Kali Puja Weather Forecast: রাত পোহালেই কালীপুজো (Kali Puja 2024)। তার দিন কয়েক পরেই রয়েছে ভাইফোঁটা (Bhai Dooj)। উৎসবের এই আবহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? ফের কি আচমকা ঝেঁপে বৃষ্টিতে সব আনন্দ মাটি হয়ে যাবে? মোটের উপর আগামী দিন দিন কয়েক রাজ্যের সার্বিক আবহাওয়া নিয়ে রইল আজকের এই ওয়েদার আপডেট (Weather Update)।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আপাতত আগামী এক সপ্তাহ রাজ্যের ভারী বৃষ্টির (Rainfall) সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কালীপুজোর দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কালীপুজো ও দীপাবলিতে (iwali 2024) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শহর কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। তবে কাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সার্বিকভাবেই ক্ষীণ।
দক্ষিণবঙ্গে কালীপুজোর দিন বৃষ্টির সম্ভাবনা সামান্য থাকলেও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে কালীপুজোর দিন হালকা বৃষ্টি হতে পারে। আগামী রবিবার ভাই ফোঁটা (Bhaiphonta)। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ভাইফোঁটায় এবার মেঘমুক্ত আকাশ থাকবে। রোদ ঝলমলে আবহাওয়াতেই ভাইয়ের কপালে পড়বে ফোঁটা, জমির দুয়ারে পড়বে কাঁটা।
আরও পড়ুন- Kali Puja 2024: অপঘাতে মৃত ১০৮ নরমুণ্ডে কালীপুজো, নেপথ্যের আরও হাড়হিম কাহিনী গায়ে কাঁটা দেবে!
আবহাওয়াবিদরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আগামী দিন সাতেক দুই একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি বা ভারী দুর্যোগের সম্ভাবনা, কার্যত নেই। বরং রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া অনুভূত হতে শুরু করবে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আবহাওয়ায় বদল আসতে পারে।