Advertisment

ভোটের মুখে সরলেন কলকাতা-বিধাননগরের পুলিশ কমিশনার

সরানো হল কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে। কলকাতার নয়া নগরপাল হচ্ছেন রাজেশ কুমার। 

author-image
IE Bangla Web Desk
New Update
lalbazar, লালবাজার

লালবাজার।

লোকসভা নির্বাচনের মুখে পুলিশে বড়সড় রদবদল। সরানো হল কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে। কলকাতার নয়া নগরপাল হচ্ছেন রাজেশ কুমার। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে এডিজি পদে ছিলেন রাজেশ।

Advertisment

নির্বাচন কমিশনের নির্দেশে সরলেন বিধাননগরের পুলিশ কমিশনারও। জ্ঞানবন্ত সিংকে সরিয়ে বিধাননগরের সিপি করা হচ্ছে নটরাজন রমেশ বাবুকে। এডিজি ও আইজিপি পদে ছিলেন এন আর বাবু।

অন্যদিকে, দুই কমিশনারের পাশাপাশি ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকেও বদলি করা হয়েছে। ডায়মন্ড হারবারের নতুন পুলিশ সুপার হচ্ছেন শ্রীহরি পাণ্ডে। সরানো হয়েছে বীরভূমের পুলিশ সুপারকেও। বীরভূমের নতুন পুলিশ সুপার হচ্ছেন এ রবীন্দ্রনাথ। এয়ারপোর্ট ডিভিশনের ডিসি পদে কর্মরত ছিলেন তিনি।

আরও পড়ুন: কলকাতার নতুন নগরপাল নিযুক্ত হলেন অনুজ শর্মা

lolsabha election 2019, police, লোকসভা ভোট ২০১৯, পুলিশে বদল ভোটের মুখে পুলিশে রদবদল।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ করা হয় ১৯৯১ ব্যাচের আইপিএস অফিসার তথা এডিজি (আইন শৃঙ্খলা) অনুজ শর্মাকে। অতীতে, অনুজ শর্মা ডিসি ইএসডি, ডিসি সাউথ-সহ কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

অনুজ শর্মার আগে কলকাতার নগরপাল ছিলেন রাজীব কুমার। সারদাকাণ্ডের তদন্তে কলকাতার তৎকালীন নগরপাল রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে সটান তাঁর বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল। যা ঘিরে উত্তাল হয় রাজ্য রাজনীতি। এরপরই আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে গত ফেব্রুয়ারি মাসে শিলংয়ে টানা পাঁচদিন ধরে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদ পর্বে রাজীবের জন্য একগুচ্ছ প্রশ্নমালা সাজান তদন্তকারী আধিকারিকরা। রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে কলকাতার মেট্রো চ্যানেলে বেনজির ভাবে ধর্নায় বসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

kolkata police election commission lok sabha 2019 General Election 2019
Advertisment