Kolkata Metro April 2025 maintenance: দুরন্ত গতিতে এগোচ্ছে কাজ। টু শিয়ালদা মধ্যে মেট্রো দৌড়ানো এখন সময়ের অপেক্ষা। শেষ মুহূর্তে সেই কাজ অর্থাৎ মাটির নিচের অংশের সুরঙ্গ দেখতে আসছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেই কারণেই কলকাতা মেট্রোলের গ্রীনলাইনে সম্পূর্ণ ট্রাফিক ব্লক থাকছে। মোটকথা টানা তিন দিন অর্থাৎ আগামী ২৬ এপ্রিল শনিবার থেকে আগামী ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত বন্ধ থাকছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পরিষেবা।
কলকাতা মেট্রোরেলের পুরো গ্রিন লাইনে যোগাযোগ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ (CBTC) সিস্টেমের পরীক্ষা এবং এসপ্ল্যানেড-শিয়ালদহ সেকশন চালু করার জন্য পরিদর্শনের উদ্দেশ্যে ২৬.০৪.২৫ (শনিবার) থেকে ২৮.০৪.২৫ (সোমবার) পর্যন্ত গ্রিন লাইনের হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক থাকবে। পূর্ব রেলওয়ের শিয়ালদহ মেট্রো স্টেশন এবং শিয়ালদহ স্টেশনের মধ্যে আন্তঃসংযোগকারী সাবওয়েও এই তিন দিন বন্ধ থাকবে।
তবে এই তিন দিন মেট্রোর ব্লু লাইনে স্বাভাবিক পরিষেবা যথারীতি পাওয়া যাবে। পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে, ২৮.০৪.২০২৫ (সোমবার) স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে। মেট্রোর এই কাজের জেরে আগামী ২৬.০৪.২০২৫ (শনিবার) রাতে ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের IPL টি-২০ ম্যাচের পরে গ্রিন লাইন-২-এ বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। তবে, সেই রাতে আইপিএল টি-২০ ম্যাচের পরে ব্লু লাইনে বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
আরও পড়ুন- West Bengal News Live:খাস কলকাতায় যুবকের রহস্যমৃত্যু, খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ
এদিকে, মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে এর আগেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ রুটের মেট্রোর অংশটি পরীক্ষা করে দেখা হয়েছে। সেই পরীক্ষায় গলদ চোখে পড়েনি। তবে এবার বউবাজারে বিপর্যস্ত অংশের নিচে সুড়ঙ্গ দেখতে আসছেন খোদ কমিশনার অফ রেলওয়ে সেফটি। আগামী ২৭ এপ্রিল এই অংশের লাইন পরীক্ষা করে দেখবেন তিনি নিজে। যদিও এক্ষেত্রেও নতুন করে ওই রুটে বড়সড় বদলের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। সুতরাং সবকিছু ঠিকঠাক থাকলে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো ছোটা সময়ের অপেক্ষা মাত্র, এটা বলা যেতেই পারে।
আরও পড়ুন- pahalgam attack: পহেলগাঁওয়ে হামলার নেপথ্যে ৫ জঙ্গি, তাদের ৩ জনই পাকিস্তানি