West Bengal News Updates: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করতে আদালতে দাপুটে তৃণমূল নেতা, বঙ্গ রাজনীতিতে তুঙ্গে জল্পনা

West Bengal News Updates 18 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 18 September, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

News in Bengal Highlights : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News updates: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এদিন ইডি-র বিশেষ আদালতে তোলা হয় বড়ঞার তৃণমূল বিধায়ককে। বৃহস্পতিবার অভিযুক্ত তৃণমূল বিধায়কের সঙ্গে সঙ্গে দেখা করতে আদালতে হঠাৎ হাজির ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এনিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। জীবনকৃষ্ণের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের সামনে ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, “অন্যায় নিশ্চয়ই করেছে, তাই মোবাইল ছুড়ে ফেলেছে। পালানো উচিত হয়নি।” যদিও এদিন নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বড়ঞার তৃণমূল বিধায়ক। একই সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টিও সরাসরি অস্বীকার করেন। 

Advertisment

পুজোর আগেই সরকারি কর্মচারীদের জন্য বাম্পার সুখবর, মমতার দেখানো পথেই হাঁটলেন মোদী

পাশকুঁড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনা আজ ১২ ঘন্টার পাশকুঁড়া বন্ধের ডাক দিয়েছে SUCI। অন্যান্য দিনের তুলনায় আজ যান চলাচল অনেকটাই কম। মানুষজন রাস্তায় বেরোলেও তা সংখ্যায় যথেষ্ট নয়। এদিকে আজ বিকেলেই পাশকুঁড়া যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে এক মিছিলের আয়োজন করা হবে। অপরদিকে শনিবার ঘটনাস্থলে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন।   

Advertisment

আজই 'বোমা ফাটাবেন' রাহুল গান্ধী? সামনে আনবেন 'ভোট চুরির' 'বিস্ফোরক' প্রমাণ?

বিহারের পর এবার দিল্লিতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন (ECI)। কমিশনের দাবি, ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করা তাদের সাংবিধানিক দায়িত্বের অঙ্গ। যদিও ঠিক কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে তা পরে ঘোষণা করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “নির্বাচনী তালিকার অখণ্ডতা বজায় রাখার সাংবিধানিক বাধ্যবাধকতা পালনের জন্য সারা দেশেই একটি বিশেষ নিবিড় সংশোধন (SIR) চালানো হবে। তারই অংশ হিসেবে জাতীয় রাজধানীতেও এই অভিযান শুরু হচ্ছে।” প্রসঙ্গত, গত মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে SIR-এর সময়সীমা ঘোষণার পর খুব শীঘ্রই সারা দেশেই একই পদক্ষেপ নেওয়া হবে। সেই সূত্রেই দিল্লিতে প্রক্রিয়া শুরু হল।

IMD FORECAST: পুজোর আগে বিরাট দুর্যোগের চূড়ান্ত সতর্কতা, কোন কোন জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা?

  • Sep 18, 2025 13:32 IST

    West Bengal News Live Updates: অভিযুক্তকে ধরতে এসে মহিলাদের গায়ে হাত, মারধর

    অভিযুক্তকে ধরতে এসে মহিলাদের গায়ে হাত মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশের গাড়ি ঘিরে ভাঙচুর স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত তিলডাঙ্গা এলাকায়। গতকাল রাতে মুর্শিদাবাদের ফারাক্কা থানার তিলডাঙ্গা এলাকায় আকিল শেখ নামে এক অভিযুক্তকে ধরতে যায় পুলিশ সেখানে অভিযুক্ত কে না পেয়ে মহিলাদের উপর চড়াও হয়  এক এএসআই পদমর্যাদার অফিসার। মহিলাদেরকে কটুক্তি ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগ ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে। এরপরেই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে ভাঙচুর করে। পরিস্থিতি মোকাবেলায় ফারাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী।



  • Sep 18, 2025 13:09 IST

    West Bengal News Live Updates: ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন

    ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। চলতি বছর বিহারে বিধানসভা নির্বাচন এবং আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বড় নির্দেশ জারি করা হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে ইভিএমে শুধু দলের নাম ও প্রতীকই নয়, প্রার্থীর ছবিও থাকবে। ফলে ভোটাররা আরও নিশ্চিত হতে পারবেন কাকে ভোট দিচ্ছেন। ১৭ সেপ্টেম্বর জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ইভিএমে প্রার্থীর নাম মোটা হরফে লেখা থাকবে এবং প্রার্থীর ছবি থাকবে রঙিন আকা। 



  • Sep 18, 2025 11:56 IST

    West Bengal News Live Updates: খাস কলকাতায় আইনজীবীর বাড়িতে অস্ত্র হাতে হামলা

    খাস কলকাতায় আইনজীবীর বাড়িতে অস্ত্র হাতে হামলার ভয়ঙ্কর অভিযোগ। নেতাজীনগরে এই আইনজীবীর বাড়িতে ৮-১০ জনের এক দুষ্কৃতি দল তান্ডব চালায় বলে অভিযোগ।অভিযুক্তদের ধরতে গেলে পুলিশের উপর চড়াও হয় দুষ্কৃতিরা। ঘটনায় গুরুতর আহত এক পুলিশ আধিকারিক। গ্রেফতার ৬



