স্থানীয় থানার এএসআই শংকর কোলে।

গ্রামপঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হাজারো কাণ্ড ঘটছে এই রাজ্যে। মনোনয়ন পত্র জমা থেকে ভোটের দিন, তারপর গণনা নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। রাজনৈতিক খুন থেকে সন্ত্রাসের অভিযোগে তুলকালাম রাজ্য। এবার তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের হাজিরা নিয়ে চরম বিতর্ক দেখা দিয়েছে। এক দিকে বর্ধমানের কালনার সাতগাছি পঞ্চায়েতে তৃণমূলের কাছ থেকে সংবর্ধনা নিচ্ছেন কলকাতা পুলিশের কর্মী সমীর ঘোষ, আবার হুগলির আরামবাগের হরিনখোলায় সংবর্ধনা সভায় একেবারে পুলিশের পোশাক পরে বক্তব্য রাখছেন স্থানীয় থানার এএসআই শংকর কোলে। দুটি ঘটনা নিয়ে বিতর্ক দানা বেধেছে।

Advertisment

কালনার সাতগাছি গ্রামপঞ্চায়ত তৃণমূলের দখলে। সাতগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি পূর্ব সাতগাছিয়ায় দোলতলা মাঠে দলের নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার জন্য সভার আয়োজন করা করেছিল। সভার আগের দিন স্থানীয় তৃণমূল নেতা রাজু দাসের ঘোষণা, আমাদের দলের বর্ষীয়াণ নেতাদের সংবর্ধনা দেওয়া হবে। আড়াই তিন হাজার মানুষের আহারের ব্যবস্থা করা হবে। এই সভাতেই সংবর্ধনা দেওয়া কলকাতা পুলিশে কর্মরত সমীর ঘোষকে। সভায় হাজির ছিলেন বিধায়ক দেবপ্রসাদ বাগ, তৃণমূল নেতা প্রণব রায়, প্রধান হরেকৃষ্ণ মন্ডল, উপপ্রধান অনিমেষ ভাঙ্গি।

এর আগে কলকাতা পুলিশের কর্মী সমীর ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছেন। সেই পুলিশ কর্মীই সংবর্ধনা নিলেন তৃণমূল কংগ্রেসের সভায়। আরেক পুলিশ কর্মী শংকর কোলে বক্তব্য রাখলেন আরামবাগের হরিনখোলায়। দুটি ক্ষেত্রেই আয়োজনে যে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব তা একেবারেই পরিস্কার। যা নিয়ে তোপ দাগতে ছাড়েনি বিজেপি। তবে তৃণমূলের দাবি, সংবর্ধনা সভা রাজনৈতিক নয়।

আরও পড়ুন- ফুরফুরায় পুলিশ বিতর্ক: ভয়ঙ্কর রাজনীতির আশঙ্কায় বাংলার ইমাম সংগঠন

কালনার তৃণমূল বিধায়ক ও দলের মুখপাত্র দেবপ্রসাদ বাগ বলেন, 'প্রধান ও উপ্রধান নির্বাচিত হয়েছে। জনপ্রতিনিধিদের অনুষ্ঠানে সমাজের সমস্ত স্তরের প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এটা রাজনৈতিক অনুষ্ঠান ছিল না।' কিন্তু ব্যানারে স্পষ্ট ভাবে তৃণমূলের ঘাসফুল প্রতীক যেমন রয়েছে, একইসঙ্গে আয়োজক হিসাবে সাতগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির কথাও লেখা রয়েছে। এই প্রসঙ্গে দেবপ্রসাদ বাগ বলেন, 'নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে মুখ্যমন্ত্রী ও বিধায়ক হিসাবে আমার ছবি আছে। তবে ব্যানারে আদৌ কি ছিল, ভাল করে দেখে নিন। ভুল আমারও হতে পারে।' তৃণমূলের সভায় পুলিশের সংবর্ধনা প্রসঙ্গে বিজেপি নেতা বিশ্বজিৎ কুন্ডু বলেন, 'পুলিশ তো তৃণমূল কংগ্রেসের দলদাস। নির্বাচনে তো পরিস্কার দেখা গিয়েছে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করেছে। পুলিশ তৃণমূলের তল্পিবাহক। শাসকদলে ভিড়ে গিয়েছে। সেখানে পুলিশ তৃণমূলের কাছ থেকে সংবর্ধনা তো নেবেই।'

আরামবাগের হরিনখোলায় সংবর্ধনা অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়ে তাড়স্বরে পুলিশের পোষাকেই বক্তব্য রাখেন এএসআই শংকর কোলে। তিনি বলেন, 'বিনা রক্তক্ষয়ে নির্বাচন হয়েছে। কাউকে চরচাপটা, ঘুসি কেউ মারেনি। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে। কেউ কাউকে চমকায়নি, ধমকায়নি। মানুষের মধ্যে ভয়ভীতি দূর হয়েছে। আপনারা সাথ দিয়েছেন।' তার আগে তিনি বলেছেন, 'এখানে এসে দেখেছি মানুষকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়। জরিমানা করা হয়। এটা কোন রাজত্ব? এটা কি হুগলি জেলার ঐতিহ্য?'

abhishek banerjee West Bengal Police tmc kolkata police Mamata Banerjee
Advertisment