/indian-express-bangla/media/media_files/2025/02/25/dCZw4taNkMNlSXYMzcJi.jpg)
Kolkata Metro: প্রতীকী ছবি।
Metro Railway: মেট্রোযাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আগামী সোমবার অর্থাৎ, ১২ মে ২০২৫ তারিখে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার দিনে কলকাতা মেট্রো রেলের ব্লু লাইনে অন্যান্য দিনের চেয়ে কম সংখ্যক ট্রেন চালানো হবে। ২৬২ টি ট্রেনের বদলে ঐদিন আপ ও ডাউন সেকশনে মিলিয়ে মেট্রো রেলের ব্লু লাইনে ছুটবে ২৩৬ টি ট্রেন। আপ চালানো হবে ১১৮ টি ট্রেন এবং ডাউনলাইনেও চলবে সম সংখ্যক ট্রেন।
জবর খবর হাওয়া অফিসের! কলকাতা সহ আর কোন কোন জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস?
প্রথম পরিষেবা :
সকাল ৬:৫০ মিনিট- নোয়াপাড়া থেকে কবি সুভাষ। ( অপরিবর্তিত )
সকাল ৬:৫০ মিনিট- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত )
সকাল ৬:৫০ মিনিট- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (অপরিবর্তিত )
সকাল ৬:৫৫ মিনিট- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (অপরিবর্তিত )
সকাল ৬:৫৫ মিনিট- মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত )
পাকিস্তানের পাঁজর ভেঙে দিল ভারত, সেনা অভিযানে নিকেশ পাঁচ 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি
শেষ পরিষেবা :
রাত ৯. ৩০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর (অপরিবর্তিত)
রাত ৯. ২৮ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ( অপরিবর্তিত )
রাত ৯. ৪০ মিনিট:কবি সুভাষ থেকে দমদম (অপরিবর্তিত )
কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন রাতের বিশেষ পরিষেবা অন্যান্য দিনের মতোই উপলব্ধ থাকবে।অর্থাৎ,রাত ১০. ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত পরিষেবা মিলবে।
মেট্রো রেলের তরফে বিবৃতি দিয়ে আরও জানানো হয়েছে, আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমার দিনে গ্রীন লাইন ১ গ্রীন লাইন ২ পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিষেবা উপলব্ধ থাকবে।