/indian-express-bangla/media/media_files/2024/12/21/5nNR7bimwZWCsVHagXZb.jpg)
আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন সেনা বাহিনীর সদস্যরা। Photograph: (ফাইল ছবি)
Fire at New Alipore: ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। গতকাল তপসিয়ার পর আজ নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচের ঝুপড়িতে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই একের এক ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৩ টি ইঞ্জিন। পাশেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। ব্রিজের ওপর যান চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রবল হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এদিকে অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ শাখায় যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস।
মৌলবাদীদের স্বর্গরাজ্য বাংলাদেশ! ফের মন্দিরে হামলা, কালী মূর্তি ভাঙচুরের অভিযোগ
গতকাল তপসিয়ার পর আজ নিউ আলিপুর। আগুনের গ্রাসে ঝুপড়ির একের পর এক ঘর। ঢিল ছোঁড়া দুরত্বে রয়েছে বেসরকারি হাসপাতাল, একাধিক বহুতল। প্রবল হাওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ঘরের ভিতর থাকা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন দ্রুত ছড়িয়ে যাতে না পড়ে সেটাই এখন মূল চ্যালেঞ্জ দমকল কর্মীদের কাছে। দুর্গাপুর ব্রিজ সংলগ্ন ঝুপড়ি দাউ দাউ করে জ্বলছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা প্রশাসন সূত্রে খবর আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছে ২৫ টি ঘর। যদিও স্থানীয়দের দাবি ৪০-৫০টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। কাছেই একটি হাসপাতাল থাকায় আতঙ্ক ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে ঝুপড়িতে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্ধকারে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।
দুরন্ত কায়দায় অপহরণের মাত্র কয়েকঘন্টার মধ্যেই উদ্ধার শিশুকন্যা, পুলিশের ভূমিকাকে কুর্নিশ
আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন সেনা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৩টি ইঞ্জিন। প্রবল হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আশেপাশে একাধিক বহুতল থাকায় ছড়িয়ে পড়েছে চূড়ান্ত আতঙ্ক। ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, একটা কিছু হচ্ছে, না হলে পরপর ঝুপড়িতে আগুন লাগার কথা নয়। শীতের থেকে বাঁচতে প্লাস্টিকের ব্যবহার থেকে আগুন লাগার ঘটতে পারে। পাশের ক্যাম্পের সেনাবাহিনী দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভাতে হাত লাগিয়েছেন। ঝুপড়িটি অবৈধ বলেও জানিয়েছেন তিনি। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বার বার কেন একের পর এক ঝুপড়িতে আগুন লাগার ঘটছে সেটাই এখন প্রশ্ন সাধারণ মানুষের।