  • Sep 18, 2025 11:53 IST

    West Bengal News Live Updates:সপ্তম শ্রেণির ছাত্রী খুনে উত্তাল এলাকা, প্রধান শিক্ষককে বেধড়ক মার

    রামপুরহাটে সপ্তম শ্রেণির ছাত্রী খুনের ঘটনায় উত্তাল পুরো এলাকা। সোমবার স্কুলে প্রবেশের সময় ক্ষিপ্ত গ্রামবাসীরা স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়। পুলিশের উপস্থিতিতেও গ্রামবাসীরা প্রধান শিক্ষককে রীতিমত লাথি, কিল, চড় ও ঘুষি মারে বলে অভিযোগ। হামলার জেরে প্রধান শিক্ষকের জামা ও ব্যাগ ছিঁড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে তোলার চেষ্টা করলে গ্রামবাসীরা সেই গাড়িটিও ধাওয়া করে। স্কুলের বাকি শিক্ষকদের স্কুলেই তালাবদ্ধ রাখা হয়েছে। উল্লেখ্য ২০ দিন ধরে নিখোঁজ থাকা ওই সপ্তম শ্রেণির ছাত্রী বস্তাবন্দি দেহাংশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর ক্ষোভে ফুঁসছে  গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, যারা মানুষ গড়ার কারিগর তারাই এমন মর্মান্তিক ঘটনা ঘটালে কী ভরসায় ছেলে-মেয়েদের স্কুলে পাঠাব?  



  • Sep 18, 2025 09:49 IST

    West Bengal News Live Updates: পুজোর আগে সাধারণ মানুষকে বড় সুখবর দিল কেন্দ্রীয় সরকার

    পুজোর আগে সাধারণ মানুষকে বড় সুখবর দিল কেন্দ্রীয় সরকার। জিএসটি হার কমিয়ে নতুন কাঠামো কার্যকর করার ঘোষণা ইতিমধ্যে জারি করা হয়েছে। এবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন জিএসটি হার কার্যকর হবে বলে অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। একইসঙ্গে রাজ্য সরকারগুলিও আগামী কয়েক দিনের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে।

    গত ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের টানা দুই দিনের বৈঠকের পর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে ২০১৭ সালের ২৮ জুনের বিজ্ঞপ্তিকে বাতিল করে দেওয়া হয়েছে। এতদিন চারটি স্ল্যাব চালু ছিল— ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ ও ২৮ শতাংশ। তবে এবার থেকে কেবল দুটি মূল স্ল্যাব থাকবে— ৫ শতাংশ ও ১৮ শতাংশ।

    সবচেয়ে বড় পরিবর্তন হল, আগে ২৮ শতাংশ করের আওতায় থাকা বেশিরভাগ পণ্য ও পরিষেবাকে ১৮ শতাংশে আনা হয়েছে। অন্যদিকে, ১২ শতাংশ করের আওতায় থাকা বহু পণ্য এখন ৫ শতাংশে পাওয়া যাবে। যদিও ক্ষতিকারক ও বিলাসবহুল পণ্যগুলিকে আলাদা করে বিশেষ ৪০ শতাংশ কর স্ল্যাবে রাখা হয়েছে।

     



  • Sep 18, 2025 09:22 IST

    West Bengal News Live Updates: জনতার মন পেতে ঢাল মমতা-অভিষেকেরই 'টেকনিক'! 'এক ফোনে বিধায়ক', পরিষেবা চালু দাপুটে তৃণমূল নেতার

    সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে নিজেকে জনদরদী প্রতিপন্ন করতে আসরে নেমে পড়লেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। এর জন্য তিনি দলীয় সুপ্রিমোর ‘দিদিকে বলো’ এবং দলের সেকেন্ড ইন কমাণ্ডের ‘এক ডাকে অভিষেক’ এর অনুকরণে ‘এক ফোনে বিধায়ক খোকন দাস’ নাম দিয়ে ফোন নম্বর চালু করলেন। বুধবার বিশ্বকর্মা পুজোর দিন বর্ধমানের কাঞ্চননগরে বিধায়ক অফিস থেকে খোকন দাস নিজেই এই হেল্পলাইনের সূচনা করলেন। এ নিয়ে বিরোধীরা নানা কটাক্ষ করলেও বিধায়ক খোকন দাস অবশ্য সে সবকে পাত্তা দেননি।



  • Sep 18, 2025 09:13 IST

    West Bengal News Live Updates: শিক্ষক পিটিয়ে অবশেষে পুলিশের জালে দাপুটে তৃণমূল নেতা

    কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ত্রিদিব বাড়ুই। বুধবার কাকদ্বীপ স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।



westbengal Hilsa