কলকাতায় ফের অগ্নিকাণ্ড। পার্ক সার্কাসে রাইফেল রেঞ্জ রোডে রেললাইনের ধারে প্লাইউড-বাঁশের দোকানে ভয়াবহ আগুন লাগে।দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছিল বলে খবর। দমকল দেরিতে এসেছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। আগুন নেভানোর কাজে দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয় যুবকরাও। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: প্রায় ২ ঘণ্টা পর নিভল এক্সাইড মোড়ের বহুতলের আগুন
অন্যদিকে, রেললাইনের ধারেই আগুন লাগায় শিয়ালদা দক্ষিণ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল। ঘটনাস্থলের কাছেই রয়েছে পার্ক সার্কাস স্টেশন।
পার্ক সার্কাসে ভয়াবহ আগুন।
উল্লেখ্য, এপ্রিল মাসে এক্সাইড মোড়ের কাছে একটি বহুতলের ৪ তলায় বিধ্বংসী আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বহুতলে বেশ কিছু অফিস রয়েছে। আগুনের তাপে ভেঙে পড়েছিল বহুতলের ছাদের একাংশ। এসিতে শর্টসার্কিট থেকে আগুন বলে মনে করা হয়েছিল।
এর আগে গড়িয়াহাটে একটি বহুতলে আগুন লাগে। যে আগুনে ক্ষতিগ্রস্ত হয় শহরের অন্যতম নামী শাড়ির দোকান ট্রেডার্স অ্যাসেম্বলি। পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য শাড়ি-শাল। বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হয় বলে জানা গিয়েছিল। প্রায় ১২ ঘণ্টা পর দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় গড়িয়াহাটের আগুন নিভেছিল। গত বছর সেপ্টেম্বর মাসে বাগরি মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। বাগরির পরও শহরের বিভিন্ন প্রান্তে বারবার অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছে। কলকাতা মেডিক্যাল কলেজ, পার্ক স্ট্রিটের এপিজে হাউসেও আগুন লেগেছিল।