শিশুচোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটল এবার খাস কলকাতায়। কাঁকুড়গাছি এলাকায় শুক্রবার রাতে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে এক ব্যক্তিকে মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বেঁধে যায়। গণপিটুনিতে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনা প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ডিসি ইএসডি দেবস্মিতা দাস বলেন, ‘‘বোরখা পরে ছিলেন এক ব্যক্তি। শিশু চোর সন্দেহে ওই ব্যক্তিকে গতরাতে মারধর করা হয়। আমরা এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছি।’’ এদিকে এ ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, চোর সন্দেহে গণপিটুনি! হাওড়ায় আক্রান্ত মহিলা, পুরুলিয়ায় নিহত এক ব্যক্তি
![]()
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে শিশুচোর সন্দেহে গণপিটুনির ঘটনা সামনে আসছে। ক’দিন আগেই কলকাতার অদূরে হাওড়ার টিকিয়াপাড়ায় শিশুচোর সন্দেহে এক মহিলাকে মারধর করার অভিযোগ ওঠে। যে ঘটনাতেও ধুন্ধুমার কাণ্ড বাঁধে। ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। হাওড়ার ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা।
প্রসঙ্গত, শুক্রবার তারকেশ্বরে মুখ্যমন্ত্রী শিশুচোর নিয়ে গুজব রটানোর ঘটনায় বিজেপিকে নিশানা করে বলেন, ‘‘চক্রান্ত করে রাজ্যে অশান্তি বাঁধাতে ছেলেধরা গুজব ছড়ানো হচ্ছে। কয়েকজনকে বোরখা পরিয়ে রাস্তায় নামিয়ে কিছু লোক বলছে ছেলেধরা এসেছে।’’ ভোটের আগে এসব করে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করার চক্রান্ত বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।