Mamata Banerjee On Murshidabad Violence: "প্রতিটি জাতি ও ধর্মের প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। "কিছু লোক আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের কথায় কান দেবেন না,"। অশান্তি আবহে বড় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ওয়াকফ অশান্তিতে পুড়ছে মুর্শিদাবাদ সহ বাংলার একটা বড় অংশ। এক কাপড়ে ঘর ছাড়া শ'য়ে শ'য়ে পরিবার। চোখে-মুখে আতঙ্কের ছাপ। মুর্শিদাবাদ কান্ডে রাজ্যপালকে চিঠি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গোটা ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি জানিয়েছেন তিনি।
মুর্শিদাবাদের হিংসা আবহে যখন বিরোধীরা রাজ্য সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে ঠিক তখনই হিংসা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। গতকাল বহু প্রতীক্ষিত কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা একবার বাঁচি, একবারই মরি। তাহলে, কেন এই হিংসার ঘটনা? কিছু লোক আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের কথায় কান দেবেন না"।
হিংসায় যখন বিধ্বস্ত মুর্শিদাবাদ ঠিক তখনই সোমবার দক্ষিণ ২৪ পরগনায় ওয়াকফ (সংশোধনী) আইন প্রত্যাহারের দাবিতে চলে বিক্ষোভ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) সমর্থকদের পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভাঙড়ের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মুর্শিদাবাদে হিংসার ঘটনায় তদন্তে আদালতের তত্ত্বাবধানে বিশেষ তদন্ত দল (SIT) গঠনের দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সরাসরি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আহ্বান জানানো হয়েছে। আবেদনে বলা হয়েছে যে ভারতীয় সংসদে ওয়াকফ বিল পাস হওয়ার পর রাজ্যজুড়ে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে এবং যেভাবে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে তা জীবনের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার অধিকারকে ক্ষুন্ন করছে। উল্লেখ্য, ওয়াকফ আইন সংশোধনের বিরুদ্ধে মুর্শিদাবাদের দিকে দিকে হিংসার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সংবেদনশীল এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
"যারা বিভ্রান্ত করার চেষ্টা করেন তাদের কথায় কান দেবেন না" - মমতা
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার ঘটনার নিন্দা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে রাজ্য সরকার সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "আমরা একবার বাঁচি এবং একবারই মরি, তাহলে দাঙ্গা কেন হয়? প্রতিটি জাতি এবং ধর্মের প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। কিছু লোক আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের কথাকে গুরুত্ব দেবেন না"। মুর্শিদাবাদে উত্তেজনার ঘটনায় মুখ্যমন্ত্রী শান্তির আবেদন জানিয়েছেন। তিনি জনগণকে উত্তেজিত না হতে এবং গুজব না ছড়ানোর অনুরোধ করেন।
আমরা যদি বিচ্ছিন্ন থাকি, তাহলে আমরা জিততে পারব না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তেজনার মধ্যেও যারা মন শান্ত, মাথা ঠান্ডা রেখে চলেন,তারাই আসল জয়ী। এটাই আসল জয়। ধর্ম নিয়ে খেলা উচিত নয়। ধর্ম মানে ভক্তি, স্নেহ, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সম্প্রীতি এবং ঐক্য। মনে রাখবেন, আমরা যদি মানুষকে ভালোবাসি, তাহলে আমরা সবকিছুই জয় করতে পারব, কিন্তু যদি আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করি, তাহলে আমরা কোন কিছুই জয় করতে পারব না। যদি কেউ আক্রমণের শিকার হয় - সে অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত, প্রান্তিক বা যেকোনো ধর্মের হোক না কেন - আমরা সকলের পাশে আছি।"