Advertisment

Durga Puja Carnival 2024: ২৮ হাজার আমন্ত্রণ পত্র! গতবারকেও ছাপিয়ে যাবে আয়োজন, কত পুজো অংশ নেবে এবারের কার্নিভ্যালে?

Durga Puja 2024: এবারের দুর্গাপুজো কার্নিভ্যাল গতবছরের বহরকেও ছাপিয়ে যাবে। নবান্ন সূত্রে খবর, ২৮ হাজার আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে। আসবেন দেশ-বিদেশের অতিথিরা। রেড রোড ছাড়িয়ে যাবে আয়োজন।

author-image
IE Bangla Web Desk
New Update
Durga Puja 2024: মহাসমারোহে রেড রোডে দুর্গাপুজো কার্নিভ্যাল

Durga Puja 2024: মহাসমারোহে রেড রোডে দুর্গাপুজো কার্নিভ্যাল

Kolkata Durga Puja Carnival 2024: রাত পোহালেই রেড রোডে এবছরের দুর্গাপুজো কার্নিভ্যাল। কার্নিভ্যাল ঘিরে রেড রোডে জোরকদমে প্রস্তুতি চলছে। এখনও পর্যন্ত নবান্ন সূত্রে খবর, ৯০টিরও বেশি পুজো সংগঠন এই কার্নিভ্যালে অংশগ্রহণ করতে চলেছে মঙ্গলবার।

Advertisment

জানা গিয়েছে, ২৮ হাজার আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে এই দুর্গা কার্নিভ্যালের জন্য। দেশ-বিদেশ থেকে বহু সম্মানীয় অতিথি-অভ্যাগতরা অংশ নেবেন এই কার্নিভ্যালে। আসবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। বছর দুই আগে ইউনেস্কোর তরফে কলকাতার দুর্গাপুজো গ্লোবাল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। 

এবছর জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে মূল মঞ্চ। সেখানে থাকছে ব়্যাম্প। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি অতিথিদের জন্য থাকছে আলাদা বসার বিশেষ ব্যবস্থা। 

আরও পড়ুন পুজো কার্নিভালের দিনেই 'দ্রোহের কার্নিভাল' কর্মসূচি, প্রত্যাহারের আবেদনে ডাক্তারদের চিঠি রাজ্যের

এবারের পুজো কার্নিভ্যালের সূচনা হবে সৌরভ গাঙ্গুলির স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির নাচের দলের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। নৃত্য পরিবেশনের পর শুরু হবে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের কার্নিভ্যালে আমন্ত্রিত থাকছেন বহু শিল্পপতি। কার্নিভ্যালের প্রস্তুতি নিয়ে সোমবার সন্ধেয় পুলিশ কমিশনার মনোজ ভার্মা কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন পুজো কার্নিভালে কেমন থাকবে কলকাতার ওয়েদার?

কতগুলি পুজো কমিটি এবার কার্নিভ্যালে অংশ নিচ্ছে?

গতবারের তুলনায় এবার ধারে-ভারে এবং বহরে আরও বড় করে কার্নিভ্যাল হবে বলে জানা গিয়েছে। প্রায় ৯০টিরও বেশি পুজো কমিটি কার্নিভ্যালে অংশ নিচ্ছে বলে সূত্রের খবর। এবার দর্শকদের বসার জন্য গ্যালারি আরও বড় করা হয়েছে বলে খবর। রেড রোড ছাড়িয়ে এবার কার্নিভ্যাল হবে বলে জানা গিয়েছে।

Kolkata Durga PUja Durga Puja Carnival 2024 durga puja carnival
Advertisment