Dum Dum Fire: শনিবার সকালে দমদমে বিধ্বংসী আগুন (Fire)। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০-৫০টি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারগুলি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকলের ১০টি ইঞ্জিন। এমনকী আগুন নেভাতে রোবটের ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
Advertisment
শনিবার সকালে দমদমের ছাতাকলের মেলাবাগানে বেশ কিছু ঝুপড়ি ঘরে আগুন (Slum Fire) লেগে যায়। সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ, রঙের কৌটো মজুত করে রাখা ছিল বলে অভিযোগ। কোনওভাবে আগুন লেগে মুহূর্তের মধ্যেই সেই আগুন বিধ্বংসী রূপ নেয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একে একে পৌঁছে যায় দমকলের ১০টি ইঞ্জিন।
দমকলমন্ত্রী সুজিত বসুও এদিন ঘটনাস্থলে গিয়েছিলেন। আগুন নেভানোর কাজের তিনি নিজে সামনে থেকে দাঁড়িয়ে তদারকি করেছেন। আগুন লাগার কারণ এখনও স্পট হয়নি। ভয়াবহ এই আগুন নেভানোর কাজে রোবটের সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সুজিত বসু। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েই এদিন সেখানে পৌঁছে যান দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।