/indian-express-bangla/media/media_files/2025/09/18/cats-2025-09-18-10-08-31.jpg)
আজই 'বোমা ফাটাবেন' রাহুল গান্ধী? সামনে আনবেন 'ভোট চুরির' 'বিস্ফোরক' প্রমাণ?
কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ, বৃহস্পতিবার দিল্লিতে বিশেষ সাংবাদিক বৈঠক করবেন। সকাল ১০টায় ইন্দিরা ভবন অডিটোরিয়ামে এই বৈঠক হবে বলে বুধবার এক্স-এ ঘোষণা করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি লিখেছেন, “আগামীকাল ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিশেষ সাংবাদিক বৈঠক করবেন। মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকতে।”
এই সাংবাদিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কারণ, গত সপ্তাহেই রাহুল গান্ধী তাঁর ‘ভোট চুরি’র অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেছিলেন, শীঘ্রই তিনি “ বিস্ফোরক প্রমাণ” সামনে আনবেন। সেই সময় তিনি মন্তব্য করেছিলেন, “‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান এখন সারা দেশে প্রতিধ্বনিত হচ্ছে। সরকার ভোট চুরি করছে। এর প্রমাণ আমরা দেখাবো।”
Tomorrow 18 Sept, Special Press Briefing by the Leader of Opposition in Lok Sabha, Shri Rahul Gandhi at 10 am at Indira Bhawan Auditorium.
— Pawan Khera 🇮🇳 (@Pawankhera) September 17, 2025
Media is requested to be seated by 9.30 am.
कल दिनांक 18 सितम्बर को सुबह 10 बजे इंदिरा भवन ऑडिटोरियम में लोक सभा में नेता प्रतिपक्ष श्री…
তিনি আরও অভিযোগ করেছিলেন যে, বিজেপির সঙ্গে যোগসাজশ করে নির্বাচন কমিশন ভোটের ফলাফল সাজিয়ে দিচ্ছে। কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে অনিয়মের অভিযোগও তিনি তুলেছিলেন।
সম্প্রতি রায়বরেলীতে দুই দিনের সফরে গিয়ে রাহুল গান্ধী আরও একবার জানান, “আমরা আরও বিস্তারিতভাবে ভোট চুরির সত্যিটা সামনে আনব। মহারাষ্ট্রে ২০১৯ লোকসভা নির্বাচনের পর এক কোটিরও বেশি নতুন ভোটার যুক্ত হয়েছিল, যা বিজেপির পক্ষে সুবিধা করে দেয়। কিন্তু কংগ্রেস ও জোটসঙ্গীদের ভোট অপরিবর্তিত থাকে।” তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা বা ভিডিও ফুটেজ দিতে অস্বীকার করেছে।
#WATCH | Raebareli | Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, "We are going to present dynamic, explosive proofs to you. The slogan 'Vote chor, gaddi chhor' is reverberating across the nation. It is a fact that governments are being formed by stealing votes. We guarantee… pic.twitter.com/GIjqJhfi18
— ANI (@ANI) September 11, 2025
কর্ণাটক প্রসঙ্গেও রাহুল গান্ধীর অভিযোগ, বেঙ্গালুরু সেন্ট্রালের একটি আসনে প্রায় দু লক্ষ ভুয়ো ভোটারের নাম ধরা পড়েছে, যা বিজেপির জয়ে প্রভাব ফেলেছে। তাঁর দাবি, এ ধরনের অনিয়ম শুধু মহারাষ্ট্র বা কর্ণাটকেই নয়, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং গুজরাটেও ঘটছে। বিশেষত গুজরাটে “বৃহৎ মাত্রায়” অনিয়ম হয়েছে।
Bengal SIR: বিধানসভা নির্বাচনের আগে বাংলায় SIR? তুঙ্গে প্রস্তুতি, বড় ঘোষণা কমিশনের
অন্যদিকে, বিজেপি কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া কটাক্ষ করে বলেছেন, “কংগ্রেস সেই ছাত্রের মতো, যে পড়াশোনা করে না, পরীক্ষায় ফেল করে এবং দোষ চাপায় ইভিএমের উপর। বিজেপি ভালো ছাত্রের মতো কাজ করে এবং মানুষের সমর্থন পায়।” প্রসঙ্গত, নির্বাচন কমিশনও রাহুল গান্ধীর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। কমিশনের পক্ষ থেকে মেশিনে পড়ার মতো ভোটার তালিকা বা সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি নাকচ করে দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us