Advertisment

নির্যাতিতার শরীরে উল্লিখিত 'হিউম্যান বাইট' কার? রহস্যভেদে বাম্পার পদক্ষেপ CBI-র

Kolkata Doctor Rape Murder Case: ঘটনার পর কেটে গিয়েছে এক মাসের বেশি সময়। এর মাঝে বেশ কিছু 'ক্লু' পেলেও চিকিৎসক মৃত্যুর ঘটনায় নতুন করে আর কাউকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
sanjai rai

মৃতার শরীরে 'হিউম্যান বাইট' কার? অ্যাকশনে সিবিআই

RG Kar Incident Kolkata: আরজি করে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার পর কেটে গিয়েছে এক মাসের বেশি সময়। এর মাঝে বেশ কিছু 'ক্লু' পেলেও  চিকিৎসক মৃত্যুর ঘটনায় নতুন করে আর  কাউকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক না একাধিক? সেই রহস্যভেদে মরিয়া সিবিআই। এর মাঝে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের লালারসের নমূনা সংগ্রহ করলেন সিবিআই আধিকারিকরা। 

Advertisment

প্রেসিডেন্সি জেলে গিয়ে এদিন সিবিআইয়ের আধিকারিকরা আরজি কর কাণ্ডে এক মাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের লালারসের  নমুনা সংগ্রহ করার পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা সংগ্রহ করেন অভিযুক্তের টিথ ইম্প্রেশনও। এরপরই অভিযুক্তের স্যাম্পেল পাঠানো হয় সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে।

চারঘন্টারও বেশি সময় স্থায়ী থাকবে বছরের শেষ চন্দ্রগ্রহণ! শুরু কবে কখন?

বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের অফিসাররা প্রেসিডেন্সি জেলে যান। প্রায় দু'ঘণ্টা ধরে নমুনা সংগ্রহ করার পাশাপাশি ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে বেশ কিছু প্রশ্নও করেন আধিকারিকরা। নমুনা সংগ্রহ করতে চেয়ে এর আগে সিবিআইয়ের বিশেষ টিম আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আবেদন জানান, আদালত তা মঞ্জুর করায় এদিন নমূনা সংগ্রহ করা হয়।

টানা আন্দোলনে ডাক্তাররা, রফা খুঁজতে মরিয়া নবান্ন, ফের বৈঠকে ডাক, দাবি মানবে রাজ্য?

উল্লেখ্য, ময়না তদন্তের রিপোর্টে নির্যাতিতার শরীরে বেশ কিছু 'হিউম্যান বাইট' এর উল্লেখ রয়েছে। সেগুলি ধৃত সঞ্জয়ের কিনা তা নিশ্চিত হতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি সঞ্জয়কে জিজ্ঞাসা করে সেই রাতে আরও কেউ সেমিনার রুমে ছিল না তা জানতে চাইছে সিবিআই। উল্লেখ্য, ইতিমধ্যেই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট সম্পন্ন হয়েছে। তার রিপোর্টও সিবিআইয়ের হাতে এসেছে। সব মিলিয়ে তরুণী চিকিৎসক খুনে জড়িত কারা? এই প্রশ্নের রসহ্যভেদ করতে ধুঁয়াধার অ্যাকশনে সিবিআই টিম। 

cbi Doctors Death RGKar medical college & hospital
Advertisment