/indian-express-bangla/media/media_files/2025/10/05/cats-2025-10-05-12-16-43.jpg)
কার্নিভালের দিনেই রাজপথে বিজেপির শক্তি প্রদর্শন, রবিবার শহরে মেগা মিছিল
রবিবার, ৫ অক্টোবর, কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের দুর্গাপুজোর বিশেষ কার্নিভাল। শহর ও শহরতলির সেরা ১১৬টি পুজো কমিটি এই মেগা কার্নিভালে অংশগ্রহণ করবে। যেসকল দর্শনার্থী এখনও কলকাতা ও আশেপাশের সেরা প্রতিমাগুলি দেখার সৌভাগ্য পাননি, তারা এবার রেড রোডে এসে সেরার সেরা প্রতিমা দেখার সুযোগ পাবেন।
পুজো কার্নিভাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল এবং ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর ধারাবাহিকতা ধরে রাখতে এটি প্রতিবারই বিশেষভাবে আয়োজন করা হয়। ২০১৬ সালে সূচনা হওয়া এই অনুষ্ঠানের প্রতি বছর ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করে। গত বছর অংশ নিয়েছিল ৮৯টি পুজো কমিটি, আর এবার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬-তে।
ফোর্ট উইলিয়াম থেকে আকাশবাণী ভবন পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় স্থান পাবে শিল্প, সঙ্গীত ও আবেগের মিলিত মহোৎসব। থাকবে সুনিয়ন্ত্রিত শোভাযাত্রা, ঝলমলে ট্যাবলো এবং থিমেটিক ইনস্টলেশন, যা বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও শিল্পকলার প্রতিফলন ঘটাবে। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, কার্নিভাল চলাকালীন রেড রোডে বিপুল সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। প্রতিমাগুলোর মধ্যে যথাযথ দুরত্ব রাখা হবে।
কার্নিভাল উপলক্ষে রেড রোড ও সংলগ্ন কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ থাকবে। রবিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। এছাড়াও, হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোড ধরে আসা যানগুলিকে বিদ্যাসাগর সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
দর্শকদের সুবিধার্থে কলকাতা মেট্রোও অতিরিক্ত পরিষেবা প্রদান করবে। ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত তিনটি করে অতিরিক্ত ট্রেন চলবে।
কার্নিভাল শেষ হওয়ার পর বাবুঘাটে প্রতিমা বিসর্জনের আগে শহরবাসী রেড রোডে এই মহোৎসবের আনন্দ উপভোগ করবেন। এদিকে, ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন আজকের দিনেই কলেজ স্ট্রিট থেকে একটি মিছিলের আয়োজন করেছে। সম্প্রতি কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর পরিপ্রেক্ষিতে এই মিছিল অনুষ্ঠিত হবে। কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি প্রদান করেছে।
আরও পড়ুন- রবিবার পুজো কার্নিভালে রাতেও চলবে মেট্রো, যাত্রীদের সুবিধার্থে বাম্পার পরিষেবা!