/indian-express-bangla/media/media_files/2025/10/05/cats-2025-10-05-12-23-43.jpg)
মেগা কার্নিভালে শহরবাসীর মন জিতে নিল কলকাতা মেট্রো
special metro service: রবিবার ৫ অক্টোবর এবারের দুর্গাপুজোর কার্নিভাল। এই কার্নিভালের জন্য রবিবার কলকাতা মেট্রোরেলের ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা মিলবে। উভয় লাইনে ৬টি অতিরিক্ত ট্রেন (৩টি আপ এবং ৩টি ডাউন) ২০ মিনিট অন্তরে চলবে। যাত্রীদের সুবিধার্থে এই তৎপরতা নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন- কার্নিভালের দিনেই রাজপথে বিজেপির শক্তি প্রদর্শন, রবিবার শহরে মেগা মিছিল
ব্লু লাইন (Blue Line):
শহীদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর (Shahid Khudiram → Dakshineshwar): ২২:০৩, ২২:২৩, ২২:৪৩
দক্ষিণেশ্বর → শহীদ ক্ষুদিরাম: ২১:৫৩, ২২:১৩, ২২:৩৩
গ্রিন লাইন (Green Line):
সল্ট লেক সেক্টর V → হাওড়া ময়দান (Salt Lake Sector V → Howrah Maidan): ২২:২০, ২২:৪০, ২৩:০০
হাওড়া ময়দান → সল্ট লেক সেক্টর V: ২২:২০, ২২:৪০, ২৩:০০
দুর্গাপুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। অল্প সময় অন্তর ট্রেন চালানো থেকে শুরু করে রাতের দিকে বিশেষ পরিষেবায় উপকৃত হয়েছেন কাতারে কাতারে দর্শনার্থী।
স্টেশনে স্টেশনে বাড়তি সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছিল। প্রতিবারের মতো এবারেও কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বড় বড় পুজো মণ্ডপে যেতে দর্শনার্থীদের একটি বড় অংশ বেছে নিয়েছিলেন পাতালরেলকেই।
এবার দুর্গাপুজোর কার্নিভাল রবিবার অর্থাৎ ৫ অক্টোবর। কলকাতার রেড রোডে সেই কার্নিভাল দেখতে আসবেন শহর ও শহরতলীর বহু মানুষ। তাঁদের কথা চিন্তা করেই এবার পুজো কার্নিভালের দিনেও রাতের দিকে অতিরিক্ত পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।