/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/dead-body.jpg)
প্রতীকী ছবি।
Netaji Nagar senior death: খাস কলকাতায় এক 'কোটিপতি' বৃদ্ধের রহস্যমৃত্যু ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নেতাজি নগর এলাকায় চারতলা বাড়ি থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধ আশুতোষ দাসের পচাগলা মৃতদেহ। প্রাসাদোপম বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধ। তাঁর ছেলেমেয়েরা বিদেশে থাকতেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নেতাজি নগরের ওই চারতলা বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। তারপরেই স্থানীয়রা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেন। তাঁরাই খবর দেন নেতাজি নগর থানায়। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধ আশুতোষ দাসের মৃতদেহ উদ্ধার করে। কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ায় এই বৃদ্ধের মৃত্যু ঘিরে গাঢ় হচ্ছে রহস্য। তাঁকে কেউ খুন করেছে নাকি তাঁর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি।
এদিন আশুতোষ দাসের মৃত্যুর খবর পেয়েই তাঁর শ্যালক উপস্থিত হন সেই বাড়িতে। তিনি জানিয়েছেন, আত্মীয়দের সঙ্গে যোগাযোগ থাকলেও নিয়মিত তাঁদের সঙ্গে দেখা হতো না আশুতোষ দাসের। তিনি নিজে তাঁর জামাইবাবুকে দীর্ঘদিন চারতলা বাড়ির নিচের অংশ ভাড়া দেওয়ার কথা বলেছিলেন। তবে তাতে নাকি রাজি হননি আশুতোষ দাস। আশুতোষ দাসের শ্যালক আরও জানিয়েছেন, তাঁর জামাইবাবুর মেয়ে অর্থাৎ তাঁর ভাগ্নি থাকেন অস্ট্রেলিয়ায়, ভাগ্নে থাকেন দিল্লিতে। তবে ছেলে-মেয়েরা মাঝেমধ্যেই বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে আসতেন।
বছর দু'য়েক আগে আশুতোষ দাসের স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকে কারও সঙ্গে খুব বেশি একটা মেলামেশা করতেন না তিনি। তাঁর প্রিন্টিংয়ের ব্যবসা ছিল। বাড়িতে একাই থাকতেন আশুতোষ দাস। স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার আশুতোষ দাসকে শেষবারের মতো দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁকে আর কেউ দেখেননি। সোমবার সকালে ওই বাড়ি থেকে পচাগলা গন্ধ বেরোতে থাকায় স্থানীয়রাই নেতাজি নগর থানায় খবর দিয়েছিলেন।
আরও পড়ুন- Kumki elephant: সন্তানের জন্ম দিয়ে ফুরফুরে রামি, মাতৃত্বকালীন ছুটি বনদফতরের কুনকি হাতিকে
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ থাকায় মৃতদেহ উদ্ধারে প্রাথমিকভাবে সমস্যায় পড়তে হয় পুলিশকে। শেষমেষ বাড়ির দরজা ভেঙে আশুতোষ দাসের পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নতদন্তের পরেই বৃদ্ধের মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।