Advertisment

Kali Puja Weather: কালীপুজোর আবহাওয়া নিয়ে বিরাট খবর! শীতের ছ্যাঁকা কবে থেকে? জানুন লেটেস্ট আপডেট

Kali Puja Weather Update: আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার কালীপুজো। আপাতত রাজ্যে মনোরম আবহাওয়া থাকলেও রাত পোহালেই আবহাওয়ায় বিরাট বদল? জানুন লেটেস্ট আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
 Kali Puja Weather, কালীপুজোর আবহাযওার পূর্বাভাস

Kali Puja Weather Forecast: কালীপুজোর আবহাওয়া নিয়ে লেটেস্ট আপডেট জানুন।

Kali Puja Weather Forecast: রাত পোহালেই কালীপুজো (Kali Puja 2024)। তার দিন কয়েক পরেই রয়েছে ভাইফোঁটা (Bhai Dooj)। উৎসবের এই আবহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? ফের কি আচমকা ঝেঁপে বৃষ্টিতে সব আনন্দ মাটি হয়ে যাবে? মোটের উপর আগামী দিন দিন কয়েক রাজ্যের সার্বিক আবহাওয়া নিয়ে রইল আজকের এই ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আপাতত আগামী এক সপ্তাহ রাজ্যের ভারী বৃষ্টির (Rainfall) সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কালীপুজোর দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কালীপুজো ও দীপাবলিতে (iwali 2024) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শহর কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সার্বিকভাবেই ক্ষীণ।

দক্ষিণবঙ্গে কালীপুজোর দিন বৃষ্টির সম্ভাবনা সামান্য থাকলেও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে কালীপুজোর দিন হালকা বৃষ্টি হতে পারে। আগামী রবিবার ভাই ফোঁটা (Bhaiphonta)। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ভাইফোঁটায় এবার মেঘমুক্ত আকাশ থাকবে। রোদ ঝলমলে আবহাওয়াতেই ভাইয়ের কপালে পড়বে ফোঁটা, জমির দুয়ারে পড়বে কাঁটা।

আরও পড়ুন- Kali Puja 2024: অপঘাতে মৃত ১০৮ নরমুণ্ডে কালীপুজো, নেপথ্যের আরও হাড়হিম কাহিনী গায়ে কাঁটা দেবে!

আরও পড়ুন- Diwali Special Metro Kolkata: নির্বিঘ্নে কালীঘাট, দক্ষিণেশ্বর দর্শন! কালীপুজোয় বিশেষ উদ্যোগ কলকাতা মেট্রোর

আবহাওয়াবিদরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আগামী দিন সাতেক দুই একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি বা ভারী দুর্যোগের সম্ভাবনা, কার্যত নেই। বরং রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া অনুভূত হতে শুরু করবে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আবহাওয়ায় বদল আসতে পারে।

আরও পড়ুন- Kankaleshwari Kali Temple : মন্দিরের পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য! বহু ‘অলৌকিক’ ঘটনার সাক্ষী কঙ্কালেশ্বরী কালী মন্দির

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather Kali Puja 2024
Advertisment