/indian-express-bangla/media/media_files/2025/08/22/kolkata-metro-modi-2025-08-22-21-06-10.jpg)
ছবি- পার্থ পাল
যাত্রী পরিষেবা যুগান্তকারী পদক্ষেপ কলকাতা মেট্রোর। ইয়েলো লাইনের নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত পরিষেবা এবার শনিবার ও রবিবারও চালু থাকবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো।
উল্লেখ্য, গত ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন মেট্রো রুটের উদ্বোধন করেন। এরপর ২৫ আগস্ট থেকে এই রুটে মেট্রো পরিষেবা শুরু হয়। প্রথম সোমবারই এই রুটে যাত্রী সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে যায়।
রেকর্ড সংখ্যক যাত্রীর সুবিধার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শনিবার ও রবিবারও এই রুটে মেট্রো চলবে। শনিবার মোট ৪৪টি ট্রেন চলবে (২২টি আপ ও ২২টি ডাউন), আর রবিবার চলবে ৪০টি ট্রেন (২০টি আপ ও ২০টি ডাউন)।
শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত এবং রবিবার সকাল ৮টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ২২ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। দু’দিনই প্রতি ৩৫ মিনিট অন্তর পরিষেবা মিলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us