/indian-express-bangla/media/media_files/2025/09/23/mamata-rain-2025-09-23-15-05-51.jpg)
Kolkata waterlogging: একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ প্রান্ত।
Heavy rainfall: সোমবার রাত থেকে একটানা টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত মহানগরী কলকাতা। শহরের বিভিন্ন এলাকায় কোমর সমান জল জমে রাস্তাঘাট থেকে পাড়া-মহল্লা সবই ভাসমান। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং অব্যাহত বৃষ্টিপাতে জল নেমে যাওয়ার পথ বন্ধ হয়ে পড়েছে। ফলে জনজীবন একেবারেই স্তব্ধ হয়ে পড়েছে।
এই জলমগ্ন পরিস্থিতিতেই সবচেয়ে ভয়াবহ চিত্র সামনে আসে—শহরের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখন পর্যন্ত কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদের মধ্যে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার কয়েকটি এলাকার বাসিন্দা রয়েছেন। বৃষ্টির মধ্যে খোলা বৈদ্যুতিক তার ও জলে ডুবে থাকা ট্রান্সফর্মারের সংস্পর্শে এসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এভাবে মর্মান্তিক মৃত্যুতে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের পাশে সরকার থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন তিনি। এমন দুর্যোগের জেরে প্রাণহানির ব্যাপারে রাজ্য সরকারের নিয়মমাফিক ক্ষতিপূরণ দেওয়া হবে পরিবারগুলিকে।
পরিবারগুলিকে CESC-ও ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যাঁরা মারা গেছেন তাঁদেরকে পরিবারের একজনকে হয় CESC চাকরি দেবে নয়তো রাজ্য সরকার দেবে। CESC-এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে নিজে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।