Kolkata Metro: পুজোর আগেই যাত্রীদের বড় চমক কলকাতা মেট্রোর, বিরাট প্রশংসায় নয়া এই পরিষেবা

গত ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন মেট্রো রুটের উদ্বোধন করেন। এরপর ২৫ আগস্ট থেকে এই রুটে মেট্রো পরিষেবা শুরু হয়।

গত ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন মেট্রো রুটের উদ্বোধন করেন। এরপর ২৫ আগস্ট থেকে এই রুটে মেট্রো পরিষেবা শুরু হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata 3 New Metro Route, Kolkata green line metro route, PM Modi Kolkata Visit, kolkata new metro line map, মেট্রো পথ জুড়ছে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম, মেট্রো, কলকাতা মেট্রো, বিমানবন্দর সেক্টর ফাইভ মেট্রো, নরেন্দ্র মোদি, কলকাতায় মোদির সভা, kolkata orange line metro route, kolkata yellow line metro route,

ছবি- পার্থ পাল

যাত্রী পরিষেবা যুগান্তকারী পদক্ষেপ কলকাতা মেট্রোর। ইয়েলো লাইনের নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত পরিষেবা এবার শনিবার ও রবিবারও চালু থাকবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো।  

Advertisment

উল্লেখ্য, গত ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন মেট্রো রুটের উদ্বোধন করেন। এরপর ২৫ আগস্ট থেকে এই রুটে মেট্রো পরিষেবা শুরু হয়। প্রথম সোমবারই এই রুটে যাত্রী সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে যায়।

রেকর্ড সংখ্যক যাত্রীর সুবিধার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শনিবার ও রবিবারও এই রুটে মেট্রো চলবে। শনিবার মোট ৪৪টি ট্রেন চলবে (২২টি আপ ও ২২টি ডাউন), আর রবিবার চলবে ৪০টি ট্রেন (২০টি আপ ও ২০টি ডাউন)।

Advertisment

শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত এবং রবিবার সকাল ৮টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ২২ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। দু’দিনই প্রতি ৩৫ মিনিট অন্তর পরিষেবা মিলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন- পুজোর ছুটিতে নেপাল যাওয়ার পরিকল্পনায় ধাক্কা, বিকল্প 'ডেস্টিনেশনের' খোঁজে মরিয়া প্রয়াস ভ্রমণপ্রিয় বাঙালির

kolkata metro