Ajker Weather Update: বঙ্গে ফের শুরু হতে চলেছে বৃষ্টির দাপট। আগামী সোমবার (১৫ জুলাই) থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর (IMD)। তবে আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আংশিক মেঘলা আকাশই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ, রবিবার ১৩ জুলাই কলকাতায় দিনভর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০% এবং মোট বৃষ্টি হতে পারে প্রায় ২৫.৩২ মিমি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.২°C ও সর্বনিম্ন ২৭.১°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০% এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিদ্যমান নিম্নচাপ বর্তমানে কিছুটা দুর্বল হলেও বৃষ্টির রেশ চলবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়ায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (৭ থেকে ১১ সেমি পর্যন্ত)।
আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, "নিম্নচাপ পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হচ্ছে ঠিকই, তবে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সমুদ্র স্বাভাবিক থাকবে, মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।"
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
এদিকে, রবিবার থেকেই উত্তরবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় টানা পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া দফতরের আশঙ্কা, তিন দিনের বেশি টানা বৃষ্টি হলে কিছু জায়গায় স্থানীয় বন্যার আশঙ্কা থাকছে।
তাপমাত্রা অনেকটাই কমেছে
বৃষ্টির কারণে রাজ্যজুড়ে তাপমাত্রা কিছুটা কমেছে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি, যা মরসুমের স্বাভাবিক গড়ের থেকে ৩.২ ডিগ্রি কম।
আগামী দিনের পূর্বাভাস:
১৪ জুলাই (সোমবার): সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩°C, মাঝারি বৃষ্টির সভাবনা।
১৫ ও ১৬ জুলাই: তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৩.১°C ও ৩৪.৩°C, চলবে মাঝারি বৃষ্টি।
১৭ জুলাই (বৃহস্পতিবার): বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে।
১৮ জুলাই (শনিবার): ছিটেফোঁটা বৃষ্টি
১৯ জুলাই (রবিবার): আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কম।