West Bengal News Updates: মৌলবাদীদের স্বর্গরাজ্য বাংলাদেশ! ফের মন্দিরে হামলা, কালী মূর্তি ভাঙচুরের অভিযোগ

West Bengal News Updates Today 21 Dec, 2024:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Updates:বাংলাদেশের জঙ্গি সংগঠন 'আনসারুল্লা বাংলা টিম' স্লিপার সেল তৈরি করে ফেলেছিল এরাজ্যেও। গোপনে সংগঠন বাড়ানোই উদ্দেশ্য ছিল তাদের। শিলিগুড়ি করিডর 'চিকেন'স নেক'-এ নাশকতা চালানোই এই জঙ্গিদের মূল উদ্দেশ্য ছিল। রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকারের দাবি, অসম পুলিশের হাতে আনসারুল্লা বাংলা টিমের ৮ জন ধরা পড়েছে। তাদের জেরা করেই এই তথ্য মিলেছে। মুর্শিদাবাদ থেকেও দু'জনকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ।

Advertisment

এদিকে আরজি কর (RG Kar) কাণ্ডের প্রতিবাদে ফের কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। ফের একবার চিকিৎসক সমাজের এই অবস্থান-বিক্ষোভে যোগ সাধারণ নাগরিকদের। প্রথমটায় এই ধরনা কর্মসূচির জন্য পুলিশের অনুমতি চেয়েছিলেন চিকিৎসকরা। না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। উচ্চ আদালতের নির্দেশে আপাতত আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে চিকিৎসকদের এই অবস্থান বিক্ষোভ।

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনে এই প্রথম মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালতের বিচারকের। গতকাল থেকে সঞ্জয়ের স্বাক্ষ্য গ্রহণ শুরু হয়। সঞ্জয়ের বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের সব বক্তব্য শুনেছেন বিচারক। এ ব্যাপারে সঞ্জয়ের বক্তব্যও আদালত শুনবে। আত্মপক্ষ সমর্থনে সঞ্জয় কোনও নতুন তথ্য দিতে পারেন কিনা সেদিকেও নজর রয়েছে আদালতের।

  • Dec 21, 2024 15:40 IST

    West Bengal News Live: CBI হেফাজতে নিলেই খাচ্ছেন না 'কাকু'

    জামিনের আরজি খারিজ করে ফের জেল হেফাজতে পাঠানো হলো কালীঘাটের কাকু উপলক্ষে সুজয় কৃষ্ণ ভদ্রকে। শনিবার পর্যন্ত তার সিবিআই হেফাজতের মেয়াদ ছিল। সেই মেয়াদ শেষে আজ ফের তাকে আদালতে তোলা হয়েছিল। তবে এদের নতুন করে কালীঘাটের কাকুকে আর হেফাজতে নিতে চাইনি সিবিআই। সুজয় কৃষ্ণ ভদ্রকে আবার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
    সিবিআই আইনজীবী আদালতে জানান, সুজয় কৃষ্ণ ভদ্র তাদের হেফাজতে থাকাকালীন খাওয়া-দাওয়া বন্ধ করছেন।। এমনকি তার জরুরী কিছু ওষুধ পত্র তিনি নিচ্ছেন না। এই পরিস্থিতিতে তার শরীর আরও খারাপ হওয়ার আশঙ্কা বাড়ছে। আপাতত তাই সুজয় কৃষ্ণ ভদ্রকে নতুন করে হেফাজতে চায়নি সিবিআই।

    বিস্তারিত পড়ুন- Sujaykrishna Bhadra: হেফাজতে নিলেই খাচ্ছেন না 'কাকু', CBI-এর কথা শুনে সুজয়কৃষ্ণকে জেলে পাঠাল আদালত



  • Dec 21, 2024 13:54 IST

    West Bengal News Live: ফের মন্দিরে হামলা

    অশান্তির স্রোত বাংলাদেশে। আবারও বাংলাদেশে মন্দিরে ভাঙচুরের অভিযোগ। এবার ময়মনসিংহ এবং দিনাজপুর জেলার বেশ কয়েকটি মন্দিরে হামলা চালায় কট্টরবাদীরা, উঠেছে এমনই অভিযোগ। মন্দিরে ঢুকে কালী মূর্তিতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। গত দু'দিনে বাংলাদেশের ময়মনসিংহ জেলার দুটি মন্দিরে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই পাশাপাশি দিনাজপুর জেলাতেও কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ মৌলবাদীদের বিরুদ্ধে। কালী মূর্তিও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।



  • Advertisment
  • Dec 21, 2024 13:29 IST

    West Bengal News Live: যেখানে বাঘের ভয়!

