Advertisment

Droher Carnival: পুজো কার্নিভালের দিনেই 'দ্রোহের কার্নিভাল' কর্মসূচি, প্রত্যাহারের আবেদনে ডাক্তারদের চিঠি রাজ্যের

Droher Carnival: আগামিকাল রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। আগামিকালই কলকাতায় দ্রোহের কার্নিভাল কর্মসূচির ডাক চিকিৎসক সংগঠনের।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Junior Doctor's Protest, Droher Carnival, Doctor's Protest, Doctor Protest On RG Kar, Puja Carnival 2024, Durga Puja 2024, Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, পুজো কার্নিভাল, দুর্গাপুজো কার্নিভাল, দ্রোহের কার্নিভাল

জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ-আন্দোলন জারি।

Droher Carnival: 'দ্রোহের কার্নিভাল' প্রত্যাহার করে নিতে অনুরোধ এবার রাজ্য সরকারের। কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিনেই দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক ও চিকিৎসকদের সংগঠন। চিকিৎসকদের সেই কর্মসূচি প্রত্যাহার করে নিতে অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। দুর্গাপুজোর কার্নিভালের দিন কলকাতায় অনেক বিদেশি অতিথিরা আসবেন। সেই আবহে মহানগরীতে এমন প্রতিবাদ কর্মসূচিতে রাজ্য সম্পর্কে ভুল বার্তা যেতে পারে। এই যুক্তি দেখিয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে ইমেল মুখ্যসচিব মনোজ পন্থের। সেই ইমেলে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Advertisment

১০ দফা দাবিতে কলকাতার ধর্মতলায় মঞ্চ বেঁধে একটানা অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই একে একে বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাও অনড় জুনিয়র ডাক্তাররা। অনশনেই প্রতিবাদ জারি রেখেছেন তাঁরা।

এদিকে মঙ্গলবার এই বছরের দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিবছরই দুর্গাপুজোর পর বড় করে কার্নিভালের আয়োজন করে রাজ্য সরকার। এবারও তার অন্যথা হয়নি। পুজোর কার্নিভালে রাজ্যের অতিথি হিসেবে অনেক বিদেশি বিশিষ্টজনেরাও আগামিকাল কলকাতা শহরে হাজির থাকবেন। এদিকে আগামিকালই কলকাতায় দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এমনকী দ্রোহেরকার্নিভাল কর্মসূচিতে পুলিশি বাধা এলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে চিকিৎসক সংগঠনগুলি।

আরও পড়ুন- West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা, পুজো কার্নিভালে কেমন থাকবে কলকাতার ওয়েদার?

এই পরিস্থিতিতে এবার আন্দোলনকারী চিকিৎসক ও চিকিৎসক সংগঠনকে চিঠি দিল রাজ্য সরকার। আগামিকাল পুজোর কার্নিভালের দিন দ্রোহের কার্নিভাল শীর্ষক কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানানো হয়েছে চিঠিতে। আগামিকাল কলকাতায় বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন, সেই পরিস্থিতিতে এমন প্রতিবাদ হলে রাজ্যের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে বলে আশঙ্কা করছেন মুখ্যসচিব মনোজ পন্থ। আন্দোলনকারীদের ইমেল করে দ্রোহের কার্নিভাল প্রত্যাহারের পাশাপাশি অনশন কর্মসূচি তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যসচিব।

আরও পড়ুন- Dooars: উত্তরবঙ্গে যাচ্ছেন? নামমাত্র খরচেই ঘুরে দেখুন ডুয়ার্স, অভূতপূর্ব বন্দোবস্তের ফাটাফাটি প্রশংসা!

তবে রাজ্যের এই আবেদনে সাড়া দিচ্ছেন না চিকিৎসকরা। চিকিৎসক সংগঠনের নেতা সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে দ্রোহের কার্নিভাল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার জন্য ইমেল করা হয়েছে। তবে সেই আবেদনে তাঁরা সাড়া দিচ্ছেন না। আগামিকাল দ্রোহের কার্নিভাল হবেই বলে জানিয়েছেন তিনি। 

Hunger Strike durga puja carnival Junior Doctors
Advertisment