/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/Express-Train-1.jpg)
বড় ঘোষণা রেলের।
করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। ভয়াবহ ওই রেল দুর্ঘটনার জের এখনও রয়ে গিয়েছে। এর বড়সড় প্রভাব এখনও দেখা যাচ্ছে রেল চলাচলে। এবার বাতিল করা হল কলকাতা-পুরী স্পেশাল ট্রেন। শুধু এই ট্রেনটিই নয় আরও বেশ কয়েকটি ট্রেন ছড়ার সময় পরিবর্তনের কথাও জানানো হয়েছে।
রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২/৬/২৩ তারিখে ১২৮৪১ করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার কারণে, ০৩১০১ কলকাতা - পুরী স্পেশাল ১৮/৬/২৩ তারিখে রাত ১১.৪০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে সেই ট্রেনটি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন- ভোটই হল না! মনোনয়নেই অভিষেকের ডায়মন্ড হারবারে ‘মারকাটারি সাফল্য’ তৃণমূলের!
এরই পাশাপাশি সংশ্লিষ্ট ডাউন লিঙ্ক ট্রেনের দেরিতে আসার কারণে, ১২৪০১ হাওড়া - নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নির্ধারিত সময় ২.২৫ মিনিটের বদলে সন্ধে সাড়ে ৬টায় ছাড়বে বলে জানিয়েছে রেল।
এছাড়াও সংশ্লিষ্ট ডাউন লিঙ্ক ট্রেনের দেরিতে আসার কারণে, ২২৪০৫ আপ ভাগলপুর – আনন্দ বিহার টার্মিনাল গরীব রথ এক্সপ্রেস আজ ভাগলপুর থেকে বেলা ১.৫৫ মিনিটের পরিবর্তে রাত ৯টায় ছাড়বে।
একটি ট্রেন বাতিল ও দুটি ট্রেনের সময় পরিবর্তনে যাত্রীদের অসুবিধার জন্য রেলের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে।