/indian-express-bangla/media/media_files/2025/07/06/himachal-accident-2025-07-06-15-57-02.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Live Updates: হিমাচলে ভয়াবহ পথদুর্ঘটনা। কুল্লু জেলার রোটাং পাস সংলগ্ন এলাকায় একটি গাড়ি রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানালির ডিএসপি কেডি শর্মা জানান, দুর্ঘটনার সময় গাড়িটিতে পাঁচজন যাত্রী ছিলেন। চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এক্স -এ এক পোস্ট করে দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন,"মানালি থানা এলাকায় পথ দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু এবং আরও একজন গুরুতর আহত হওয়ার ঘটনা হৃদয়বিদারক। আহত ব্যক্তির দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা রইল।"
কসবায় ২১ শে জুলাইয়ে হোর্ডিং ছেঁড়ার ভয়ঙ্কর অভিযোগ। কলকাতা পুরসভার ১০৬ নং ওয়ার্ডে এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত চাঞ্চল্য। স্থানীয় কাউন্সিলার জানিয়েছেন সকাল আটটা নাগাদ হোর্ডিং ছেঁড়ার ঘটনা ঘটেছে। অভিযোগের তির সিপিএম, বিজেপির দিকে। ইতিমধ্যে এই মর্মে কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে। আজ এই ঘটনায় প্রতিবাদ কর্মসূচী করবে তৃণমূল।
মহেশতলায় মহিলার রহস্যমৃত্যু। বাড়ির সামনে থেকে উদ্ধার দেহ। মৃতার নাম শিল্পী বিবি। পেশায় নার্স। পরিবারের অনুমান ওই মহিলাকে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যে বাড়ির সামনে থেকে মহিলার দেহ উদ্ধার করা হয়েছে তার মালিককে ইতিমধ্যে জেরা করা হয়েছে।
৯ জুলাই (মঙ্গলবার) দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। শ্রমিক সংগঠনগুলির দাবি, কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোড শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকারকে সংকুচিত করছে এবং শ্রমিক স্বার্থকে বিনষ্ট করছে। ধর্মঘটে অংশ নিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বিমা, রেল, প্রতিরক্ষা শিল্প, বিদ্যুৎ এবং কৃষিভিত্তিক কর্মচারী সংগঠন। অভিযোগ, দেশের জাতীয় সম্পদ, শিল্প ও পরিকাঠামোকে আদানি-অম্বানিদের মতো কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর জেরে দেশে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান হ্রাস ও বেকারত্ব মারাত্মকভাবে বেড়ে চলেছে।
[গোষ্ঠীদ্বন্ধে থমকে উন্নয়ন, ২১ জুলাইয়ের আগে কী বার্তা মহুয়ার?]
-
Jul 06, 2025 14:35 IST
West Bengal Live Updates: ৯ আগস্ট 'নবান্ন অভিযান'
আর.জি. কর মেডিক্যাল কলেজে চিকিৎসক তরুণীর গণধর্ষণ ও হত্যার বর্ষপূর্তিতে ৯ আগস্ট 'নবান্ন অভিযান'-এর ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাঁদের আন্দোলনে শামিল হওয়ারও অনুরোধ জানান। শুভেন্দুর দাবি, নির্যাতিতার পরিবার নবান্ন অভিযানে যোগ দিতে সম্মত হয়েছে। আরজি করের ঘটনার বর্ষপূর্তিতে এই মিছিল নারী নিরাপত্তা ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী বলে জানান শুভেন্দু। তিনি বলেন, "এই আন্দোলনে কোনও রাজনৈতিক পতাকা থাকবে না, শুধুই প্রতিবাদ কর্মসূচী" তিনি অভিযোগ করেন, রাজ্যের শাসক দল ধর্ষকদের রক্ষা করছে, তাই এই সরকারকে বিসর্জন দিতেই হবে।
-
Jul 06, 2025 14:34 IST
West Bengal Live Updates:নরেন্দ্র মোদীর কলকাতা সফরের সম্ভাবনা
২১ জুলাই শহিদ দিবসের মহা সমাবেশের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের সম্ভাবনা ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, ১৮ জুলাই বা তার আশপাশে মোদী আসতে পারেন রাজ্যে।রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের সফরসূচির সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ১৮ জুলাই। ওইদিন প্রধানমন্ত্রী কলকাতায় আসার পরে উত্তরবঙ্গ সফরেও যেতে পারেন। সফরের উদ্দেশ্য মূলত দলীয় সাংগঠনকে শক্তিশালী করা ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বার্তা দেওয়া। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য শাখার তরফে প্রধানমন্ত্রীকে ২১ জুলাই শহিদ দিবসের আগে কলকাতা সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন এক বর্ষীয়ান রাজ্য নেতা। এর মাধ্যমে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের আগে বিজেপির তরফে পাল্টা শক্তি প্রদর্শন ঘটানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
-
Jul 06, 2025 10:39 IST
West Bengal Live Updates: বন্ধুর বাবার মারে মৃত্যু ছেলের বন্ধুর, চরম উত্তেজনা
বেহালা সখের বাজারে মর্মান্তিক কান্ড, বন্ধুর বাবার মারে মৃত তরুণের। আটক করা হয়েছে তরুণের বন্ধু ও তার বাবাকে। সকাল সাতটা নাগাদ বেহালা সখের বাজার সুপার মার্কেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে মৃতের নাম বাপি অধিকারী। গতকাল রাতের কোন বচসাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ।