kolkata kalighat temple skywalk :দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষ গতকাল সন্ধ্যায় নববর্ষের প্রাক্কালে মুখ্যমন্ত্রী কালীঘাট স্কাইওয়াকের (Kalighat Skywalk) উদ্বোধন করেন। বহুদিন ধরেই এই অত্যাধুনিক স্কাই ওয়াকের খোলার অপেক্ষায় ছিলেন রাজ্যবাসী। এর ফলে যানযট এড়িয়ে কালীঘাট মন্দিরে যাতায়াত আরও সহজ হবে। সেই সঙ্গে ঢেলে সাজানো হয়েছে ৫১টি শক্তিপীঠের অন্যতম কালীঘাট মন্দির। গতকালই মমতা হকার্স কর্ণারেও উদ্বোধন করেন।
বাংলা নববর্ষের ঠিক আগের দিন, চৈত্র সংক্রান্তির সন্ধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কাইওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আজ, ১৫ এপ্রিল—বাংলা নববর্ষের দিন থেকে এই স্কাই ওয়াক জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ, বছরের প্রথম দিনেই মা কালীর দর্শন পেতে ভক্তরা এই নতুন স্কাইওয়াক ব্যবহার করতে পারবেন। মুখ্যমন্ত্রী যখন স্কাইওয়াকের প্রথম ঝলক দেখালেন, তখন জনতার উন্মাদনা ছিল চোখে পড়ার মত। এখন কালী মন্দিরের আশেপাশে যানজটের সমস্যা থেকে মিলবে মুক্তি।
এসপি মুখার্জি রোড থেকে কালী মন্দির রোড পর্যন্ত প্রায় ৪৫০ মিটার দীর্ঘ কালীঘাট স্কাইওয়াক তৈরি করা হয়েছে। এতে ওঠার জন্য এসকেলেটরও রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই স্কাইওয়াকটি নির্মাণের ফলে যানজটের সমস্যা থেকে মুক্তি পাবেন ভক্তরা। পাশাপাশি দুর্ঘটনাও কমাবে। পুরো প্রকল্পে ১২৫ কোটি টাকা ব্যয় হয়েছে, যার মধ্যে ৯৯% অর্থ দিয়েছে রাজ্য সরকার দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কালীঘাট মন্দিরের চূড়া সোনা দিয়ে সাজানো হয়েছে, যেটি তৈরি করেছে রিলায়েন্স। কালীঘাট স্কাইওয়াকের দৈর্ঘ্য হল ৪৩৫ মিটার। আর ১০.৫ মিটার চওড়া, কালীঘাট স্কাইওয়াকে দুটি এসকেলেটর, তিনটি লিফট এবং তিনটি সিঁড়ি আছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্দির চত্বরেই ডালার দোকান করা হয়েছে।
দক্ষিণেশ্বর স্কাইওয়াকের পর কলকাতার দ্বিতীয় এবং সবচেয়ে দীর্ঘ স্কাইওয়াক। এর দৈর্ঘ্য প্রায় ৪৩৫ মিটার। এসপি মুখার্জি রোড থেকে শুরু হয়ে এটি কালী মন্দির রোড পর্যন্ত বিস্তৃত। স্কাইওয়াকের ডিজাইনও অনেকটাই দক্ষিণেশ্বর স্কাইওয়াকের অনুকরণে করা হয়েছে। নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে থাকছে এসকেলেটর ও সাধারণ সিঁড়ির ব্যবস্থা। এখন, এসপি মুখার্জি রোডে বাস থেকে নেমে ভক্তরা স্কাইওয়াকের সাহায্যে সরাসরি কালীঘাট মন্দিরের প্রধান ফটকে পৌঁছাতে পারেন।
As one of the 51 sacred Shakti Pithas, the Kalighat Temple holds a divine significance for countless devotees, including myself. I vividly remember visiting the temple with my mother every year to offer our prayers. Those are memories I hold sacred. Today, I feel humbled to gift the people a state-of-the-art Skywalk elegantly designed and seamlessly connected to the metro and main road. It will ensure ease, safety, and dignity for pilgrims, especially the elderly. Before Poila Boisakh, this is my pronam to you. And to her. May Maa Kali walk with us and shower her blessings on us.
Posted by Mamata Banerjee on Sunday, April 13, 2025