    পুরোদমে চলছে পর্যটনের ভরা মরশুম। এরই মধ্যে ঝাড়গ্রামের (Jhargram) লোকালয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) আতঙ্ক চরমে উঠেছে। শুক্রবার থেকে বাঘটি বেলপাহাড়ির জঙ্গলে ঘাপটি মেরে আছে। বাঘের ভয়ে কার্যত ঘরবন্দি এল্লাটের মানুষজন। বাঘ ধরতে সুন্দরবন (Sundarbans) থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ দলকে।

    বিস্তারিত পড়ুন- Jhargram News: 'বাঘ ঘুরছে, জঙ্গলের রাস্তা এড়িয়ে চলুন', ঝাড়গ্রামের লোকালয়ে মাইকিং



  • Dec 21, 2024 12:59 IST

    West Bengal News Live: বাসন্তীতে ফের উদ্ধার তাজা বোমা

    বাসন্তীতে ফের উদ্ধার তাজা বোমা। একটি ব্যাগের মধ্যে থেকে ছটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বাসন্তী রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার হয়েছে বোমা পালবাড়ি এলাকা থেকে। এই ঘটনায় গোপাল চক্রবর্তী নামে এক যুবককে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ। কয়েকদিন আগেই বাসন্তীর ২ নম্বর সোনাখালী এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছে একজন। বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত শুরু করেছে পুলিশ।



  • Dec 21, 2024 12:56 IST

    West Bengal News Live: মন্দিরমণিতে দেহ উদ্ধার

    আমডাঙার আদহাটা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সুরাইয়া পারভিনের স্বামী আবুল নাসার (বাপ্পা )মৃতদেহ উদ্ধার হল মন্দারমণির একটি হোটেল থেকে! কোলাঘাট থানা থেকে ফোন করে এ খবর জানানো হয়! উপ প্রধান সুরাইয়া পারভীন জানান, কী ঘটনা ঘটেছিল তারা কিছুই জানেন না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তাঁদের বাড়িতে শোকের ছায়া নেম এসেছে। পুলিশ সূত্রের খবর মন্দারমণির একটি হোটেলের দরজা ভেঙে উদ্ধার করা হয় আবুল নাসারের নিথর দেহ।



  • Dec 21, 2024 12:47 IST

    West Bengal News Live: দমদম থেকে আর ছাড়বে না মেট্রো

    কলকাতা মেট্রো রেলের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এবার দমদম থেকে আর কোন মেট্রো ছাড়বে না। সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। মেট্রোরেলের তারাপীঠ বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে। আগে মেট্রোর দুটি প্রান্তিক স্টেশনের মেট্রো চলাচলের সময়সীমা ৬ মিনিট থেকে বাড়িয়ে সাত মিনিট করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: দমদম থেকে আর ছাড়বে না মেট্রো, বিরাট সিদ্ধান্ত পাতালরেলের



  • Dec 21, 2024 12:09 IST

    West Bengal News Live: বক্সার সব হোটেল, রিসর্ট বন্ধের নির্দেশ

    পর্যটনের ভরা মরশুমে বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকার হোটেল, লজ, রিসর্ট, হোম স্টে নালিকদের মাথায় আকাশ ভেঙে পড়ার খবর। বক্সার কোর ও বাফার এলাকায় থাকা সব হোটেল, রিসর্ট, হোম স্টে বন্ধের নির্দেশ। রীতিমতো নির্দেশিকা জারি করা হয়েছে বনদপ্তরের তরফে। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মাথায় রেখে এই নির্দেশিকা জারি করেছে রাজ্য বন দপ্তর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর ও বাফার এলাকায় থাকা রিসর্ট, হোটেল ও বিভিন্ন লজ বন্ধের নোটিশ জারি করে দিয়েছে রাজ্য বনদপ্তর। 

    বিস্তারিত পড়ুন-Buxa Restriction: বক্সার সব হোটেল, রিসর্ট বন্ধের নির্দেশ বনদপ্তরের



  • Dec 21, 2024 11:34 IST

    West Bengal News Live: মুর্শিদাবাদে ধৃত দুই জঙ্গির পাকিস্তান-যোগ?

