Kolkata Metro: আগের সিদ্ধান্ত প্রত্যাহার, যাত্রী স্বার্থে রামনবমীর দিন ফাটাফাটি পরিষেবা কলকাতা মেট্রোর

Kolkata Metro Green Line Service: রবিবার ছুটির দিনে পাওয়ার ব্লকের কারণে পরিষেবা বাতিল করার কথা আগেই জানিয়েছিল কলকাতা মেট্রো। তবে শেষমেষ এক বিজ্ঞপ্তিতে আগের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কলকাতা মেট্রো।

Kolkata Metro Green Line Service: রবিবার ছুটির দিনে পাওয়ার ব্লকের কারণে পরিষেবা বাতিল করার কথা আগেই জানিয়েছিল কলকাতা মেট্রো। তবে শেষমেষ এক বিজ্ঞপ্তিতে আগের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কলকাতা মেট্রো।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata metro rail special service on durga puja 2023 panchami and sasthi

আগের সিদ্ধান্ত প্রত্যাহার, যাত্রী স্বার্থে রামনবমীর দিন ফাটাফাটি পরিষেবা কলকাতা মেট্রোর

Kolkata Metro Green Line Service:  আগের সিদ্ধান্ত প্রত্যাহার, যাত্রী স্বার্থে কাল রবিবারেও ফাটাফাটি পরিষেবা কলকাতা মেট্রোর। 

Advertisment

আগামীকাল রাম নবমী। তার আগেই যাত্রীদের খুশির খবর শোনালো কলকাতা মেট্রো। রবিবার ছুটির দিনে পাওয়ার ব্লকের কারণে পরিষেবা বাতিল করার কথা আগেই জানিয়েছিল কলকাতা মেট্রো। তবে শেষমেষ এক বিজ্ঞপ্তিতে আগের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কলকাতা মেট্রো। 

কলকাতা মেট্রোর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে "কলকাতা মেট্রো রেল ০৬.০৪.২০২৫ (রবিবার) তারিখে গ্রিন লাইন-২ (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড) এর জন্য পূর্ব ঘোষিত 'ট্র্যাফিক ব্লক' বাতিল করে পরিষেবা চালু করতে চলেছে"। অতএব গ্রীন লাইনেও রবিবারের স্বাভাবিক পরিষেবা পাবেন হাজার হাজার যাত্রী। 

 ২৬ হাজার চাকরি বাতিলে গর্জে উঠলেন রুদ্রনীল, প্যারোডিতে মমতাকে বিঁধে বেনজির আক্রমণ

Advertisment

মেট্রোর তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে হাওড়া ময়দান থেকে দুপুর ২:১৫ মিনিটে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে দুপুর একই সময়ে মেট্রো পরিষেবা শুরু হবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে রাত ২১.৪৫ মিনিটে এবং  এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে একই সময়ে  ২১.৪৫ মিনিটে শেষ মেট্রো ছেড়ে যাবে। তবে চলতি সপ্তাহে রবিবার  যথারীতি গ্রিন লাইন-১ করিডোরে কোনও পরিষেবা পাওয়া যাবে না বলেও মেট্রোর তরফে জানানো হয়েছে। 

রামনবমীর দিন শহরে একাধিক বড় জমায়েতর সম্ভাবনা রয়েছে। মেট্রোর এই সিদ্ধান্তে উপকৃত হবেন হাজার হাজার যাত্রী। রবিবার অর্থাৎ আগামীকাল  ব্লু লাইনে পরিষেবাগুলি যথারীতি উপলব্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। 

kolkata metro