Advertisment

Kolkata Metro Durga Pujo Timing: চতুর্থী থেকে ত্রয়োদশী কতক্ষণ পর্যন্ত চলবে ট্রেন, পুজোর বাম্পার ঘোষণা মেট্রোরেলের

Kolkata Metro on Durga Pujo 2024: দুর্গাপুজোয় পরিবর্তিত সময়সূচি ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। পুজোর দিনগুলিতে কোথায় কখন কতক্ষণ পর্যন্ত চলবে মেট্রোরেল জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro

Kolkata Metro on Durga Pujo 2024: দুর্গাপুজোয় পরিবর্তিত সময়সূচি ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

Overnight Kolkata Metro On Durga Puja 2024: আজ বাদে কাল মহালয়া। পুজোর বাদ্যি বেজে গিয়েছে। সেইসঙ্গে কোথায় কোন প্যান্ডেল দেখা হবে সেই প্ল্যানিংও শুরু করে দিয়েছে পুজোপ্রেমী বাঙালি। চলছে শেষমুহূর্তের কেনাকাটা। কলকাতায় ঠাকুর দেখার জন্য আম বাঙালির মেট্রোরেলই ভরসা। কিন্তু রাত জেগে ঠাকুর দেখতে গেলে মেট্রো পাওয়া যাবে তো? মনে এই প্রশ্ন উঁকি দিলে এই খবরটি অবশ্যই আপনার জন্য। পুজোর কটা দিন কখন কতক্ষণ মেট্রো চলবে, তার সময়সূচি জানিয়ে দিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

Advertisment

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, চতুর্থী থেকেই মেট্রোর সমসূচি পরিবর্তন করা হচ্ছে। এই পরিবর্তিত টাইম টেবিল চলবে ত্রয়োদশী পর্যন্ত। পুজোর সময় গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো। তাই রাত জেগে ঠাকুর দেখার প্ল্যান করে ফেলুন। তবে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম চলবে মেট্রো। জেনে নিন মেট্রোর সময়সূচি-

  • চতুর্থ থেকে ষষ্ঠী আপ-ডাউন মিলিয়ে ২৮৮টি মেট্রো চলবে।
  • সপ্তমী থেকে নবমী পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে চলবে ২৪৮টি ট্রেন।
  • দশমীতে চলবে ১৭৪টি।
  • একাদশীতে ১৩০টি মেট্রো। দ্বাদশী এবং ত্রয়োদশীতে আপ-ডাউন মিলিয়ে ট্রেন চলবে ২৩৬টি।

চতুর্থী এবং পঞ্চমীতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬.৫০ মিনিটে। দমদম থেকেও একইসময়ে কবি সুভাষের উদ্দেশে ছা়ড়বে। দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৬.৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো রাত ১০.৪০ মিনিটে ছাড়বে।

ষষ্ঠীতেও প্রথম মেট্রোর সময় একই থাকছে। শেষ মেট্রো চলবে মধ্যরাত পর্যন্ত। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১.৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত ১১.৫০ মিনিটে। একইসঙ্গে দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১২টায়।

সপ্তমী থেকে নবমী প্রতিবারের মতো দুপুর থেকে পরিষেবা শুরু হবে। চলবে ভোর পর্যন্ত। বেলা ১২.৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর একটায়। দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম শেষ মেট্রো পাওয়া যাবে ভোর ৩.৪৮ মিনিটে। 

আরও পড়ুন কলকাতার 'সেরার সেরা' পুজো দেখুন মেট্রোয় চেপে, কোন স্টেশনের কাছে কোন বড় পুজো?

দশমীতে স্পেশ্যাল মেট্রো চলবে। দুপুর থেকে চালু হবে পরিষেবা। শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১২টায়। একাদশীতে সকাল ৯টা থেকে প্রথম মেট্রো চালু হবে। রাত ৯.৪০ মিনিটে শেষ মেট্রো পাওয়া যাবে। দ্বাদশী এবং ত্রয়োদশীতে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬.৫০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯.৪০ মিনিটে।

ব্লু লাইনের পাশাপাশি গ্রিন, পার্পল এবং ওরেঞ্জ লাইনেও সময়সূচি পাল্টানো হয়েছে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ শাখায় চতুর্থী থেকে ষষ্ঠী প্রথম মেট্রো চলবে সকাল ৬.৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত সকাল ৭.০৫ মিনিটে। শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.৩৫ মিনিটে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই লাইনে দুপুর একটা থেকে মেট্রো চলবে। শেষ মেট্রো চলবে রাত ১১টায়। দশমীতে প্রথম মেট্রো দুপুর ২টোয় এবং শেষ মেট্রো রাত ৯.৪৫ মিনিটে।

kolkata metro east-west metro Late Night Metro Durga Puja Durga Puja 2024
Advertisment