Kolkata Metro:রাতভর নাগাড়ে বৃষ্টিতে টানেলে জল, কলকাতা মেট্রোয় পরিষেবা ব্যাহত, বিপাকে নিত্যযাত্রীরা

Metro Service Disruption: একটানা বৃষ্টির জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। কাজের দিনে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

Metro Service Disruption: একটানা বৃষ্টির জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। কাজের দিনে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro record ridership September 1 2025,  8 lakh passengers in one day Kolkata Metro,  Kolkata Metro ridership 8,07,030 commuters  ,Metro record-breaking commuter count 1 Sept,  Blue Line 5.83 lakh and Green Line 2.04 lakh passengers,কলকাতা মেট্রো একদিনে ৮ লাখ যাত্রী,  ১ সেপ্টেম্বর ২০২৫ মেট্রো যাত্রী রেকর্ড,  মেট্রোতে রোজ ৮,০৭,০৩০ যাত্রী  ,ব্লু লাইন ৫.৮৩ লাখ, গ্রিন লাইন ২.০৪ লাখ  ,কলকাতা মেট্রো যাত্রী সংখ্যা রেকর্ড বিপুল বৃদ্ধি

Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।

Waterlogging in Metro:গত রাতভর প্রবল বৃষ্টির জেরে ফের ব্যাহত হল কলকাতা মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানায়ক উত্তমকুমার ও রবীন্দ্র সরোবর স্টেশনের মধ্যবর্তী অংশে জল জমে যাওয়ায় যাত্রী সুরক্ষার স্বার্থে শাহিদ খুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে দক্ষিণ কলকাতার বহু যাত্রী দুর্ভোগে পড়েছেন।

Advertisment

পরিস্থিতি সামাল দিতে আপাতত সংক্ষিপ্ত পরিষেবা চালানো হচ্ছে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, জল দ্রুত বের করার জন্য পাম্প ব্যবহার করা হচ্ছে এবং ইঞ্জিনিয়ারসহ কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁদের চেষ্টা, যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিষেবা পুনরায় চালু করা।

প্রবল বৃষ্টির কারণে কলকাতা শহরের রাস্তাঘাট যেমন জলমগ্ন হয়ে পড়েছে, তেমনই রেলপথেও সমস্যার সৃষ্টি হয়েছে। অফিস টাইমে ট্রেন না চলায় বহু নিত্যযাত্রীকে বিকল্প যানবাহনের উপর নির্ভর করতে হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক চাপও বাড়ছে।

Advertisment

আরও পড়ুন- Mamata Banerjee: 'নবান্নে কন্ট্রোল রুম খুলেছি, আমি দেখছি', বৃষ্টি-বিপর্যয়ে পুজো উদ্বোধন বাতিল মমতার

তবে মেট্রো রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ চলছে। জল নিষ্কাশনের কাজ শেষ হলেই মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। আপাতত যাত্রীদের ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন- Durga Puja 2025:ইংরেজদের আগুনেও থামেনি ঐতিহ্যবাহী এই দুর্গাপুজো, এক কাঠামোর প্রতিমায় খদিত আড়াইশো বছরের ইতিহাস

Bengali News Today Heavy Rainfall kolkata metro