করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। ভয়াবহ ওই রেল দুর্ঘটনার জের এখনও রয়ে গিয়েছে। এর বড়সড় প্রভাব এখনও দেখা যাচ্ছে রেল চলাচলে। এবার বাতিল করা হল কলকাতা-পুরী স্পেশাল ট্রেন। শুধু এই ট্রেনটিই নয় আরও বেশ কয়েকটি ট্রেন ছড়ার সময় পরিবর্তনের কথাও জানানো হয়েছে।
রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২/৬/২৩ তারিখে ১২৮৪১ করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার কারণে, ০৩১০১ কলকাতা - পুরী স্পেশাল ১৮/৬/২৩ তারিখে রাত ১১.৪০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে সেই ট্রেনটি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন- ভোটই হল না! মনোনয়নেই অভিষেকের ডায়মন্ড হারবারে ‘মারকাটারি সাফল্য’ তৃণমূলের!
এরই পাশাপাশি সংশ্লিষ্ট ডাউন লিঙ্ক ট্রেনের দেরিতে আসার কারণে, ১২৪০১ হাওড়া - নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নির্ধারিত সময় ২.২৫ মিনিটের বদলে সন্ধে সাড়ে ৬টায় ছাড়বে বলে জানিয়েছে রেল।
এছাড়াও সংশ্লিষ্ট ডাউন লিঙ্ক ট্রেনের দেরিতে আসার কারণে, ২২৪০৫ আপ ভাগলপুর – আনন্দ বিহার টার্মিনাল গরীব রথ এক্সপ্রেস আজ ভাগলপুর থেকে বেলা ১.৫৫ মিনিটের পরিবর্তে রাত ৯টায় ছাড়বে।
একটি ট্রেন বাতিল ও দুটি ট্রেনের সময় পরিবর্তনে যাত্রীদের অসুবিধার জন্য রেলের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে।