ঘড়ি ধরে স্টেশনে গিয়ে মেট্রো ধরার সময় বদলাচ্ছে? মেট্রোর টাইম টেবিল না রাখার ভাবনা কলকাতা মেট্রোর। আগামী দিনে টাইম টেবিল না রেখে রিয়েল টাইমে মেট্রো চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। অর্থাৎ, যখন গাড়ি আসছে, তখনই টাইম টেবিল ডিসপ্লে হবে। আগের স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় দেখেই পরের ট্রেনের সময় ঘোষণা করা হবে। এমনটাই ভাবনা কলকাতা মেট্রো কর্তৃপক্ষের।
এ প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "মেট্রোর সময় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে যাত্রীদের মধ্যে। আমরা এই টাইম টেবিল সবসময় মেনে চলতে পারছি না। ভবিষ্যতে হয়তো আমরা টাইম টেবিল রাখবই না। যখন গাড়ি আসবে, তখনই টাইম টেবিল ডিসপ্লে করবে। রিয়েল টাইমে পরিবর্তন করলে অনেকটা উন্নতি হবে।" উল্লেখ্য, সঠিক সময়ে মেট্রো না আসা নিয়ে অনেকসময়ই ক্ষোভ দেখিয়ে থাকেন যাত্রীদের একাংশ।
আরও পড়ুন, মেট্রোয় ফের বিভ্রাট, আবারও ঘটনাস্থল দমদম
অন্যদিকে, কলকাতা মেট্রোয় যেভাবে রোজ বিপত্তি ঘটছে, তাতে যাত্রী সুরক্ষা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে। বুধবার দমদম স্টেশনের কাছে বিদ্যুৎ সংযোগ না থাকায় আটকে পড়ে মেট্রোর রেক। পরে যাত্রীদের সেই রেক থেকে নামিয়ে আনা হয়। এ ঘটনার জেরে বেশ কিছুক্ষণ দমদম-গিরিশ পার্ক মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। এর কিছুদিন আগে দমদম স্টেশনেই মেট্রোর রেকে আগুনের ফুলকি দেখা গিয়েছিল। যে ঘটনাতেও সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। কখনও যান্ত্রিক গোলযোগ তো কখনও মেট্রোয় অগ্নিকাণ্ড, বারবার এ ধরনের ঘটনায় পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীদের একাংশ। যাত্রীদের সুরক্ষায় মেট্রো কর্তৃপক্ষ আরও নজর দিক, এমন দাবিই উঠছে সব মহলে।