Must Visit Kolkata Durga Puja 2024 Pandals: দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। কলকাতা শহরের নজরকাড়া-তাক লাগানো সব পুজো মণ্ডপ তৈরির কাজ এখন প্রায় শেষের পথে। কলকাতায় ঠাকুর দেখার সবথেকে বড় সুবিধা হল পাতালপথ। মেট্রোয় চেপে ঠাকুর দেখার মজাই আলাদা। একাধিক মেট্রো স্টেশনের আশেপাশেই রয়েছে দারুণ-দারুণ সব পুজো। দেখে নিন কোন মেট্রো স্টেশনের কাছে কোন বড় পূজো রয়েছে।
নোয়াপাড়া- কলকাতা উত্তর শহরতলির এই নোয়াপাড়া মেট্রো স্টেশনের কাছাকাছি রয়েছে বেশ কয়েকটি বড় পুজোর মণ্ডপ। এই মেট্রো সেখানে নেমে আপনি দেখে নিতে পারবেন নোয়াপাড়া উদয়ন সংঘ, দাদা ভাই সংঘ, নেতাজি কলোনির লোল্যান্ডের পুজো।
দমদম - দমদম স্টেশনের কাছে হয়েছে একাধিক বড় সুযোগ। এই মেট্রো স্টেশনের নেমেই আপনি দেখে নিতে পারবেন সিঁথি সর্বজনীন, সিঁথির মোড়ের বন্ধু দল স্পোর্টিং ক্লাব, ১৪ পল্লির ঠাকুর।
বেলগাছিয়া - বেলগাছিয়ায় নেমে একসঙ্গে অনেকগুলো বড় ঠাকুর দেখার সুযোগ পেয়ে যাবেন। টালা প্রত্যয় থেকে শুরু করে টালা বারোয়ারি, দমদম পার্ক, ভারত চক্র, নেতাজি স্পোর্টিং, যুবকবৃন্দ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো দেখতে পারবেন।
আরও পড়ুন- Hilsa: উপচে পড়া জোগান, দামও নাগালেই, তবু ইলিশ ছুঁয়েও দেখছেন না ভোজনরসিকরা
শ্যামবাজার - শ্যামবাজারে নেমে আপনি দেখে নিন বাগবাজার সর্বজনীন, জগৎ মুখার্জি পার্ক, ফ্রেন্ডস ইউনিয়ন, শ্যামস স্কোয়্যারের পুজো।
শোভাবাজার সুতানুটি - একসঙ্গে উত্তর কলকাতার প্রায় সব বড় পুজো এই চত্বরে পেয়ে যাবেন। পায়ে হেঁটে দেখে নিন আহিরীটোলা, বেনিয়াটোলা, কুমোরটুলি সর্বজনীন, কুমোরটুলি পার্কের দুর্গাপুজো। এছাড়াও আরেকটি রাস্তা দিয়ে চলে যান শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান নবীনপল্লী, নলিন সরকার, সিকদার বাগান, গৌরীবাড়ি, তেলেঙ্গাবাগান, কাশী বোস লেন, করবাগানের পুজো।
আরও পড়ুন- আসছে 'গুলাব গ্যাং', 'রোমিও'রা সাবধান! নারী সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ পুলিশের
গিরিশ পার্ক - কলকাতা উত্তর শহরতলির এই মেট্রো স্টেশনে নেমে আপনি দেখতে পারবেন সিমলা ব্যায়াম সমিতি, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি, চালতাবাগানের পুজো।
মহাত্মা গান্ধী রোড - মহাত্মা গান্ধী রোডে নেমে আপনি দেখে নিন মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়্যার, শিয়ালদহ অ্যাথলেটিক্সের মত দুর্গাপুজোর মণ্ডপ। হাঁটা পথেই দেখে নিন চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো।
সেন্ট্রাল- সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছেও একাধিক বড় পুজোগ রয়েছে। মধ্য কলকাতার এই স্টেশনের কাছে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়্যার, লেবুতলা পার্ক, সুবোধ মল্লিক স্কোয়্যারের দুর্গাপুজো।
চাঁদনি চক - চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে রয়েছে জানবাজার সর্বজনীন, ওয়েলিংটন নাগরিক কমিটির পুজো, তালতলা সর্বজনীনের দুর্গাপুজো।
নেতাজি ভবন - এই মেট্রো স্টেশনে নেমে দেখে নিন পদ্মপুকুর বারোয়ারি সমিতি, ভবানীপুর দুর্গোৎসব, ভবানীপুর ৭৫ পল্লী, ৬৮ পল্লি, ৭৬ পল্লি, ৭৫ পল্লি, অগ্রদূত উদয়ন সংঘের দুর্গাপুজো।
যতীন দাস পার্ক- এখানে নেমে আপনি চলে যান ম্যাডক্স স্কোয়্যার। এছাড়াও ২৩ পল্লি, বকুলবাগান সার্বজনীনের পুজো দেখতে পারেন।
কালীঘাট - কালীঘাট মেট্রো স্টেশনের কাছে দক্ষিণ কলকাতার মোটামুটি বেশ কিছু বড় পুজো রয়েছে। স্টেশনের কাছে রয়েছে বাদামতলা আষাঢ় সংঘ চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, সিংহী পার্ক, হিন্দুস্থান পার্ক, একডালিয়া এভারগ্রিনের মতো বড় পুজো।
রবীন্দ্র সরোবর- রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছাকাছি রয়েছে মুদিয়ালি, শিব মন্দিরের মতো পুজো। আরেকটু হেঁটে দেখা নেওয়া যাবে সুরুচি সংঘের দুর্গাপুজো।
মহানায়ক উত্তম কুমার - টালিগঞ্জ কিংবা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের কাছাকাছি বড় পুজোর মধ্যে হরিদেবপুর অজয় সংহতি, ৪১ পল্লি, পল্লি উন্নয়ন সমিতি, বরিশা ক্লাব, বরিশা উদয়ন সংঘের পুজো রয়েছে।
গীতাঞ্জলি - গীতাঞ্জলি স্টেশনে নেমে আপনি দেখে নিতে পারবেন নাকতলা উদয়ন সংঘের পুজো।