West Bengal News Live Updates: ভয়ঙ্কর দুর্ঘটনা...! মৃত্যুমিছিল, হাসপাতালে স্বজনহারার কান্না, বুক ফাটা আর্তনাদ

West Bengal News updates July 13, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। দিনভর পান সব বড় খবরের টাটকা আপডেট।

West Bengal News updates July 13, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। দিনভর পান সব বড় খবরের টাটকা আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
David killick the crown fame actor passed away at the age of 87

মৃত্যুমিছিল

Kolkata News Live Updates: রবিবার ভোরে বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু হল ৪ জনের। পুলিশ সূত্রে খবর, একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি উল্টে যায় এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় প্রাণ গাড়িতে থাকা চারজন। সকলেই রামনগরে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, গাড়িচালক নিয়ম লঙ্ঘন করে দ্রুতগতিতে গাড়িটি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

Advertisment

মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। ভক্তদের আর্টিকা গাড়ি ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশীনগরে (Kushinagar)।  রবিবার (১৩ জুলাই) ২৮ নম্বর জাতীয় সড়কের  বাঘি কুটির-এর কাছে একটি আর্টিকা গাড়ি ও একটি ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন চারজন ভক্ত। নিহতরা সকলেই আর্টিকা গাড়ির যাত্রী ছিলেন।

জানা গিয়েছে, গাড়িটি ভক্তদের নিয়ে যাচ্ছিল। পথে বাঘি কুটিরের কাছে একটি ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। আহত হয়েছেন আরও দুই ভক্ত, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisment

পুলিশ ও উদ্ধারকারী দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, ওভারটেক করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং দ্রুত ওই রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে।

ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যুমিছিল। দ্রুতগতির গাড়ি এবং একটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আরও বেশ কয়েকজন। ভয়াবহ এই দুর্ঘটনায় দুজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে বাসটি বেশ কয়েক ফুট পিছনের দিকে সরে যায়। এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনার পর বাসের যাত্রীরা তাৎক্ষণিকভাবে বাস থেকে নেমে যান। আপনাদের জানিয়ে রাখি, গত সপ্তাহেও দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। এই ঘটনার পর দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।

 দিল্লির বসন্ত বিহার এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গভীর রাতে দ্রুতগতির একটি অডি গাড়ি ফুটপাতে ঘুমিয়ে থাকা পাঁচজনকে পিষে দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিশু সহ একাধিক। আশঙ্কাজনক অবস্থায় সকলকেই হাসপাতালে ভরতি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ওই অডি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে পার্ক করা একটি ট্রাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর এক সদস্য অভিযুক্ত চালককে ধরে ফেলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পিসিআর ও অ্যাম্বুলেন্সের সাহায্যে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালক উৎসব শেখর (৪০), যার বাড়ি দিল্লির দ্বারকা এলাকায়। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অবহেলাজনিত ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

'কাশ্মীর সফর এড়িয়ে চলার'শুভেন্দুর মন্তব্যে তোলপাড়, দাপুটে বিজেপি নেতার তোপে রাজ্যের বিরোধী দলনেতা

রাজ্যে তিন দিনে খুন ৩ শাসক নেতা। ভাঙড়, ইংরেজরাজারের পর এবার সাঁইথিয়া। বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে খুন পীযূষ ঘোষ নামে সাঁইথিয়ার তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর,  পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় ওই তৃণমূল নেতাকে।  তিনি সাঁইথিয়ার  শ্রিনিধিপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি  ছিলেন। মৃতদেহের পাশেই দাঁড় করানো ছিল বাইক। পরিবারের অভিযোগ, এর আগেও তাঁকে ও তাঁর ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়। সভাপতি পদ থেকে সরাতেই এই খুন বলে দাবি পরিবারের সদস্যদের। ইতিমধ্যে এই ঘটনায় আটক করা হয়েছে ২ মহিলা সহ তিনজনকে। কী কারণে খুন? তা খতিয়ে দেখেতে তদন্ত শুরু করেছে পুলিশ।  

ভাঙরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার সওকত ঘনিষ্ঠ মোফাজ্জল মোল্লা। ধৃত তৃণমূল নেতা ঘটনার মাস্টারমাইন্ড বলেই দাবি পুলিশের। ঘটনায় আর কারা জড়িত তা খতিয়ে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা। ভাঙরে তৃণমূল নেতা খুনে ভাড়াটে খুনিকে কাজে লাগানো হয়েছিল বলেও পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। যদিও ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা গোটা ঘটনার দায় ISF-এর উপর চাপিয়েছেন। 

