Advertisment

দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা, বেপরোয়া গতির বলি ৫

ফের ভয়াবহ দুর্ঘটনা শহর কলকাতায়।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata dumdum park road accident

রাতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা।

ফের ভয়াবহ দুর্ঘটনা শহর কলকাতায়। রবিবার মাঝরাতে উত্তর কলকাতার দমদম পার্কে বেপরোয়া গতি প্রাণ কাড়ল ৫ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন, তাঁর অবস্থাও যথেষ্ট সংকটজনক। দাঁড়িয়ে থাকা লরির পিছনে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে এসইউভি। তারই জেরে মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার মাঝরাতে দমদম পার্ক মোড়ের আগে সিগন্যালে দাঁড়িয়ে পড়ে একটি লরি। সেই লরিটির ঠিক পিছনে অত্যন্ত দ্রুত গতিতে ধেয়ে আসছিল একটি এসইউভি। লরিটি সিগন্যাল দেখে দাঁড়িয়ে পড়লেও এসইউভির চালক তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি। সজোরে গিয়ে গাড়িটি ধাক্কা মারে লরিটির পিছনে। ভয়াবহ এই দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় এসইউভিটি।

আরও পড়ুন- চৈত্রের শেষবেলায় রাজ্যে ‘মারাত্মক’ তাপপ্রবাহের সতর্কতা! ‘হটলিস্টে’ কোন কোন জেলা?

মারাত্মক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বাকিদের আর জি কর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই মৃত্যু হয় আরও একজনের। পরে সোমবার ভোরের দিকে জখম আরও এক আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকি একজনের অবস্থাও অত্যন্ত সংকটজনক।

এদিকে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটির গতি বেশি থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হলেও এই দুর্ঘটনার পিছনে থাকা সম্ভাব্য সব কারণই খতিয়ে দেখছে পুলিশ।

accident kolkata news Road Accident
Advertisment