Advertisment

Dum Dum Fire: বিধ্বংসী আগুন দমদমে, দাউদাউ করে জ্বলল ঝুপড়ি, নেভাতে নামল রোবট

Dum Dum Fire: শনিবার বেলার দিকে আচমকা দমদমের ছাতাকলের মেলাবাগানে ঝুপড়িতে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে মারাত্মক আকার নেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata dum dum slum fire

Dum Dum Fire: দমদমে বিধ্বংসী আগুন।

Dum Dum Fire: শনিবার সকালে দমদমে বিধ্বংসী আগুন (Fire)। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০-৫০টি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারগুলি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকলের ১০টি ইঞ্জিন। এমনকী আগুন নেভাতে রোবটের ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

Advertisment

শনিবার সকালে দমদমের ছাতাকলের মেলাবাগানে বেশ কিছু ঝুপড়ি ঘরে আগুন (Slum Fire) লেগে যায়। সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ, রঙের কৌটো মজুত করে রাখা ছিল বলে অভিযোগ। কোনওভাবে আগুন লেগে মুহূর্তের মধ্যেই সেই আগুন বিধ্বংসী রূপ নেয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একে একে পৌঁছে যায় দমকলের ১০টি ইঞ্জিন।

আরও পড়ুন- Abhijit Ganguly vs ISF: তমলুকে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে প্রার্থী দিল ISF, পরিচয় জানলে চমকে যাবেন

দমকলমন্ত্রী সুজিত বসুও এদিন ঘটনাস্থলে গিয়েছিলেন। আগুন নেভানোর কাজের তিনি নিজে সামনে থেকে দাঁড়িয়ে তদারকি করেছেন। আগুন লাগার কারণ এখনও স্পট হয়নি। ভয়াবহ এই আগুন নেভানোর কাজে রোবটের সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সুজিত বসু। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েই এদিন সেখানে পৌঁছে যান দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন- North Sikkim Tour: ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য বাম্পার খবর! দারুণ উদ্যোগে জমে ক্ষীর উত্তর সিকিম ভ্রমণ

আরও পড়ুন- Sundarbans: ঝোপের আড়ালে লুকিয়েছিল দৈত্যাকার বাঘ! মধুর চাকে হাত দিতেই এক লাফে মাথায় কামড়! তারপর?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সুজন চক্রবর্তী বলেন, "খবর পেয়ে এলাম। খুবই ভয়াবহ ব্যাপার। একশোর ওপর বাড়ি পুড়ে গিয়েছে। মানুষ নাকি খালে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেছেন। কীভাবে হল তা তদন্ত হবে।" অন্যদিকে, এলাকার বিদায়ী সাংসদ তথা এবারের দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ও এদিন ঘটনাস্থলে গিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।

kolkata news fire West Bengal
Advertisment