ভরা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি, চরম চাঞ্চল্যে হুলস্থূল

চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন। রবিবার ভোর ৫.৩০ মিনিটে তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে ডিজেল বহনকারী একটি পণ্যবাহী ট্রেনের চারটি বগিতে আকস্মিক আগুন লেগে যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে সর্বত্র আগুন এবং কালো ধোঁয়ায় ঢেকে যায়। এদিকে মালগাড়িতে আগুন লাগার ফলে আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তথ্য অনুসারে, এই ঘটনায় কেউ আহত হয়নি। যদিও রেলের তরফে জানানো হয়েছে ট্রেনটির ২-৩টি কামরা লাইনচ্যুত হওয়ার কারণেই ঘটে যায় এই বিরাট দুর্ঘটনা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে ওই শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। দাঁড়িয়ে রয়েছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন।  

শনিবার গভীর রাতে দিল্লির দ্বারকা এলাকার এক বিলাসবহুল হোটেলে আগুন লাগার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হোটেলের দ্বিতীয় তলার একটি রুমে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি বলে দমকল সূত্রে জানা গেছে। দমকল আধিকারিক এডিও রবি নাথ জানান, “শনিবার রাত প্রায় ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং দেখতে পাই হোটেলের দ্বিতীয় তলায় একটি রুমে আগুন জ্বলছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ আহত হননি।” প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ প্রশাসন। ঘটনার সময় হোটেলে থাকা অতিথিদের নিরাপদে বের করে আনা হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসায় স্বস্তিতে হোটেল কর্তৃপক্ষ। তবে রাতভর আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল হোটেল চত্বরে।

 

  • Jul 13, 2025 13:23 IST

    West Bengal News Live Updates: IIM জোকা ধর্ষণের ঘটনায় সিট গঠন

    আইআইএম (IIM) ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশের তরফে ৯ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। এই ঘটনার জেরে রাজ্য মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ নিয়েছে এবং পুরো ঘটনার উপর নজর রাখছে বলে জানিয়েছে।



  • Jul 13, 2025 10:45 IST

    West Bengal News Live Updates: রাজ্যসভায় মনোনীত হলেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শৃংলা

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে রাজ্যসভার জন্য মনোনীত করেছেন। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। সংবিধানের ৮০ নম্বর অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতির এই মনোনয়নে ভারতীয় সংসদের উচ্চকক্ষ আরও অভিজ্ঞতা ও বহুমাত্রিকতার ছোঁয়া পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

    কারা রয়েছেন এই তালিকায়?
    মনোনীতদের মধ্যে রয়েছেন—

    • বিশিষ্ট সরকারি কৌঁসুলি উজ্জ্বল দেবরাও নিকম, যিনি ২৬/১১ মুম্বই হামলা-সহ একাধিক আলোচিত মামলায় সরকারি পক্ষের আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

    • কেরালার প্রবীণ সমাজকর্মী ও শিক্ষাবিদ সি. সদানন্দন মাস্টার, যিনি সমাজকল্যাণমূলক কাজে দীর্ঘদিন ধরে যুক্ত।

    • প্রাক্তন বিদেশ সচিব ও দক্ষ কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলা, যিনি আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

    • খ্যাতনামা ইতিহাসবিদ ও শিক্ষাবিদ ড. মীনাক্ষী জৈন, যিনি ভারতীয় ইতিহাসচর্চায় অনন্য অবদান রেখেছেন।



  • Jul 13, 2025 10:28 IST

    West Bengal News Live Updates: দিল্লির বসন্ত বিহার এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা

    দিল্লির বসন্ত বিহার এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গভীর রাতে দ্রুতগতির একটি অডি গাড়ি ফুটপাতে ঘুমিয়ে থাকা পাঁচজনকে পিষে দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিশুসহ একাধিক। আশঙ্কাজনক অবস্থায় সকলকেই হাসপাতালে ভরতি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ওই অডি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে পার্ক করা একটি ট্রাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর এক সদস্য অভিযুক্ত চালককে ধরে ফেলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পিসিআর ও অ্যাম্বুলেন্সের সাহায্যে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালক উৎসব শেখর (৪০), যার বাড়ি দিল্লির দ্বারকা এলাকায়। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অবহেলাজনিত ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু করা হয়েছে।



