Advertisment

Firhad Hakim: গার্ডেনরিচে ভেঙে পড়া বহুতল বেআইনি, মানলেন ফিরহাদ, প্রোমোটারকে গ্রেফতারির নির্দেশ

Firhad Hakim: গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি, বেআইনি নির্মাণের দায় বামেদের ঘাড়ে ঠেললেন তিনি। রবিবার মধ্যরাতে পাঁচতলা নির্মাণ ভেঙে পড়ায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। রাত থেকেই চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে সারারাত ছিলেন মেয়র। জানিয়েছেন, এখনও উদ্ধারকাজ চলছে। অনেকে ভিতরে আটকে আছেন। তাঁদের কারও কারও সঙ্গে কথা বলেছেন উদ্ধারকারীরা। দেওয়া হচ্ছে জল-অক্সিজেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Garden Reach Building Collapsed, Firhad Hakim

গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম।

Firhad Hakim on Building Collapsed: গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, বেআইনি নির্মাণের দায় বামেদের ঘাড়ে ঠেললেন তিনি। রবিবার মধ্যরাতে পাঁচতলা নির্মাণ ভেঙে পড়ায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। রাত থেকেই চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে সারারাত ছিলেন মেয়র। জানিয়েছেন, এখনও উদ্ধারকাজ চলছে। অনেকে ভিতরে আটকে আছেন। তাঁদের কারও কারও সঙ্গে কথা বলেছেন উদ্ধারকারীরা। দেওয়া হচ্ছে জল-অক্সিজেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

Advertisment

সোমবার সকালে সংবাদমাধ্যমকে ফিরহাদ বলেন, আমি সারারাত ছিলাম। দুজন মারা গেছেন। এখনও উদ্ধারকাজ চলছে। যাঁরা আটকে আছেন, ২-৪ জনের সঙ্গে উদ্ধারকারীদের কথা হয়েছে। জল-অক্সিজেন দেওয়া হয়েছে। কিন্তু কংক্রিটের চাঁইয়ের নিচে কারা আটকে আছেন কেউ জানে না। এক একটা করে চাঙর সরিয়ে দেখা হচ্ছে। ফিরহাদ জানিয়েছেন,

বহুতল ভেঙে পড়ার সময় আশেপাশের টালির টালের ঝুপড়িগুলিতে তখন ২২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। মোট ১৩ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। একজন এসএসকেএম হাসপাতালে ভর্তি। সাতজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছেন।

আরও পড়ুন Building Collapsed: মধ্যরাতে বিপর্যয় গার্ডেনরিচে, ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, মৃত অন্তত ২, আহত বহু

তবে গার্ডেনরিচের ভেঙে পড়া বহুতলটি যে বেআইনি ভাবে নির্মিত তা মেনে নিয়েছেন মেয়র। বলেছেন, 'ওই এলাকায় বাম আমল থেকে বেআইনি নির্মাণ চলছে। ব্যাখ্যা দিয়ে মেয়র বলেছেন, এসব এলাকায় বাম আমল থেকে বেআইনি নির্মাণ চলছে। কারণ তখন প্রশাসনের কাছ থেকে নির্মাণের অনুমতি মিলত না। অনুমতি জোগাড় করতে অনেক হেনস্থা হতে হত। প্রোমোটাররা বেআইনি নির্মাণের পথে হাঁটতেন। আমরা আসার পর কাজটা অনেক সহজ করে দিয়েছি। তা-ও কেন কিছু লোক বেআইনি পথে হাঁটছেন জানি না'

ওই প্রোমোটারকে অবিলম্বে গ্রেফতারির নির্দেশ দিয়েছেন ফিরহাদ। প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে বেআইনি নির্মাণ চলছে? এপ্রসঙ্গে স্থানীয় কাউন্সিলরদের দোষ দিতে নারাজ ফিরহাদ বলেছেন, 'কোন গলিতে কী নির্মাণ হচ্ছে, আইনি না বেআইনি তা কাউন্সিলর জানবেন কীভাবে, এটা দেখা তাঁর কাজ নয়। আধিকারিকদের কাজ। নিঃসন্দেহে প্রশাসনকে আরও কড়া হতে হবে। আমরা আইনি ব্যবস্থা নেব। আপাতত যাঁরা ভিতরে আটকে আছেন, তাঁদের উদ্ধার করা আমাদের অগ্রাধিকার।'

kolkata police Kolkata Municipal Corporation Firhad Hakim
Advertisment