Newtown BSF jawan body found: নিউটাউনে এক BSF জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত জওয়ানের নাম সূর্যকান্ত দাস(৩৮)। মৃত জওয়ান ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ইকোপার্ক থানার শুলংগুড়ি এলাকায় এক মাস আগে ভাড়ায় এসেছিলেন ওই জওয়ান। সোমবার সকালে তাঁর পরিবারের সদস্যরা এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ওই জওয়ানকে। এই ঘটনার খবর পেয়ে যায় ইকোপার্ক থানার পুলিশ। ঘটনাস্থলে যান BSF-এর আধিকারিকরাও। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে তাদের কাছে খবর যায় ইকোপার্ক থানার শুলংগুড়ি রাম মন্দির এলাকায় একটি বাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত দেহ মিলেছে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই মৃত ব্যক্তি একজন BSF জওয়ান। এরপরেই পুলিশের তরফে বিএসএফ-এর দফতরে খবর পাঠানো হয়।
জওয়ানের এমন পরিণতির খবর পেয়ে সেখানে ছুটে যান BSF-এর আধিকারিকরা। মৃতের
ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, এই সুইসাইড নোট হোয়াটস্যাপের মাধ্যমে পরিবারের সদস্যদেরও পাঠিয়েছিলেন মৃত জওয়ান।
সোমবার সকালে পরিবারের সদস্যরা এই বাড়িতে এসে মৃতদেহ দেখতে পান। দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন- Kolkata News Live Updates: বিরাট ধাক্কা তৃণমূলে! বিধানসভা ভোটের আগেই শ'য়ে শ'য়ে নেতাকর্মীর দলবদলের চাঙ্গা BJP
পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে মানসিক চাপের কথার উল্লেখ রয়েছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ। সোমবার সকালে জওয়ানের মৃতদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও এই মৃত্যুর পেছনে অন্য কোনও বিষয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন- Kolkata News: কলকাতায় 'কোটিপতি' বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার, মৃতের পরিচয় জানেন?