/indian-express-bangla/media/media_files/2025/06/16/3OKFgyi5YgyuCq7KeGvP.jpg)
ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর Photograph: (পার্থ পাল)
Kolkata fire incident: রবিবার রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেছে খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেট। বাজারের প্রায় ১২০০ থেকে ১৩০০ দোকান আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মার্কেট তৈরি করে দেওয়ার আশ্বাসের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
সোমবার দুপুরে খিদিরপুরের আগুনে ভস্মীভূত বাজার এলাকায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগুনে যেসব দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে তাদের ক্ষতিপূরণ স্বরূপ ১ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অগ্নিকাণ্ডে আংশিক ক্ষতিগ্রস্ত দোকানদারদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেবে রাজ্য সরকার।
সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে নতুন করে মার্কেটটি তৈরি করে দেওয়া হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত ওই এলাকার কাছেই আরও একটি জায়গায় অস্থায়ী মার্কেটে ব্যবসায়ীদের সরানো হবে বলে তিনি জানিয়েছেন। নতুন করে বাজার তৈরি হওয়ার পর যার যেখানে দোকান ছিল সে সেখানেই দোকান পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "পুরো বৈজ্ঞানিকভাবে নতুন বাজার তৈরি করে দেওয়া হবে। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকবে। ভবিষ্যতে আপনাদের কোনও সমস্যা হবে না। ক্ষতিগ্রস্তদের কারও কোনও খরচ করতে হবে না, সরকারই বানিয়ে দেবে বাজার। সার্ভে করতে একটু সময় লাগবে। কত দোকান পুড়েছে তা দেখা হবে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। সিলিন্ডার যদি রাখেন সেগুলো পরীক্ষা করুন মাঝে মাঝে। এয়ার কন্ডিশনার মেশিন, গ্যাসের সিলিন্ডার রাখার আগে একটু সচেতন থাকুন।"
আরও পড়ুন- Hilsa:ইলিশপ্রেমীদের জন্য বাম্পার সুখবর! শুরুতেই জালে টন-টন মাছ, দাম কোথায় নামতে পারে জানেন?
তিনি আরও বলেন, "কাউন্সিলর আর মেয়র মিলে একটা জায়গা নির্বাচন করেছেন। কাছেই একটা জায়গা ঠিক করা হয়েছে। এখন ওই বাজারে আপনাদের অস্থায়ীভাবে দোকান শিফট করা হবে। যাতে আপনাদের কারবারটাও এখন চলে। পুরো রিপোর্ট আগে পাই। কার কার দোকান পুড়েছে, কার দোকানের অর্ধেকটা পুড়েছে সেই খবর নেব। যাদের পুরো দোকান পুড়ে গেছে তাদের ১ লক্ষ টাকা করে দেব। যাদের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। নতুন করে বাজার তৈরি হলে যার দোকান যেখানে ছিল তার দোকান সেখানেই রাখা হবে।"
আরও পড়ুন- Digha Jagannath Temple: রথের আগে সেজে উঠেছে দিঘা, জগন্নাথ মন্দিরে শুরু ভোগ বিতরণ