এবার ডেঙ্গির বলি কলকাতা পুলিশের এক এএসআই। শুক্রবার ভোরে মোমিনপুরের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু উৎপল নষ্কর নামে কলকাতা পুলিশের এক এএসআইয়ের। উৎসবের মরশুমে রাজ্যে ডেঙ্গি ভয়াবহ আকার নিতে শুরু করেছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। যা নিয়ে ঘেরা উদ্বেগে স্বাস্থ্য ভবন।
জানা গিয়েছে, কলকাতা পুলিশের এএসআই উৎপল নষ্কর ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। বছর পঞ্চাশের ওই পুলিশ আধিকারিককে বৃহস্পতিবারই মোমিনপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে আজ ভোরের দিকে তাঁর শারীরিক পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়। শেষমেশ শুক্রবার ভোরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এএসআই উৎপল নষ্করের।
আরও পড়ুন- একধাক্কায় হু-হু করে নামল পারদ, ভাঙল ১০ বছরের রেকর্ড
রাজ্যে ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে মশাবাহিত এই রোগ। গত এক সপ্তাহের হিসেব ধরলে রাজ্যে প্রায় ৬ হাজার মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের এই সংখ্যা। স্বাস্থ্য বিশারদদের একাংশের আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহে ডেঙ্গি আরও মারাত্মক আকার নিতে পারে। সব মিলিয়ে উৎসবের মরশুমে ডেঙ্গি ঘুম কেড়ে নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরেরও। রাজ্যজুড়ে ডেঙ্গি মোকাবিলায় সতর্কতামূলক প্রচার অভিযান জারি রয়েছে।
আরও পড়ুন- স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’, টুইটে নিজেই জানালেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
তবে এতেও আতঙ্ক কাটছে না। বেড়েই চলেছে মশাবাহিত এই রোগের সংক্রমণ। শহর কলকাতা ছাড়াও লাগোয়া হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতেও ডেঙ্গির প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি সংক্রমিতের মোট সংখ্যা ৪৫ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই যা নিয়ে রীতিমতো শঙ্কায় স্বাস্থ্য দফতরের কর্তারাও।