/indian-express-bangla/media/media_files/2025/09/11/nepal-off-durga-puja-vacation-plans-2025-09-11-12-01-27.jpg)
পুজোর ছুটিতে নেপাল যাওয়ার পরিকল্পনায় ধাক্কা
দুর্গাপুজোর সময় বহু বাঙালি পরিবার ছোটখাটো ট্যুরে বেড়িয়ে পড়েন। কলকাতা সহ একটা বড় অংশের বাঙ্গালির কাছে নেপাল জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন। কলকাতা থেকে খুব কম সময়েই পৌঁছানো সম্ভব নেপালে। খরচ কম, পাশাপাশি পাসপোর্টের কোন ঝামেলা নেই। তাই বিগত বছরগুলিতে নেপাল ছিল ভ্রমন পিপাসু বাঙালির কাছে অন্যতম ট্র্যাভেল ডেস্টিনেশনে। কিন্তু গত কয়েকদিনের বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে উঠেছে নেপাল। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের। আহত হাজার পেরিয়েছে। ফলে এবছর পুজোয় নেপাল যাওয়ার পরিকল্পনা ক্যানসেল করছেন প্রায় সকলেই।
ভ্রমণ সংস্থাগুলিকে নেপালের সব ট্রিপ এবং বাতিল করতে হয়েছে। ডলফিন ট্রাভেলসের ঋদ্ধি রায় বলেন, “দুর্গাপুজোর সময় প্রায় ৪০ জনের একটি টিমের নেপাল যাওয়ার প্ল্যানিং ছিল। পাশাপাশি কিছু কাস্টমাইজড ট্যুর তো ছিলই। এই মুহূর্তে সকলেই নেপালের পরিস্থিতির কথা চিন্তা করে আর যেতে চাইছেন না। বিকল্প হিসাবে ভুটান বা থাইল্যান্ডে বা ভারতের ভেতরে উত্তরবঙ্গের দার্জিলিং ও অরুণাচল প্রদেশের অপশন রাখা হচ্ছে"।
এপ্রিল মাসে পহেলগাঁও কাণ্ডের পর থেকে জম্মু-কাশ্মীরে সেভাবে আর বাঙালি পর্যটকরা এখন যাচ্ছে না। এরপর হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেদিকেও যাওয়ার উপায় নেই। কুন্ডু ট্রাভেলসের সৌমিত্র কুন্ডু বলেন, “রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঙালিদের জন্য ভ্রমণের অপশন ক্রমশ কমছে। মানুষ শান্তির সন্ধানে ছুটি কাটাতে যায়, কেউ সমস্যার মুখোমুখি হতে চায় না।” ভ্রমণ সংস্থাগুলোর জন্য সবচেয়ে বড় চিন্তা এখন নেপালের বিমান ও হোটেল ভাড়া ফেরত পাওয়া। উৎসবের মরশুমে ফেরতের অনিশ্চয়তা গ্রাহকদের চাপ বাড়াচ্ছে।
প্রথমবারের মতো নেপালে ভ্রমণ পরিকল্পনা করেছিলেন অনীতা বাগচী। তিনি বলেন, “টিকেট ও হোটেল অনলাইনে বুক করা হয়েছে। এখন নেপালে যাওয়ার কোনো সুযোগ নেই, তবে ফেরত পাব কি না জানি না। অনেক খরচ হয়েছে। এই বছর আর কোনো পরিকল্পনা করব না।” শেষ মুহূর্তের প্ল্যান ভেস্তে যাওয়ায় কিছুটা হতাশ আলিপুরের রেশমি দাস। তিনি বলেন, “আমার পাসপোর্ট নেই। পাঁচ দিনের ছুটি পাওয়ায় হঠাৎ এই পরিকল্পনা করেছিলাম। নেপাল বাতিল হওয়ায় বিকল্প ডেস্টিনেশনগুলি বেশ ব্যয়বহুল। তাই আমি সম্ভবত এই বছর আর কোথাও যাচ্ছি না। পরিস্থিতি ঠিক হোক তারপর না হয় ভেবে দেখব।”