Advertisment

প্রেসক্রিপশনে স্ট্যাম্প দিয়ে আরজি করের প্রতিবাদ চিকিৎসকের

Doctors protest On RG Kar case: “আর জি করের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই"। প্রেসক্রিপশনে এমনই স্ট্যাম্প ব্যবহার করে আরজি করের ঘটনার বিচার চেয়ে আন্দোলন শুরু করলেন চিকিৎসক, আর জি করের প্রাক্তন ছাত্র দেবব্রত দাস।

author-image
IE Bangla Web Desk
New Update
RG kar protest birbhum doctors

চিকিৎসক দেবব্রত দাস

 

Advertisment

Doctors protest On RG Kar case: “আর জি করের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই"।  প্রেসক্রিপশনে এমনই স্ট্যাম্প ব্যবহার করে আরজি করের ঘটনার বিচার চেয়ে আন্দোলন শুরু করলেন চিকিৎসক, আর জি করের প্রাক্তন ছাত্র দেবব্রত দাস। শুধু রোগীদের হাতে তুলে দেওয়া প্রেসক্রিপশনেই নয়, সমাজ মাধ্যমেও একই দাবিতে তিনি আন্দোলন ছড়িয়ে দিতে শুরু করেছেন। সমস্ত চিকিৎসকের এইভাবে আন্দোলন করা উচিত বলে মনে করেন দেবব্রতবাবু।

রাজপথে প্রতিবাদের ঢেউ! ডাক্তারদের সিজিও অভিযান, কবে মিলবে বিচার?

অভিনব উপায়ে প্রতিবাদ চিকিৎসকের



বীরভূমের রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন কনসালট্যান্ট ল্যাপরোস্কোপিক সার্জেন দেবব্রত দাস। বর্তমানে তিনি হাসপাতাল সংলগ্ন একটি ওষুধের দোকানে প্রাইভেট প্র্যাকটিস করেন। আরজি কর কাণ্ডের পর তিনি জুনিয়ার- সিনিয়র চিকিৎসকদের আন্দোলনে পা মিলিয়েছিলেন। একাধিক আন্দোলনে সামিল হয়েছিলেন। এবার নিজের চেম্বার থেকেই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাই লালকালির স্ট্যাম্পে “আর জি করের বিচার চাই, অরপরাধ চক্রের বিনাশ চাই" লেখা প্রতিবাদ ছড়িয়ে দিচ্ছেন রোগী ও তাদের পরিবারের মধ্যে। শুধু বাংলাতে নয়, ইংরেজিতেও লেখা রয়েছে “উই ওয়ান্ট জাস্টিস।"

সুন্দরবনের জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হল না, পুলিশের জালে ১১ বাংলাদেশি



দেবব্রত দাস বলেন, “আমি আর জি করের প্রাক্তন ছাত্র। ওই কলেজের প্রতিটি গলি আমি চিনি, জানি। সেখানে এই ঘটনা আমাকে ভীষণভাবে নারা দিয়েছে। আমি কল্পনাও করতে পারছি না যে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের ইতিহাসে আমার প্রাক্তন কলেজে এমন নৃশংস ঘটনা ঘটতে পারে। সেই জন্য চিকিৎসক সমাজ সহ বিভিন্ন পেশার মানুষ রাস্তায় নেমেছে। সিবিআই বার বার বলছে ঘটনার প্রমান মুছে ফেলা হয়েছে। দায়ি করা হয়েছে রাজ্য সরকারকে। তাই সাধারণ মানুষের মতো আমি চিকিৎসক হিসাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে আমার প্রেসক্রিপশনকে ব্যবহার করেছি। সেই প্রেসক্রিপশন প্রতিটি মানুষের পাশাপাশি ওষুধের দোকানেও পৌঁছে যাচ্ছে। এছাড়া আমাদের সারা ভারতে যে সংগঠন রয়েছে সেখানেও আমার প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়ে প্রতিবাদের ভাষা পৌঁছে দিয়েছি। পশ্চিমবঙ্গের বাইরে প্রতিবাদের ভাষা পৌঁছে দিতে ইংরেজিতেও লেখা রয়েছে”।

Success Story: ধনুক ভাঙা পণে দুর্ধর্ষ সাফল্য বঙ্গতনয়ার! বিশ্বের দরবারে ভারতকে গর্বিত করলেন সায়নী

সেমিনার হলের ভাইরাল ছবিতে লাল জামা পরে উনি কে? চুড়ান্ত রহস্য

RG Kar Medical College Doctors Death
Advertisment