    বাংলাদেশে অস্থির পরিস্থিতির আবহেই সম্প্রতি তিন রাজ্যে অভিযান চালিয়ে 'আনসারুল্লা বাংলা টিম'-এর ৮ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। আটজনের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হওয়া দুজনও। বাংলা থেকে যে দুজন গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে পাকিস্তানের যোগ ছিল বলে সন্দেহ। এমনকী এদের একজন বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে বলে জানা গিয়েছে।



  • Dec 21, 2024 10:12 IST

    West Bengal News Live: ঝাঁঝালো প্রতিবাদে তৃণমূল

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সংবিধান প্রণেতা বিআর আম্বেদক নিয়ে মন্তব্য ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি। এর আগে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে কড়া সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে প্রতিবাদে সামিল হয়েছে সমস্ত বিজেপি বিরোধী দল। এবার এই ইস্যুতে বাংলায় পথে নেমে প্রতিবাদ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সোমবার কলকাতাসহ রাজ্যের সর্বত্র পথে নেমে অমিত শাহর মন্তব্যের ধিক্কার জানাতে।  


    বিস্তারিত পড়ুন- Ambedkar remarks row: আম্বেদকর নিয়ে শাহের মন্তব্যে বিতর্কের সুনামি! মমতার নির্দেশে ঝাঁঝালো প্রতিবাদে তৃণমূল



  • Dec 21, 2024 09:48 IST

    West Bengal News Live: শাহের সতর্কবার্তা

    শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই গতকাল তিনি বলেন, বলেন, "শিলিগুড়ি ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। মহানন্দা এবং তিস্তা নদীর মাঝে শিলিগুড়ি দেশের উত্তর-পূর্বের অংশকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে রেখেছে। এই শিলিগুড়িতে রয়েছে সশস্ত্র সীমা বলের সদর দপ্তর। এটি আমাদের নিশ্চিন্ত করেছে। এসএসবি সতর্ক থাকায় গোটা দেশ আশ্বস্ত হয়েছে। দেশবাসী বিশ্বাসের শ্বাস নিতে পারছেন।"

    বিস্তারিত পড়ুন- Amit Shah: শিলিগুড়ি করিডর নিয়ে শাহের সতর্কবার্তা, প্রশংসায় ভরালেন SSB-কে



  • Dec 21, 2024 09:44 IST

    West Bengal News Live: হিন্দু নির্যাতনে পাকিস্তানকে টেক্কা

    ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা উল্লেখযোগ্যহারে বেড়েছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে উপাসনালয় থেকে শুরু করে ঘরবাড়ি। এত কিছুর পরই বাংলাদেশের ইউনূস সরকার দাবি করে আসছে সেদেশে  হিন্দু ও সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচারের ঘটনা ঘটেনি। কিন্তু এবার পর্দা ফাঁস করল মোদী সরকার। 



  • Dec 21, 2024 08:57 IST

    West Bengal News Live: সোম থেকেই ঠান্ডার রাজকীয় কামব্যাক?

    গতকাল থেকেই আকাশের মুখ ভার হতে শুরু করে। শুক্রবার রাত থেকেই জেলায়-জেলায় বৃষ্টি শুরু। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির এই প্রভাব চলবে আগামিকাল অর্থাৎ রবিবারেও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও চলবে বৃষ্টি। সেই সঙ্গে ঘন কুয়াশার দাপট দেখা যাবে একাধিক জেলায়। বৃষ্টির পর্ব চুকিয়ে শীতের কামব্যাক কবে?

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather: নিম্নচাপের গেরোয় পৌষেও বৃষ্টি জেলায়-জেলায়, দুর্যোগ শেষে সোম থেকেই ঠান্ডার রাজকীয় কামব্যাক?



Bangladesh Bangla News Bengali News Today RG Kar Case Junior Doctors news in west bengal news of west bengal Bangladesh Crisis