/indian-express-bangla/media/media_files/2025/09/23/mamata-2025-09-23-17-15-55.jpg)
Mamata Banerjee: নাগাড়ে বৃষ্টির জেরে কলকাতার দিকে দিকে জল। নবান্নে কন্ট্রোল রুম চালু।
Nabanna-Control Room:নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাবে কার্যত মেঘ ভাঙা বৃষ্টি দেখেছে কলকাতা। তিলোত্তমা মহানগরীর দিকে দিকে জল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। কলকাতা ছাড়াও লাগোয়া জেলাগুলিতে জল-যন্ত্রণার বহু ছবি সামনে এসেছে। এই পরিস্থিতিতে নবান্নে কন্ট্রোলরুম খুলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতির তদারকি করছেন। কলকাতার এই জলমগ্ন পরিস্থিতিতে আজ এবং আগামিকাল দুর্গাপুজোর উদ্বোধন স্থগিত রেখেছেন মুখ্যমন্ত্রী। জেলার পুজোগুলির ভার্চুয়ালি তিনি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আকস্মিক দুর্যোগের আক্রমণে বিপর্যস্ত কলকাতা শহরের ও লাগোয়া কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমাদের সহকর্মীরা ও আধিকারিকরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডিভিসি-র একতরফা জল ছাড়ায় রাজ্য এমনিতেই প্লাবিত ছিল, নদী, খাল সব টইটম্বুর ছিল। ফারাক্কা ব্যারেজ দিয়ে আসছে বিহার, উত্তরপ্রদেশের প্রচুর জল, সেখানে ড্রেজিং না হওয়ায় সমস্যা তো ছিলই । তার ওপরে এল এই হঠাৎ বিপুল বৃষ্টি। আমি মেয়র, মুখ্যসচিব প্রমুখের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রেখেছি, প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি।"
তিনি আরও লিখেছেন, "আমি বলেছি, আজ থেকে সরকারী সব স্কুল ছুটি থাকবে। কলেজ, বিশ্ববিদ্যালয়েও আগামী দু-দিন ছুটি। বেসরকারী অফিস গুলি আগামী দু'দিন ওয়ার্ক ফ্রম হোম করুন। সরকারী অফিস-ও দুদিন ওয়ার্ক ফ্রম হোম করবে। মানুষকে বাঁচানোই এখন প্রাথমিক কাজ।"
কলকাতায় জমা জলে বিদ্যুস্পষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন লিখেছেন, "আজ CESC-র অবহেলায় কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা মারা গেলেন, তাঁদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা। মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয়না, জীবনের কোন বিকল্প হয় না। তবুও আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব। ক্ষতিপূরণ দিতে বলছি CESC কে-ও। আমি CESC-র সঙ্গে কথা বলেছি। আমাদের আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণ-ও পরিবারগুলির প্রাপ্য।"
পরিস্থিতি মোকাবিলায় নবান্নে কন্ট্রোল খুলেছে সরকার। মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমরা পাশে আছি, সব সময়, প্রতিটি মুহূর্তে। নবান্নে কন্ট্রোল রুম খুলেছি, আমি দেখছি। কন্ট্রোল রুম সারাক্ষণ খোলা আছে। ফোন নম্বর- 91-33-22143526/ 91-33-22535185. এ ছাড়াও টোল ফ্রি নম্বর- 91-8697981070 আজ আর কলকাতায় পুজো উদ্বোধনে কোথাও যাচ্ছি না। জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করে দেব। কয়েকটা দিন এখন খুব সতর্ক থাকতে হবে সবাইকে।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us