/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Metro.jpg)
কালীপূজোয় বিশেষ পরিষেবা
Kolkata Metro On Diwali: দিওয়ালির আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। কালীপুজো উপলক্ষ্যে লাখ লাখ ভক্তদের জন্য মারকাটারি উদ্যোগ নিল কলকাতা মেট্রো।
আগামী বৃহস্পতিবার কালীপুজো। আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। কলকাতাতেও দীপাবলি উপলক্ষ্যে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। দীপাবলির বিশেষ এই দিনে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নামে। দক্ষিণেশ্বর থেকে শুরু করে কালীঘাট উপচে পড়ে ভিড়। আসন্ন দীপাবলিতে ভক্তদের নির্বিঘ্নে পুজো দিতে যুগান্তকারী উদ্যোগ নিল কলকাতা মেট্রো।
দিওয়ালি উপলক্ষ্যে বিশেষ মেট্রো সার্ভিস চালু করার ঘোষণা করেছে কলকাতা মেট্রো। কালীপুজোর দিন দক্ষিণেশ্বর, কালীঘাটে যে বিপুল পরিমাণে ভক্তদের সমাগম হয় সেকথা মাথায় রেখেই কালীপুজোর দিন রাতে বিশেষ মেট্রো পরিষেবা চালু করতে চলেছে কলকাতা মেট্রো।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইনে কালীপুজোয় রাত ৯:৪০ মিনিটের পর থেকে ২০ মিনিট অন্তর ৮টি বিশেষ ট্রেন চলবে। শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায়। মোট ১৯৮টি মেট্রো চলবে, যা সাধারণত ২৯২টির পরিবর্তে কম। কালীপুজোর রাতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ট্রেন চলবে ২০ মিনিট অন্তর। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্পেশ্যাল মেট্রো মিলবে রাত ১০ টায়। তার পর মেট্রো মিলবে ২০ মিনিট অন্তর।শেষ মেট্রো মিলবে রাত ১১টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটেও চলবে বিশেষ মেট্রো। রাত ৯টা ৪৮ মিনিটে প্রথম ট্রেনের পর থেকে ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। শেষ মেট্রো মিলবে ১০টা ৪৮ মিনিটে। গ্রিন লাইনেও কালীপুজোর দিন ১০৬টির বদলে ৯০টি ট্রেন চলবে। পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে পরিষেবার কোনও বদল হবে না বলেও মেট্রোর তরফে জানানো হয়েছে। অন্যদিকে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের শেষ মেট্রো ছাড়বে রাত ৯: ৩৫মিনিটে ৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪০ মিনিটে ৷
কালীপুজোর আবহাওয়া নিয়ে বিরাট খবর! শীতের ছ্যাঁকা কবে থেকে? জানুন লেটেস্ট আপডেট
মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছে কালীপুজোর বিশেষ দিনে ভক্তরা যাতে নির্বিঘ্নে পুজো দিয়ে রাতে বাড়ি ফিরতে পারে সেকথা মাথায় রেখেই বিশেষ এই দিনে বাড়তি মেট্রো সার্ভিস চালু করছে কলকাতা মেট্রো। একই সঙ্গে যাত্রী সাধারণের কাছে আবেদন জানানো হয়েছে ভিড় এড়াতে স্মার্টফোনে কলকাতা মেট্রো রাইড অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমে টিকিট কেটে কাউন্টারের লম্বা লাইন এড়িয়ে চলার।