Advertisment

Kolkata Metro: দমদম-কবি সুভাষ রুটে রাতের মেট্রোয় বিশেষ পরিষেবায় সময় থেকে টিকিট কাটায় ব্যাপক বদল

যাত্রীদের সুবিধার জন্য মেট্রো রেলওয়ে পরীক্ষামূলক ভিত্তিতে ব্লু লাইনে বিশেষ রাত্রিকালীন মেট্রো পরিষেবা চালাচ্ছে। গত ২৪ মে থেকে এই পরিষেবা চালু হয়েছে। এবার তাতেই বিরাট বদল আনল মেট্রো রেল।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
kolkata metro blue line streching last metro time

মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবায় বিরাট রদবদল, দুর্ভোগ এড়াতে সব ছেড়ে আগে পড়ুন এই প্রতিবেদন

Kolkata Metro Night Service: যাত্রীদের সুবিধার জন্য মেট্রো রেলওয়ে পরীক্ষামূলক ভিত্তিতে ব্লু লাইনে বিশেষ রাত্রিকালীন মেট্রো পরিষেবা চালাচ্ছে। গত ২৪ মে থেকে এই পরিষেবা চালু হয়েছে। আপ এবং ডাউন উভয় দিকের এই পরিষেবা দু'টি সোম থেকে শুক্রবার রাত ১১ টায় কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ছাড়ছে। রাতে প্রচুর সংখ্যক মানুষের চাহিদা পূরণ করা যাবে এই আশা নিয়ে চালু করা হয়েছিল এই পরিষেবা। তবে দেখা যাচ্ছে যে রাতের এই পরীক্ষামূলক পরিষেবাগুলি মেট্রো যাত্রীদের মধ্যে তেমন জনপ্রিয় হচ্ছে না।

Advertisment

মেট্রোরেল জানিয়েছে, দমদম এবং কবি সুভাষের মধ্যে যাতায়াতকারী রাত ১১ টার প্রতিটি ট্রেনে গড়ে মাত্র ৩০০ জন যাত্রী হচ্ছে। এই পরিষেবাগুলি চালাতে মেট্রো রেলের প্রচুর খরচ হচ্ছে। চালানোর খরচ হিসাবে প্রায় ২.৭ লক্ষ টাকা এবং অন্যান্য খরচ হিসাবে ৫০ হাজার টাকা। কিন্তু বিনিময়ে এই দুটি ট্রেন থেকে আয় হচ্ছে খুবই কম (গড়ে মাত্র ৬ হাজার টাকা)। কর্তৃপক্ষ লক্ষ্য করেছে যে অনেক স্টেশনে কাউন্টার খোলা রেখে গড়ে মাত্র ১ বা ২ টি টোকেন বিক্রি হচ্ছে। অর্থাৎ টোকেন বিক্রির হারও খুবই কম।

মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, "মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ২৪ জুন অর্থাৎ সোমবার থেকে এই পরীক্ষামূলক রাত্রিকালীন পরিষেবার সময় ২০ মিনিট এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার থেকে ব্লু লাইনে এই পরীক্ষামূলক রাত্রিকালীন পরিষেবাগুলি কবি সুভাষ এবং দমদম থেকে রাত ১০টা ৪০মিনিটে ছাড়বে। এই পরিষেবাগুলি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে এবং সমস্ত স্টেশনে থামবে৷"

আরও পড়ুন : < Purba Bardhaman: ‘পরকীয়া’ সন্দেহ! স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে আত্মঘাতী জামাই, চূড়ান্ত চাঞ্চল্য >

একইসঙ্গে তিনি জানিয়েছেন, কোনও স্টেশনে টোকেন, স্মার্ট কার্ড ইত্যাদি বিক্রির জন্য কোনও টিকিট কাউন্টার খোলা থাকবে না। যাত্রীদের UPI পেমেন্ট মোড ব্যবহার করে সমস্ত স্টেশনে বসানো ASCRM মেশিন থেকে টোকেন কেনার জন্য অনুরোধ করা হচ্ছে। স্মার্ট কার্ড থাকা যাত্রীরাও এই পরীক্ষামূলক রাতের পরিষেবায় চড়তে পারবেন।

kolkata metro Metro
Advertisment