Advertisment

New town Shootout: রাতের শহরে ফিল্মি কায়দায় রোমহর্ষক খুন! তুমুল চাঞ্চল্য

New town Shootout: এখনো পর্যন্ত এই খুনের কারণ স্পষ্ট হয়নি। তবে রীতিমতো পরিকল্পনা করেই যে এই খুন করা হয়েছে তা এক প্রকার নিশ্চিত পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে থেকে দুষ্কৃতীদের গ্রেফতার করার চেষ্টায় রয়েছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc leader died by gun shot in north dinajpur

প্রতীকী ছবি।

New town Shootout: রাতের শহরে গুলি করে খুন ব্যবসায়ীকে। বাইকে চেপে এসে পেশায় ব্যবসায়ী এক যুবককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ যুবককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। শনিবার রাতে নিউটাউনের ইকো পার্কের কাছে এই শুটআউট ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায়।

 সন্ধের পর থেকে এলাকাটি বেশ ফাঁকা থাকে। তারই সুযোগ নিয়ে রীতিমতো পরিকল্পনা করে এই খুন, এমনই মনে করছে পুলিশ।

Advertisment

রাতের শহরে গুলি করে খুন। গতকাল রাতে নিউটাউনের ইকোপার্কের কাছে বাইকে চেপে এসে এক যুবককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহত যুবকের নাম নাসিমউদ্দিন খান, তিনি ভাঙড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। রীতিমতো পরিকল্পনা করে এই খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ব্যবসায়িক শত্রুতা? নাকি অন্য কোনও কারণে এই হামলা, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানার চেষ্টায় পুলিশ।

গতরাতে ইকোপার্কের রাম মন্দিরের কাছে ওই যুবককে গুলি করে বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী। গুলির শব্দে ছুটে আসেন আশপাশের কয়েকজন। এমনিতেই সন্ধ্যের পর থেকে ওই এলাকাটি বেশ ফাঁকা থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা রীতিমতো পরিকল্পনা করেই খুন করেছে বলে অনুমান করছে পুলিশ। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। পরে পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে নিয়ে গিয়ে বিধাননগর হাসপাতালে ভর্তি করে। 

আরও পড়ুন- Sayan Lahiri: হাইকোর্টের নির্দেশে মুক্ত সায়ন, জেল থেকে বেরিয়েই ধন্যবাদ শুভেন্দুকে

যদিও শেষমেশ প্রাণে বাঁচেননি ওই যুবক। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই যুবকের। এদিকে এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত ওই হামলার কারণ স্পষ্ট নয়। নিহতের বাড়ির লোকেদের সঙ্গে কথাবার্তা বলছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। 

আরও পড়ুন- প্রেসক্রিপশনে স্ট্যাম্প দিয়ে আরজি করের প্রতিবাদ চিকিৎসকের

Newtown Murder Shootout
Advertisment