/indian-express-bangla/media/media_files/Lxh3aUKq8yRXSKqY0NMc.jpg)
মেট্রোর বাম্পার উদ্যোগ
Kolkata Metro: মিসলেনিয়াস সার্ভিসের চূড়ান্ত পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থীদের সুবিধার্থে বড় উদ্যোগ কলকাতা মেট্রোর। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (৩১ আগস্ট, ২০২৫) মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট (ফাইনাল) পরীক্ষা ২০২৩ উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার জন্য ব্লু লাইন ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। তবে সেদিন ইয়েলো লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক নিয়মে কোনও পরিষেবা থাকবে না।
ব্লু লাইন
পরীক্ষার্থীদের সুবিধার জন্য ৩১ আগস্ট সকাল ৭টা থেকে ব্লু লাইনে মেট্রো চলাচল শুরু হবে। সাধারণত রবিবার সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়, তবে এদিন ব্যতিক্রম করা হয়েছে। মোট ১৩৮টি পরিষেবা (৬৯ আপ ও ৬৯ ডাউন) চালানো হবে, যেখানে সাধারণত ১৩০টি পরিষেবা চালু থাকে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মহানায়ক উত্তমকুমার ও দক্ষিণেশ্বরের মধ্যে আধ ঘণ্টা অন্তর মেট্রো চলবে। সকাল ৯টার পর থেকে পরিষেবা পাওয়া যাবে ১৫ মিনিট অন্তর। শেষ মেট্রো আগের মতোই রাত ৯টা ৩২ মিনিটে শহীদ খুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং রাত ৯টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ খুদিরাম স্টেশন থেকে ছাড়বে।
গ্রিন লাইন
৩১ আগস্ট রবিবার গ্রিন লাইনে মোট ১১২টি পরিষেবা (৫৬ আপ ও ৫৬ ডাউন) চালানো হবে, যেখানে সাধারণত ১০৪টি পরিষেবা চলে। এদিন সকাল ৮টা থেকে পরিষেবা শুরু হবে। প্রথম মেট্রো সকাল ৮টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ভি-এর উদ্দেশ্যে ছাড়বে। একই সময়ে সকাল ৮টা ২ মিনিটে সল্টলেক সেক্টর ভি থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো চালু হবে। এই পরিষেবাগুলিও ১৫ মিনিট অন্তর পাওয়া যাবে। শেষ মেট্রো যথাক্রমে রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং রাত ৯টা ৪৭ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান ছাড়বে। উল্লেখ্য, রবিবার ছুটির দিন হওয়ায় ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা চালু থাকবে না।