  • Jul 13, 2025 10:27 IST

    West Bengal News Live Updates: চাকরিহারাদের হুঙ্কারে কেঁপে উঠল বাংলা! সপ্তাহের প্রথম দিনেই নবান্ন অভিযানের ডাক, উত্তাল হবে রাজপথ

    সুপ্রিম (Supreme Court) নির্দেশে এরাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। জেলায়-জেলায় কোথাও ৫০০ কোথাও ৭০০ কোথাও বা হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন। তৃণমূলের তরফে বারে বারে তাঁদের ভরসা রাখার কথা বলা হয়েছে। চাকরিহারাদের অভয় দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী। তবুও তাতে আর আস্থা রাখতে পারছেন না চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। চাকরি ফেরতের দাবিতে আগামী ১৪ জুলাই নবান্ন অভিযান ডেকেছে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। তার আগে রাজ্য সরকারকে চার দফা প্রস্তাব পেশ করল আন্দোলনকারীরা। মঞ্চের তরফে জানানো হয়েছে—

    প্রথমত, ‘যোগ্য’ শিক্ষকদের সম্মানের সঙ্গে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত, যাঁরা ন্যায্য ভাবে নিয়োগপ্রাপ্ত হয়েও চাকরি হারিয়েছেন, তাঁদের ফেরানোর ক্ষেত্রে রাজ্যকে উদ্যোগ নিতে হবে। তৃতীয়ত, যোগ্য প্রার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে।চতুর্থত, ওয়েটিং লিস্ট প্রকাশ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বহালের জন্য পুনরায় প্যানেল তৈরির ব্যবস্থা করতে হবে। মঞ্চের দাবি, এই দাবিগুলিকে সামনে রেখেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।  এই পরিস্থিতিতে সোমবার হাওড়ায় নবান্ন অভিযান ঘিরে রীতিমতো চাপানউতোরের আবহ। পুলিশের পাশাপাশি রাজনৈতিক মহলেও বাড়ছে উত্তেজনা। পুলিশ সূত্রে খবর, নবান্ন অভিযান ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। মোতায়েন করা হচ্ছে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী, র‌্যাফ এবং কমব্যাট ফোর্স। মজুত রাখা হয়েছে জলকামান। গোটা এলাকায় নজরদারির জন্য বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, পাশাপাশি চালানো হবে ড্রোন নজরদারি। সোমবার কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে গোটা হাওড়া শহর।



  • Jul 13, 2025 10:26 IST

    West Bengal News Live Updates: রাজ্যে তিন দিনে খুন ৩ শাসক নেতা

    রাজ্যে তিন দিনে খুন ৩ শাসক নেতা। ভাঙড়, ইংরেজরাজারের পর এবার সাঁইথিয়া। পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় পীযূষ ঘোষ নামে ওই তৃণমূল নেতাকে।  তিনি সাঁইথিয়ার  শ্রিনিধিপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি পদে আসীন ছিলেন। মৃতদেহের পাশেই দাঁড় করানো ছিল বাইক। পরিবারের অভিযোগ, এর আগেও তাঁকে ও তাঁর ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়। সভাপতি পদ থেকে সরাতেই এই খুন বলে দাবি পরিবারের সদস্যদের। ইতিমধ্যে এই ঘটনায় আটক করা হয়েছে ২ মহিলা সহ তিনজনকে। 



  • Jul 13, 2025 10:26 IST

    West Bengal News Live Updates: শহিদ দিবসের 'মেগা র‍্যালির' ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর

    ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের 'মেগা র‍্যালির' ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। রাজ্য বিজেপি (Bengal BJP) সূত্রে জানা গেছে, মোদী ১৮ জুলাই বঙ্গ সফরে আসছেন। ওই একই দিনে বিহারে বেশ কিছু কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ১৮ জুলাই দুপুর ২টোয় মোদীর বিমান অন্ডাল বিমান বন্দরে অবতরণ করবে। সেখান থেকে প্রধানমন্ত্রী সোজা যাবেন নেহেরু স্টেডিয়ামে। সেখানে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি। রাজনৈতিক শিবিরের ধারণা ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনকে শক্তিশালী করা ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বার্তা দেওয়ার লক্ষ্যেই মোদীর এই বঙ্গ সফর। 



Nabanna Abhijan SSC recruitment WB SSC Scam SSC Recruitment Case Verdict