/indian-express-bangla/media/media_files/2025/06/28/kolkata-gangrape-case-2025-06-28-17-26-45.jpg)
কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্তে ৫ সদস্যের সিট গঠন কলকাতা পুলিশের
Kolkata Gangrape Case: 'যেখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে কেন মহিলাদের উপর এত বর্বরতা...',! কলকাতার নামি ল'কলেজে গণধর্ষণের ঘটনায় 'মমতার' পদত্যাগ দাবিতে সরব বিজেপি।
কলকাতার আইন কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত একজন নিরাপত্তারক্ষী সহ চারজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায়, বিজেপি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে। ইতিমধ্যে আইন কলেজের গণধর্ষণের ঘটনায় ৫ সদস্যের SIT গঠন করল কলকাতা পুলিশ।
ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তে কেঁপে উঠল গোটা এলাকা, ঝলসে মৃত্যু ১৩ সেনার, হাসপাতালে কান্নার রোল
কলকাতা আইন কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কলেজের নিরাপত্তারক্ষীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় বিজেপি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র মমতা সরকারকে তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী আছেন, সেখানে মহিলাদের সাথে কেন এত বর্বরতার ঘটনা ঘটছে?
এই সময় বিজেপি সাংসদ সম্বিত পাত্র কিছু ছবিও সামনে আনেন। তিনি বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই জঘন্য ঘটনা সম্পর্কে একটি কমিটি গঠন করেছেন সেই কমিটিতে থাকবেন চার সদস্য থাকবেন। এই কমিটি শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করবে এবং জেপি নাড্ডার কাছে তদন্ত রিপোর্ট জমা দেবে। তিনি তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, আমরা মনে করি যে এই সংবাদ সম্মেলনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত।
ফের ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, দফায় দফায় লুঠ ১ কোটিরও বেশি
BJP National President Shri @JPNadda strongly condemns the heinous incident of gangrape of a student at Kolkata Law College.
— BJP (@BJP4India) June 28, 2025
A committee has been formed by the BJP to investigate the matter. The four-member committee will submit its report to Shri Nadda. pic.twitter.com/Xn8W3hptTd
এদিকে কলকাতার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় আজ শনিবার কলেজের নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, তার বয়ানে রয়েছে একাধিক অসঙ্গতি। পাশাপাশি সিসিটিভি ফুটেজে কলেজে তার উপস্থিতির ঘটনা সামনে এসেছে। নিরাপত্তারক্ষী তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। পুলিশ জানার চেষ্টা করছে যে সেই সময় তিনি একা ডিউটিতে ছিলেন কিনা নাকি তার সঙ্গে আরও কেউ ছিলেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কেন তিনি ঘটনার সময় যথাযথ ব্যবস্থা নেননি এবং তিন অভিযুক্তকে অপরাধ করা থেকে বিরত রাখেননি, তার কোনও স্পষ্ট উত্তর দেননি নিরাপত্তারক্ষী। এদিকে কসবা কাণ্ডের ঘটনায় আজ পথে নেমে প্রতিবাদ নেমেছে বাম-বিজেপি। প্রতিবাদে উত্তাল রাজপথ।