বর্ষার অপেক্ষায় দিন গুনছে বাংলা। ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। সোমবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। যদিও কলকাতায় বৃষ্টির দেখা মেলেনি। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েক ঘণ্টার মধ্যে দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। বৃষ্টির জেরে ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পারদ খানিকটা নেমেছে। হাঁসফাঁস গরম থেকে অনেকটাই স্বস্তিতে শহরবাসী।
আরও পড়ুন: ‘জয় শ্রী রাম’ বলায় ‘কোপে’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতাপ সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ, ন্যূনতম ৫৩ শতাংশ।
আরও পড়ুন: কবে আসবে বর্ষা? অপেক্ষায় বাংলা
মঙ্গলবার আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৪.৪ ডিগ্রিতে, বাঁকুড়ায় তাপমাত্রা ছুঁয়েছে ৩৬.১ ডিগ্রিতে। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন আগে পুরুলিয়ার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই ছিল, এদিন সেখানকার তাপমাত্রা দাঁড়িয়েছে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, এবছর কেরালায় স্বাভাবিক সময়ের পরে বর্ষা ঢুকছে। কেরালায় বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সে রাজ্যে এবার বর্ষা ঢুকতে পারে স্বাভাবিক সময়ের ৫ দিন পর। এদিকে, বাংলায় এবার বর্ষা ঢুকতে খানিকটা দেরি হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।